ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নেপালের ১৫ সদস্যের দলে নেই সন্দীপ লামিচানে। এমনকি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদন করেও ভিসা পাননি তিনি। তবে নেপালি লেগস্পিনারকে বিশ্বকাপে নেওয়ার জন্য চেষ্টা করছে দলটি।
ধর্ষণের মামলা থেকে লামিচানে মুক্তি পান এ বছরের ১৫ মে। বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন ছাড়া দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত। সেক্ষেত্রে লামিচানেকে নেওয়ার সুযোগ এখনো থাকছে। নেপালি লেগস্পিনার সেই আশায় হয়তো যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন। তবে ভিসা নাকচ হলেও তাঁকে বিশ্বকাপে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (ক্যান) সভাপতি চাতুর বাহাদুর চাঁদ। বার্তা সংস্থা এএফপিকে ক্যান সভাপতি বলেন, ‘তার (লামিচানে) দলে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কিছু করা যায় কি না আমরা এখনো চেষ্টা করে দেখছি।’
ভিসা প্রত্যাখ্যান হওয়ার পর লামিচানে গতকাল সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। নিজের এক্স হ্যান্ডলে নেপালি লেগস্পিনার লিখেছিলেন, ‘নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস ২০১৯ সালেও একই রকম কাজ করছিল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার ভিসা প্রত্যাখ্যান করল। খুবই দুর্ভাগ্যজনক এটা। নেপাল ক্রিকেটের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি।’
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের ১২ জানুয়ারি পাটান হাইকোর্টের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের যৌথ বেঞ্চ শর্তসাপেক্ষে ২০ লাখ নেপালি মুদ্রায় জামিন মঞ্জুর করেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নেপালের ১৫ সদস্যের দলে নেই সন্দীপ লামিচানে। এমনকি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদন করেও ভিসা পাননি তিনি। তবে নেপালি লেগস্পিনারকে বিশ্বকাপে নেওয়ার জন্য চেষ্টা করছে দলটি।
ধর্ষণের মামলা থেকে লামিচানে মুক্তি পান এ বছরের ১৫ মে। বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন ছাড়া দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত। সেক্ষেত্রে লামিচানেকে নেওয়ার সুযোগ এখনো থাকছে। নেপালি লেগস্পিনার সেই আশায় হয়তো যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন। তবে ভিসা নাকচ হলেও তাঁকে বিশ্বকাপে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (ক্যান) সভাপতি চাতুর বাহাদুর চাঁদ। বার্তা সংস্থা এএফপিকে ক্যান সভাপতি বলেন, ‘তার (লামিচানে) দলে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কিছু করা যায় কি না আমরা এখনো চেষ্টা করে দেখছি।’
ভিসা প্রত্যাখ্যান হওয়ার পর লামিচানে গতকাল সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। নিজের এক্স হ্যান্ডলে নেপালি লেগস্পিনার লিখেছিলেন, ‘নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস ২০১৯ সালেও একই রকম কাজ করছিল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার ভিসা প্রত্যাখ্যান করল। খুবই দুর্ভাগ্যজনক এটা। নেপাল ক্রিকেটের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি।’
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের ১২ জানুয়ারি পাটান হাইকোর্টের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের যৌথ বেঞ্চ শর্তসাপেক্ষে ২০ লাখ নেপালি মুদ্রায় জামিন মঞ্জুর করেছিলেন।
ওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
৩৭ মিনিট আগেশেন ওয়ার্ন নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আড়াই বছর আগে। তবু লেগ স্পিন জাদুতে ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছিলেন, তা অসংখ্য ক্রীড়াপ্রেমীর মনে গেঁথে আছে এখনো।
২ ঘণ্টা আগেব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
৩ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৫ ঘণ্টা আগে