নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি
ফিফটি
তামিম ইকবাল ৫০
মুশফিকুর রহিম ৩৪
সাকিব আল হাসান ৩২
লিটন দাস ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ২৩
আরও পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম ইকবাল। রংপুরের বিপক্ষে গতকাল তিনি আউট হয়েছিলেন ১৩ রান করে। ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তামিম। সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়ে আজ রেকর্ডটি গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
সিলেট একাডেমি গ্রাউন্ডে তামিমের দল চট্টগ্রাম আজ খেলতে নেমেছে সিলেটের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দিনের শুরু থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন তামিম। ২৭ বলে ফিফটি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০তম ফিফটি করেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম করেছে ১৪.৪ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি, বিপিএলসহ সব ধরনের টি-টোয়েন্টি মিলে মুশফিক করেছেন ৩৪ ফিফটি। তিনে থাকা সাকিব আল হাসান ৩২ ফিফটি করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ২৮ ফিফটি করে এই তালিকায় চারে আছেন লিটন দাস। পাঁচে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের টি-টোয়েন্টি মিলে করেছেন ২৩ ফিফটি। তাঁদের মধ্যে তামিম,মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ফিফটি
ফিফটি
তামিম ইকবাল ৫০
মুশফিকুর রহিম ৩৪
সাকিব আল হাসান ৩২
লিটন দাস ২৮
মাহমুদউল্লাহ রিয়াদ ২৩
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা
২ ঘণ্টা আগেজোহানেসবার্গে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তবে অতিথিদের জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আরও ‘ওয়ান্ডারফুল’ ঘটনাও ঘটেছে গতকাল। খেলা দেখতে আসা এক তরুণী সন্তানের মা হয়েছেন স্টেডিয়ামেই। আরেকজন বান্ধবীকে পরিয়ে দিয়েছেন বিয়ের আংটি।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ থাকলে আহমেদ শেহজাদ তো ঘুমিয়ে থাকার পাত্র নন। কারও পছন্দ হোক বা না হোক, দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন সোজাসাপ্টা। সমালোচনা করতে গিয়ে খোঁচা মারতেও দ্বিধাবোধ করেন না পাকিস্তানি এই ক্রিকেটার। এবার আব্দুল্লাহ শফিককে নিয়ে বিদ্রুপ করেছেন শেহজাদ।
৪ ঘণ্টা আগে