ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের জার্সিতে শুধু টেস্ট ফরম্যাটটাই খেলে যাচ্ছিলেন আজহার আলি। অবশেষে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার।
আগামীকাল করাচিতে হবে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এই টেস্টই সাদা পোশাকে আজহারের শেষ ম্যাচ। অবসরের ঘোষণা দিয়ে পাকিস্তানের এই ব্যাটার বলেন, ‘দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের বিষয়। শেষ বলা অনেক কঠিন ব্যাপার। কিন্তু অনেক চিন্তাভাবনা করে দেখলাম টেস্ট থেকে অবসরের এটাই সঠিক সময়। কিছু অসাধারণ ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। অনেক ভালো কোচের অধীনে আমি খেলেছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
পাকিস্তানের জার্সিতে ৯৬ টেস্ট খেলেছেন আজহার। ৪২.৪৯ গড়ে করেছেন ৭০৯৭ রান। ১৯ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩৫ ফিফটি। দুবাইয়ে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ৩০২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন আজহার, যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ। সাদা পোশাকে পাকিস্তানের হয়ে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। আর ওয়ানডেতে ৫৩ ম্যাচে ৩৬.৯০ গড়ে করেছেন ১৮৪৫ রান। করেছেন ৩ সেঞ্চুরি ও ১২ ফিফটি।
পাকিস্তানের জার্সিতে শুধু টেস্ট ফরম্যাটটাই খেলে যাচ্ছিলেন আজহার আলি। অবশেষে ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার।
আগামীকাল করাচিতে হবে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এই টেস্টই সাদা পোশাকে আজহারের শেষ ম্যাচ। অবসরের ঘোষণা দিয়ে পাকিস্তানের এই ব্যাটার বলেন, ‘দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের বিষয়। শেষ বলা অনেক কঠিন ব্যাপার। কিন্তু অনেক চিন্তাভাবনা করে দেখলাম টেস্ট থেকে অবসরের এটাই সঠিক সময়। কিছু অসাধারণ ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। অনেক ভালো কোচের অধীনে আমি খেলেছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
পাকিস্তানের জার্সিতে ৯৬ টেস্ট খেলেছেন আজহার। ৪২.৪৯ গড়ে করেছেন ৭০৯৭ রান। ১৯ সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩৫ ফিফটি। দুবাইয়ে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ৩০২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন আজহার, যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ। সাদা পোশাকে পাকিস্তানের হয়ে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। আর ওয়ানডেতে ৫৩ ম্যাচে ৩৬.৯০ গড়ে করেছেন ১৮৪৫ রান। করেছেন ৩ সেঞ্চুরি ও ১২ ফিফটি।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
২ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
৩ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
৬ ঘণ্টা আগে