ক্রীড়া ডেস্ক
১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। মার্চের শুরুতেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সদের। ৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতে একমাত্র টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে এই সফর।
এদিকে, ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম। নিলামের তালিকায় থাকা ওয়ার্নার-কামিন্স-স্মিথদের আইপিএল রেকর্ড বেশ সমৃদ্ধ। শুধু তাঁরা নন; এবারের নিলাম তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকায় ওয়ার্নার-কামিন্স-স্মিথদের চাহিদা থাকবে তুঙ্গে। তবে পাকিস্তান সফরের কারণে আইপিএলের শুরুর দিকে তাঁদের নাও দেখা যেতে পারে।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ৪ মার্চ। সাদা পোশাকের সিরিজ শেষে দুই দল খেলবে তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। ৫ এপ্রিল টি-টোয়েন্টি দিয়েই শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। সফর শেষ করেই আইপিএল খেলতে ভারতে যাবে অজিরা। সেখানে ৬ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। তার মানে, অজি ক্রিকেটারদের দলে যোগ দিতে দিতে ১২ এপ্রিল। এই সময়ে প্রত্যেক দলের অন্তত তিনটি করে ম্যাচ খেলা হয়ে যাবে।
তবে কামিন্সরা এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবছেন না। তাঁদের সব মনোযোগ পাকিস্তান সফরে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে আমি জানি না আইপিএলের নিলাম কবে। ১৩,১৪ না ১৫ ফেব্রুয়ারি আমার মনে নেই। এ নিয়ে ভেবে সময় নষ্ট করছি না।’
আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সাবেক অধিনায়ক জর্জ বেইলি বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘আইপিএল খেলার জন্য আমরা সব সময়ই তৈরি। কিন্তু অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব নয়।’
১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। মার্চের শুরুতেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ডেভিড ওয়ার্নার-প্যাট কামিন্সদের। ৫ এপ্রিল রাওয়ালপিন্ডিতে একমাত্র টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে এই সফর।
এদিকে, ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম। নিলামের তালিকায় থাকা ওয়ার্নার-কামিন্স-স্মিথদের আইপিএল রেকর্ড বেশ সমৃদ্ধ। শুধু তাঁরা নন; এবারের নিলাম তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকায় ওয়ার্নার-কামিন্স-স্মিথদের চাহিদা থাকবে তুঙ্গে। তবে পাকিস্তান সফরের কারণে আইপিএলের শুরুর দিকে তাঁদের নাও দেখা যেতে পারে।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ৪ মার্চ। সাদা পোশাকের সিরিজ শেষে দুই দল খেলবে তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। ৫ এপ্রিল টি-টোয়েন্টি দিয়েই শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। সফর শেষ করেই আইপিএল খেলতে ভারতে যাবে অজিরা। সেখানে ৬ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁদের। তার মানে, অজি ক্রিকেটারদের দলে যোগ দিতে দিতে ১২ এপ্রিল। এই সময়ে প্রত্যেক দলের অন্তত তিনটি করে ম্যাচ খেলা হয়ে যাবে।
তবে কামিন্সরা এই মুহূর্তে আইপিএল নিয়ে ভাবছেন না। তাঁদের সব মনোযোগ পাকিস্তান সফরে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে আমি জানি না আইপিএলের নিলাম কবে। ১৩,১৪ না ১৫ ফেব্রুয়ারি আমার মনে নেই। এ নিয়ে ভেবে সময় নষ্ট করছি না।’
আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সাবেক অধিনায়ক জর্জ বেইলি বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘আইপিএল খেলার জন্য আমরা সব সময়ই তৈরি। কিন্তু অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া সম্ভব নয়।’
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৯ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে