ক্রীড়া ডেস্ক
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে হতাশার সিরিজে প্রাপ্তি বাংলাদেশের বোলিং। স্বাগতিকেরা ধবলধোলাই হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আকতার। পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং আইসিসি আজ হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন মারুফা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬.২৯ ইকোনমিতে মারুফা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৮। আগের মতোই আট নম্বরে আছেন রাবেয়া খান। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭০০। ভারত সিরিজে নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে এখন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৯৩। ভারত সিরিজে একটি ফিফটি করলেও পাঁচ ম্যাচ মিলে করেছেন ৯৩ রান।
মেয়েদের টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতীয়রা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন রিচা ঘোষ। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচে স্মৃতি মান্ধানা। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৬ রান করেছেন মান্ধানা। গড় ২৯ ও স্ট্রাইকরেট ১১৪.৮৫। এই সিরিজেই সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রাধা যাদব। ভারতের বাঁহাতি স্পিনারের বোলিং গড় ও ইকোনমি ৯.৬০ ও ৫.০৫। বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রাধা। তাঁর রেটিং পয়েন্ট ৬১৭।
৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলার, অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে। বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন সোফি একেলেস্টন। ইংল্যান্ডের বোলারের রেটিং পয়েন্ট ৭৬৩।
আরও পড়ুন:
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে হতাশার সিরিজে প্রাপ্তি বাংলাদেশের বোলিং। স্বাগতিকেরা ধবলধোলাই হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মারুফা আকতার। পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং আইসিসি আজ হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন মারুফা। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬.২৯ ইকোনমিতে মারুফা নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের পেসার শেষের দিকে দুর্দান্ত বোলিং করেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৮। আগের মতোই আট নম্বরে আছেন রাবেয়া খান। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭০০। ভারত সিরিজে নিয়েছেন ৮ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে এখন জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৯৩। ভারত সিরিজে একটি ফিফটি করলেও পাঁচ ম্যাচ মিলে করেছেন ৯৩ রান।
মেয়েদের টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতীয়রা। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন রিচা ঘোষ। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৭ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচে স্মৃতি মান্ধানা। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১১৬ রান করেছেন মান্ধানা। গড় ২৯ ও স্ট্রাইকরেট ১১৪.৮৫। এই সিরিজেই সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন রাধা যাদব। ভারতের বাঁহাতি স্পিনারের বোলিং গড় ও ইকোনমি ৯.৬০ ও ৫.০৫। বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রাধা। তাঁর রেটিং পয়েন্ট ৬১৭।
৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলার, অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে। বোলারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন সোফি একেলেস্টন। ইংল্যান্ডের বোলারের রেটিং পয়েন্ট ৭৬৩।
আরও পড়ুন:
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২৯ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে