ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ যে আজমতউল্লাহ ওমরজাইয়ের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা বলে দেবে পরিসংখ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিন বার। দুইবারই বাংলাদেশের বিপক্ষে। সেই ওমরজাই এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
আইসিসি আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ওমরজাইকে ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা করেছে। ২০২৪ সালে ১৪ ওয়ানডেতে ৪১৭ রান করেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫২.১২ ও ১০৫.৫৬। বিদায়ী বছরে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছিলেন। গত বছরের নভেম্বরে শারজায় অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল একটু মজারই। প্রথম দুই ম্যাচেই মেরেছিলেন ডাক। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৩৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন আফগান এই অলরাউন্ডার।
ওয়ানডেতে ২০২৪ সালে বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন ওমরজাই। ১৪ ওয়ানডেতে ৪.৯০ ইকোনমিতে নিয়েছিলেন ১৭ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর ১১৫ বলে ১৪৯ রান করে অপরাজিত ছিলেন ওমরজাই। ১৩ চারের পাশাপাশি মেরেছিলেন ৬ ছক্কা। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। ওমরজাই ২০২৪-এর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন।
২০২৪ সালের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় এই ব্যাটার গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছিলেন। ১৩ ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছিলেন ৭৪৭ রান। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫৭.৪৬ ও ৯৫.১৫। ছেলেদের গত বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা। বিদায়ী বছরে টেস্টে সর্বোচ্চ ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতীয় এই পেসার খেলেছিলেন ১৩ ম্যাচ।
আরও পড়ুন:
বাংলাদেশ যে আজমতউল্লাহ ওমরজাইয়ের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা বলে দেবে পরিসংখ্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিন বার। দুইবারই বাংলাদেশের বিপক্ষে। সেই ওমরজাই এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।
আইসিসি আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ওমরজাইকে ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ঘোষণা করেছে। ২০২৪ সালে ১৪ ওয়ানডেতে ৪১৭ রান করেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫২.১২ ও ১০৫.৫৬। বিদায়ী বছরে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছিলেন। গত বছরের নভেম্বরে শারজায় অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর পারফরম্যান্স ছিল একটু মজারই। প্রথম দুই ম্যাচেই মেরেছিলেন ডাক। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ৩৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন আফগান এই অলরাউন্ডার।
ওয়ানডেতে ২০২৪ সালে বোলিংয়েও দারুণ কার্যকরী ছিলেন ওমরজাই। ১৪ ওয়ানডেতে ৪.৯০ ইকোনমিতে নিয়েছিলেন ১৭ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর ১১৫ বলে ১৪৯ রান করে অপরাজিত ছিলেন ওমরজাই। ১৩ চারের পাশাপাশি মেরেছিলেন ৬ ছক্কা। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। ওমরজাই ২০২৪-এর বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন।
২০২৪ সালের বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় এই ব্যাটার গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছিলেন। ১৩ ওয়ানডেতে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছিলেন ৭৪৭ রান। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫৭.৪৬ ও ৯৫.১৫। ছেলেদের গত বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরা। বিদায়ী বছরে টেস্টে সর্বোচ্চ ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতীয় এই পেসার খেলেছিলেন ১৩ ম্যাচ।
আরও পড়ুন:
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে
৯ ঘণ্টা আগেহ্যাক হওয়ায় ঢোকা যাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইটে। আজ বিকেল থেকে হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেলে ঢুঁ মারলে দেখা যায়, হ্যাক হয়েছে এনএসসির ওয়েবসাইট। হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে রেখেছে, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।
১০ ঘণ্টা আগেবিপিএলটা যেন জগাখিচুড়ি বানিয়ে ফেলল এক দুর্বার রাজশাহী! তাদের খেলার চেয়েও শুধু পারিশ্রমিকের ইস্যুটাই বেশি আলোচনায়। টাকার জন্যই তো খেলেন ক্রিকেটাররা, আলোচনা হওয়াটাও স্বাভাবিক। পাওনা পরিশোধ নিয়ে অনেক সময়ই কথা হয়...
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। ব্যাটিংয়ের চেয়েও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় বেশ আলোচিত এই কনস্টাস। তবে এবার তাঁর (কনস্টাস) একাদশে জায়গা হবে কি না, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে