ক্রীড়া ডেস্ক
প্রস্তুতি ম্যাচের জয়-পরাজয় গুরুত্বপূর্ণ না হলেও বিশ্বকাপের মূল পর্বে নামার আগের বাংলাদেশের চিন্তা থেকেই যাচ্ছে। সেই পুরোনো রোগেই যে বাংলাদেশ বারবার কাবু হচ্ছে। ব্যাটিং ইনিংস শুরু করতে নেমে টপ অর্ডার ধসে যাচ্ছে।
গতকালও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই চিত্র ফুটে উঠেছে। ৪১ রানের মধ্যেই নেই ৫ উইকেট। যার ফল ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তবে ৬০ রানে হারার পরও ব্যাটারদের এমন দুর্দশা নিয়ে নাকি ভাবছেন না নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ হারার পর শান্ত জানিয়েছেন, আগে কী হয়েছে তা নিয়ে চিন্তা করছেন না তারা। ম্যাচে শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আগে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমরা কতটুকু সক্ষম। আমাদের সাহসিকতার সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাসকিন–ফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ফিরলে খেলাটা অন্যরকম হবে।’
মূল পর্বে বাংলাদেশে ভালো করবে বলে জানিয়েছেন শান্ত। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘বোলাররা তাদের কাজটা দুর্দান্ত করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের বোলিং আমরা খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারেনি। তবে আশা করি মূল টুর্নামেন্টে ভালো কিছু করব।’
ভারতের বিপক্ষে গতকাল একদম শেষ মুহূর্তে চোট পান শরিফুল ইসলাম। তাঁর চোট নিয়ে শান্ত বলেছেন, ‘সে পর্যবেক্ষণে আছে। সম্ভবত সে ভালো আছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে সবাই উন্মুখ আছে, তবে আমাদের শান্ত থাকতে হবে।’
অন্যদিকে গতকাল ম্যাচ শেষে সুন্দর এক মুহূর্তের জন্ম হয়েছিল নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের পর দুই অধিনায়ক শান্ত আর রোহিত শর্মা অপেক্ষা করছিলেন সম্প্রচারকারী কর্তৃপক্ষকে সাক্ষাৎকার দিতে। ওই মুহূর্তে সাকিব আল হাসান প্রায় মাঝমাঠ থেকে ছুটে এসে ভারতীয় অধিনায়ককে জড়িয়ে ধরলেন। এরপর দুজন মেতে উঠলেন খোশগল্পে।
সাকিব ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারকে দিয়ে একটা ছবিও তোলালেন। এক ফ্রেমে সাকিব-রোহিত। এক ফ্রেমে গত ১৭ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাত্র দুজন খেলোয়াড়ই আছেন এই বিশ্বকাপে, যাঁদের খেলার অভিজ্ঞতা আছে প্রতিটি বিশ্বকাপে খেলার।
প্রস্তুতি ম্যাচের জয়-পরাজয় গুরুত্বপূর্ণ না হলেও বিশ্বকাপের মূল পর্বে নামার আগের বাংলাদেশের চিন্তা থেকেই যাচ্ছে। সেই পুরোনো রোগেই যে বাংলাদেশ বারবার কাবু হচ্ছে। ব্যাটিং ইনিংস শুরু করতে নেমে টপ অর্ডার ধসে যাচ্ছে।
গতকালও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই চিত্র ফুটে উঠেছে। ৪১ রানের মধ্যেই নেই ৫ উইকেট। যার ফল ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তবে ৬০ রানে হারার পরও ব্যাটারদের এমন দুর্দশা নিয়ে নাকি ভাবছেন না নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ হারার পর শান্ত জানিয়েছেন, আগে কী হয়েছে তা নিয়ে চিন্তা করছেন না তারা। ম্যাচে শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আগে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমরা কতটুকু সক্ষম। আমাদের সাহসিকতার সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাসকিন–ফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ফিরলে খেলাটা অন্যরকম হবে।’
মূল পর্বে বাংলাদেশে ভালো করবে বলে জানিয়েছেন শান্ত। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘বোলাররা তাদের কাজটা দুর্দান্ত করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের বোলিং আমরা খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারেনি। তবে আশা করি মূল টুর্নামেন্টে ভালো কিছু করব।’
ভারতের বিপক্ষে গতকাল একদম শেষ মুহূর্তে চোট পান শরিফুল ইসলাম। তাঁর চোট নিয়ে শান্ত বলেছেন, ‘সে পর্যবেক্ষণে আছে। সম্ভবত সে ভালো আছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে সবাই উন্মুখ আছে, তবে আমাদের শান্ত থাকতে হবে।’
অন্যদিকে গতকাল ম্যাচ শেষে সুন্দর এক মুহূর্তের জন্ম হয়েছিল নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের পর দুই অধিনায়ক শান্ত আর রোহিত শর্মা অপেক্ষা করছিলেন সম্প্রচারকারী কর্তৃপক্ষকে সাক্ষাৎকার দিতে। ওই মুহূর্তে সাকিব আল হাসান প্রায় মাঝমাঠ থেকে ছুটে এসে ভারতীয় অধিনায়ককে জড়িয়ে ধরলেন। এরপর দুজন মেতে উঠলেন খোশগল্পে।
সাকিব ভারতীয় দলের মিডিয়া ম্যানেজারকে দিয়ে একটা ছবিও তোলালেন। এক ফ্রেমে সাকিব-রোহিত। এক ফ্রেমে গত ১৭ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাত্র দুজন খেলোয়াড়ই আছেন এই বিশ্বকাপে, যাঁদের খেলার অভিজ্ঞতা আছে প্রতিটি বিশ্বকাপে খেলার।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে