ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে হতাশার সিরিজে প্রাপ্তি বাংলাদেশের বোলিং। স্বাগতিকেরা ধবলধোলাই হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আকতার। পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং আইসিসি আজ হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন মারুফা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬.২৯ ইকোনমিতে মারুফা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৮। আগের মতোই আট নম্বরে আছেন রাবেয়া খান। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭০০। ভারত সিরিজে নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে এখন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৯৩। ভারত সিরিজে একটি ফিফটি করলেও পাঁচ ম্যাচ মিলে করেছেন ৯৩ রান।
মেয়েদের টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতীয়রা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন রিচা ঘোষ। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচে স্মৃতি মান্ধানা। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৬ রান করেছেন মান্ধানা। গড় ২৯ ও স্ট্রাইকরেট ১১৪.৮৫। এই সিরিজেই সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রাধা যাদব। ভারতের বাঁহাতি স্পিনারের বোলিং গড় ও ইকোনমি ৯.৬০ ও ৫.০৫। বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রাধা। তাঁর রেটিং পয়েন্ট ৬১৭।
৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলার, অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে। বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন সোফি একেলেস্টন। ইংল্যান্ডের বোলারের রেটিং পয়েন্ট ৭৬৩।
আরও পড়ুন:
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে হতাশার সিরিজে প্রাপ্তি বাংলাদেশের বোলিং। স্বাগতিকেরা ধবলধোলাই হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আকতার। পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং আইসিসি আজ হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন মারুফা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬.২৯ ইকোনমিতে মারুফা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৮। আগের মতোই আট নম্বরে আছেন রাবেয়া খান। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭০০। ভারত সিরিজে নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে এখন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৯৩। ভারত সিরিজে একটি ফিফটি করলেও পাঁচ ম্যাচ মিলে করেছেন ৯৩ রান।
মেয়েদের টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতীয়রা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন রিচা ঘোষ। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচে স্মৃতি মান্ধানা। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৬ রান করেছেন মান্ধানা। গড় ২৯ ও স্ট্রাইকরেট ১১৪.৮৫। এই সিরিজেই সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রাধা যাদব। ভারতের বাঁহাতি স্পিনারের বোলিং গড় ও ইকোনমি ৯.৬০ ও ৫.০৫। বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রাধা। তাঁর রেটিং পয়েন্ট ৬১৭।
৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলার, অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে। বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন সোফি একেলেস্টন। ইংল্যান্ডের বোলারের রেটিং পয়েন্ট ৭৬৩।
আরও পড়ুন:
কালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
২ ঘণ্টা আগে