ভারত সিরিজের পর পেছালেন জ্যোতি, মারুফার উন্নতি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২৪, ১৯: ১৭
Thumbnail image

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে হতাশার সিরিজে প্রাপ্তি বাংলাদেশের বোলিং। স্বাগতিকেরা ধবলধোলাই হওয়ার পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আকতার। পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মেয়েদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং আইসিসি আজ হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন মারুফা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬.২৯ ইকোনমিতে মারুফা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৮। আগের মতোই আট নম্বরে আছেন রাবেয়া খান। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭০০। ভারত সিরিজে নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে এখন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৯৩। ভারত সিরিজে একটি ফিফটি করলেও পাঁচ ম্যাচ মিলে করেছেন ৯৩ রান।

মেয়েদের টি-টোয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতীয়রা। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন রিচা ঘোষ। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচে স্মৃতি মান্ধানা। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৬ রান করেছেন মান্ধানা। গড় ২৯ ও স্ট্রাইকরেট ১১৪.৮৫। এই সিরিজেই সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রাধা যাদব। ভারতের বাঁহাতি স্পিনারের বোলিং গড় ও ইকোনমি ৯.৬০ ও ৫.০৫। বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রাধা। তাঁর রেটিং পয়েন্ট ৬১৭।

৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলার, অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন সোফি একেলেস্টন। ইংল্যান্ডের বোলারের রেটিং পয়েন্ট ৭৬৩। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত