ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের কোনো টেলিভিশনে দেখা যাবে না বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আইসিসি টিভির ওয়েবসাইটে সম্প্রচার করা হবে দুই দলের ওয়ানডে সিরিজ। ওয়েবসাইটে নিবন্ধন করে খেলা দেখতে হবে।
আইসিসি টিভির ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে বিনা মূল্যে। নতুনদের জন্য এই চ্যানেল নিবন্ধন করার প্রক্রিয়া হচ্ছে, বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং বিনা মূল্যে সেখানে অ্যাকাউন্ট খোলা যাবে। আগে থেকে এই চ্যানেলে নিবন্ধন করা থাকলে নতুন করে নিবন্ধনের দরকার নেই। চ্যানেলে সাইন ইন করলেই দেখা যাবে খেলা। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। একই মাঠ এবং একই সময়ে ১২ ও ১৪ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে সরাসরি সম্প্রচারের কথা ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে কদিন আগেই। আয়ারল্যান্ড থেকে প্রিমিয়ার স্পোর্টসে দেখা যাবে এই দুই দলের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ টিভিতে সম্প্রচার নিয়ে সমস্যা অবশ্য নতুন কিছু নয়। গত বছরের জুনেও বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সিরিজের খেলা সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পরে সেই সিরিজের খেলা দেখানো হয়েছে আইসিসি টিভিতে।
আরও খবর পড়ুন:
বাংলাদেশের কোনো টেলিভিশনে দেখা যাবে না বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আইসিসি টিভির ওয়েবসাইটে সম্প্রচার করা হবে দুই দলের ওয়ানডে সিরিজ। ওয়েবসাইটে নিবন্ধন করে খেলা দেখতে হবে।
আইসিসি টিভির ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে বিনা মূল্যে। নতুনদের জন্য এই চ্যানেল নিবন্ধন করার প্রক্রিয়া হচ্ছে, বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং বিনা মূল্যে সেখানে অ্যাকাউন্ট খোলা যাবে। আগে থেকে এই চ্যানেলে নিবন্ধন করা থাকলে নতুন করে নিবন্ধনের দরকার নেই। চ্যানেলে সাইন ইন করলেই দেখা যাবে খেলা। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। একই মাঠ এবং একই সময়ে ১২ ও ১৪ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে সরাসরি সম্প্রচারের কথা ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে কদিন আগেই। আয়ারল্যান্ড থেকে প্রিমিয়ার স্পোর্টসে দেখা যাবে এই দুই দলের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ টিভিতে সম্প্রচার নিয়ে সমস্যা অবশ্য নতুন কিছু নয়। গত বছরের জুনেও বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সিরিজের খেলা সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পরে সেই সিরিজের খেলা দেখানো হয়েছে আইসিসি টিভিতে।
আরও খবর পড়ুন:
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৮ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে