রেকর্ডের সিরিজে আয়ারল্যান্ডকে সহজেই হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭: ১১
Thumbnail image
আয়ারল্যান্ডকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যাচসেরা হয়েছেন শারমিন আকতার সুপ্তা। ছবি: বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য রেকর্ড গড়ার সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছে একগাদা রেকর্ড। আইরিশদের হেসেখেলে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

দলীয় সর্বোচ্চ, সবচেয়ে বেশি ব্যবধানে জয়-নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ এই দুটি রেকর্ড ভেঙেছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে। মিরপুরে আজ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ জুটির রেকর্ড গড়ল নতুন করে। আইরিশদের ধবলধোলাইয়ের ম্যাচে ১৪৩ রানের জুটি গড়লেন শারমিন আকতার সুপ্তা ও ফারজানা হক পিংকি। যা বাংলাদেশ নারী দলের ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটি ছিল ২০১৭ সালে। ৭ বছর আগে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়েছিলেন রুমানা আহমেদ ও সুপ্তা।

৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দিনে বাংলাদেশ নারী ক্রিকেট দল পেয়েছে সহজ জয়। মিরপুরে আয়ারল্যান্ডকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে জিতে গেল বাংলাদেশ। স্বাগতিকেরা জিতল ৭৫ বল হাতে রেখে। ম্যাচসেরা হয়েছেন সুপ্তা। ১৭২ রান করে সিরিজসেরা হয়েছেন পিংকি।

১৮৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ৯ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের তৃতীয় বলে মুর্শিদা খাতুনকে ফিরিয়েছেন ওরলা প্রেনডারগাস্ট। তবে মুর্শিদা ৮ রানে ফিরলেও সেটা বাংলাদেশকে খুব একটা বিপদে ফেলতে পারেনি। দ্বিতীয় উইকেটে সুপ্তা ও পিংকি গড়লেন ১৪৩ রানের জুটি।

সুপ্তা, পিংকি দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। পিংকি করেছেন ১৩তম ওয়ানডে ফিফটি। আয়ারল্যান্ড সিরিজে ফিফটির হ্যাটট্রিক করেছেন তিনি। সুপ্তা করেছেন পঞ্চম ফিফটি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজটা তিনি রাঙিয়েছেন নিজের মতো করে।তবে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির অপেক্ষাটা আরও একটু বাড়ল। জিততে দরকার ৩৪ এবং সুপ্তার সেঞ্চুরি করতে প্রয়োজন ২৮ রান। ৩৩তম ওভারের তৃতীয় বলে সুপ্তাকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের ১৪৩ রানের জুটি ভাঙেন অ্যামি ম্যাগুয়ার। ৮৮ বলে ১১ চারে ৭২ রান করেন সুপ্তা।

এক ওভার বিরতিতে এসে পিংকিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ম্যাগুয়ার। ৯৯ বলে ৬ চারে ৬১ রান করেন পিংকি। দ্রুত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৪.২ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান। পরবর্তী ২১ রান করতে বাংলাদেশের লেগেছে ২১ বল। চতুর্থ উইকেটে জ্যোতি ও সোবহানা মোস্তারি ২১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৩৮তম ওভারের তৃতীয় বলে আরলেন কেলিকে পয়েন্ট দিয়ে চার মেরে বাংলাদেশকে ৭ উইকেটের এনে দেন মোস্তারি।

ধবলধোলাই এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। নির্ধারিত ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয়েছে আইরিশ। ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন লুইস। ৭৯ বলের ইনিংসে মেরেছেন ৯ চার। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ফাহিমা। ১০ ওভার বোলিং করে ৪৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার ও সুলতানা। দুজনেই ১০ ওভার করে বোলিং করেন। নাহিদা ও সুলতানা খরচ করেন ২৯ ও ৫৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত