Ajker Patrika

দলে বাড়তি স্পিনারের দরকার ছিল বলে মনে করেন না শান্ত

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হারে টুর্নামেন্টে টিকে থাকার পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের। দুবাইয়ের মন্থর উইকেটে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে ২৬০–২৭০ রান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর হতে পারত—এ কথা হারের পর ভালোভাবেই উপলব্ধি করছে শান্তর দল।

পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারানোর ধাক্কা সামলে বাংলাদেশ লড়াইয়ে ফিরতে পারেনি, ম্যাচ শেষে তা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘হৃদয় ও জাকের দারুণ ব্যাটিং করেছে, তবে আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি। ক্যাচ হাতছাড়া ও রানআউট মিস না হলে ফলাফল ভিন্ন হতে পারত। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ও জাকেরের ব্যাটিং সত্যিই প্রশংসনীয়। আশা করি, তারা এভাবেই পারফর্ম করতে থাকবে।’

ভারতের ইনিংসে ১৪৪টি ডট বল করেছেন বাংলাদেশের বোলাররা, যার মধ্যে মিরাজ-রিশাদেরই ৫৯টি। পুরো ইনিংসের ৪৯ শতাংশ বলেই রান নিতে পারেননি রোহিত-গিলরা। ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন ব্যাট করছিল, তখন ভারতীয় বোলিং ইনিংসে ডট বলের সংখ্যা ছিল ১৫৯টি, তবে তাদের তিন স্পিনার—কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা মিলে ৮৭টি ডট বল করেছেন, যা তাদের মোট ডটবলের ৫৪ শতাংশ। অনেকেই মনে করছেন, স্পিন-বান্ধব কন্ডিশনে তিনজন পেসার না খেলিয়ে একজন বাড়তি স্পিনারের দরকার ছিল বাংলাদেশের। এ নিয়ে অবশ্য ভিন্ন মত পোষণ করেন শান্ত, ‘একাদশে অতিরিক্ত স্পিনার দরকার ছিল কি না... আমি তা মনে করি না। নতুন বলে উইকেট পেলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত।’

বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত মনে করেন, পাকিস্তানের কন্ডিশনের অভিজ্ঞতা বাংলাদেশের পক্ষে কাজ করবে, ‘আমরা সম্প্রতি পাকিস্তানে খেলেছি, তাই রাওয়ালপিন্ডির কন্ডিশনে ছেলেরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত