ক্রীড়া ডেস্ক
‘যেখানে শুরুর কথা বলার আগেই শেষ’-জনপ্রিয় এই গানটিই যেন দিল্লিতে আজ ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই তাসের ঘরের মতো ভেঙে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অজিদের এই ব্যাটিং বিপর্যয়ে ক্ষুব্ধ অ্যালান বোর্ডার, ম্যাথ্যু হেইডেনের মতো কিংবদন্তিরা।
১ উইকেটে ৬১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনেই ১১৩ রানে অলআউট হয়ে যায় অজিরা। মাত্র ১৯.১ ওভার ব্যাটিং করতে পারে সফরকারীরা। স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারি, ম্যাট কুহনেমান-সবাই সুইপ ও রিভার্স সুইপ করতে গিয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়েছেন।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের ব্যাটিং দেখে হতাশা প্রকাশ করেছেন বোর্ডার। ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটার বলেন, ‘তাদের ব্যাটিংয়ের ধরন দেখে আমি ক্ষুব্ধ। উন্মাদের মতো ব্যাটিং করেছে তারা। কারোরই ডিফেন্সিভ ব্যাটিং করার ইচ্ছা ছিল না। সুইপ, রিভার্স সুইপ খেলতে গিয়েই তারা আউট হয়েছে।’
স্মিথ, কামিন্সদের ব্যাটিং দেখে অবাক হয়েছেন ম্যাথ্যু হেইডেনও। অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারছি না। তারা বিশ্বসেরা খেলোয়াড়। তাদের এই সেশনে অনেক কিছুই জেতার ছিল। অনেক কিছুই তারা হারিয়েছে।’
১১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারত ম্যাচ জিতেছে ২৬.৪ ওভারে। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয়রা।
‘যেখানে শুরুর কথা বলার আগেই শেষ’-জনপ্রিয় এই গানটিই যেন দিল্লিতে আজ ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রতিচ্ছবি। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই তাসের ঘরের মতো ভেঙে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অজিদের এই ব্যাটিং বিপর্যয়ে ক্ষুব্ধ অ্যালান বোর্ডার, ম্যাথ্যু হেইডেনের মতো কিংবদন্তিরা।
১ উইকেটে ৬১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনেই ১১৩ রানে অলআউট হয়ে যায় অজিরা। মাত্র ১৯.১ ওভার ব্যাটিং করতে পারে সফরকারীরা। স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারি, ম্যাট কুহনেমান-সবাই সুইপ ও রিভার্স সুইপ করতে গিয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়েছেন।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের ব্যাটিং দেখে হতাশা প্রকাশ করেছেন বোর্ডার। ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটার বলেন, ‘তাদের ব্যাটিংয়ের ধরন দেখে আমি ক্ষুব্ধ। উন্মাদের মতো ব্যাটিং করেছে তারা। কারোরই ডিফেন্সিভ ব্যাটিং করার ইচ্ছা ছিল না। সুইপ, রিভার্স সুইপ খেলতে গিয়েই তারা আউট হয়েছে।’
স্মিথ, কামিন্সদের ব্যাটিং দেখে অবাক হয়েছেন ম্যাথ্যু হেইডেনও। অস্ট্রেলিয়ার সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারছি না। তারা বিশ্বসেরা খেলোয়াড়। তাদের এই সেশনে অনেক কিছুই জেতার ছিল। অনেক কিছুই তারা হারিয়েছে।’
১১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারত ম্যাচ জিতেছে ২৬.৪ ওভারে। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয়রা।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২৩ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে