Ajker Patrika

বাংলাদেশ ম্যাচে কোহলির ব্যাটিং দেখে হতাশ তিনি

ক্রীড়া ডেস্ক    
সৌম্য সরকার ক্যাচ ধরছেন। সৌম্যর ক্যাচেই বিরাট কোহলি ফিরেছেন ড্রেসিংরুমে। ছবি: এএফপি
সৌম্য সরকার ক্যাচ ধরছেন। সৌম্যর ক্যাচেই বিরাট কোহলি ফিরেছেন ড্রেসিংরুমে। ছবি: এএফপি

সেই চিরচেনা ছন্দে বিরাট কোহলি আর নেই। সেঞ্চুরি-ফিফটি তিনি এখন করেন কালেভদ্রে। ব্যাটিংয়ের সময় মনে হয় এই বুঝি আউট হয়ে গেলেন। বাংলাদেশের বিপক্ষে ভারত গতকাল হেসেখেলে জিতলেও কোহলি আশানুরূপ ব্যাটিং করতে পারেননি।

দুবাইয়ে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে নেমে ভারত ৯.৫ ওভারে ১ উইকেটে করে ৬৯ রান। ৪১ রান করে রোহিত শর্মা বিদায় নিলে তিনে ব্যাটিংয়ে নামেন কোহলি। দ্বিতীয় উইকেটে শুবমান গিলের সঙ্গে কোহলির ৭৭ বলে ৪৩ রানের জুটিটা হয়েছিল। গিলকে তুলনামূলক সাবলীল মনে হলেও কোহলি রানের জন্য সংগ্রাম করতে থাকেন। বাংলাদেশের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনের বলে সিঙ্গেল নিতেই কোহলি হাঁসফাঁস করতে থাকেন।

রানের জন্য সংগ্রাম করতে থাকা কোহলি গতকাল ৩৮ বলে ১ চারে করেছেন ২২ রান। রিশাদের বলে ব্যাকফুটে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট সৌম্য সরকারের তালুবন্দী হয়েছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষে ‘কোহলিসুলভ পারফরম্যান্স’ না দেখে হতাশা ব্যক্ত করেছেন অনিল কুম্বলে। ভারতীয় কিংবদন্তি লেগস্পিনার ক্রিকইনফো ম্যাচডেতে বলেন, ‘বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সে। এখানে তো কথা বলতে হবে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে আগের মতো রান সে পাচ্ছে না। আমার মতে সে জোর করে কিছু করতে যাচ্ছে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭৬৭ রান করে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। ওয়ানডেতে এরপর থেকেই ধুঁকছেন কোহলি। বিশ্বকাপের পর ৬ ওয়ানডে ইনিংসে তাঁর রান ১৩৭। বাজে সময় পার করা ভারতের এই তারকা ব্যাটারকে নিয়ে কুম্বলে বলেন, ‘যখন আপনার ওপর চাপ বেশি যায় এবং প্রত্যাশা বেশি থাকে, তখন হঠাৎ করেই সেগুলোকে বেশি গুরুত্ব দিতে থাকেন। যখন এগুলো করবেন, তার মানে আপনি স্বচ্ছন্দে নেই। আমি নিশ্চিত সে তার সেরা ইনিংসগুলো নিয়ে বেশি একটা ভাবে না।’

৫০ সেঞ্চুরি করে ওয়ানডেতে সর্বোচ্চ তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ড কোহলির। ভারতের জার্সিতে অন্য দুই সংস্করণ টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রানের বন্যা বইয়ে দিয়েছেন। পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। এই কোহলিই কি না ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০২৩ বিশ্বকাপে। কুম্বলে বলেন, ‘আপনি জানেন আপনার দলে এমন ক্রিকেটার রয়েছে যার কি না ম্যাচ বের করার সামর্থ্য রয়েছে। আগেও এভাবে খেলেছে। দলের মধ্যে সে (কোহলি) এখন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত