ক্রীড়া ডেস্ক
ওয়ানডে ক্রিকেটে কয়েক বছর ধরে ভালো খেলছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের সুফলও পাচ্ছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলেছে তাঁদের। অথচ, দুই বিশ্বকাপজয়ী দল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা বাছাইয়ে অংশ নিয়েছে।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার তিনে থেকে ভারত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার মিশনে প্রস্তুতিও শুরু করে দিয়েছে দল। আজ মিরপুরে অনুশীলন শেষে সেটাই জানালেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজ বলেছেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব এটা না। অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি, খেলছি। এর মাঝে হয়তো টেস্ট ছিল। তা শেষ করলাম। সামনে কোনো টেস্ট নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। সব মিলিয়ে যেভাবে নিজেদের প্রস্তুত করছি, ভালো করছি।’
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য একমাত্র সিরিজ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফল ভারত বিশ্বকাপে কেমন বার্তা দিতে পারে তা নিয়ে ভাবছেন না মিরাজ। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘একটা জিনিস দেখেন যে, হারা জেতা এটা কিন্তু পরের ব্যাপার। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। এই সিরিজ যদি হেরেও যাই, বা খারাপও খেলি হতেই পারে। এর মানে এই না যে, আমরা খারাপ দল হয়ে গেছি। গত কয়েক দিনে আমরা যে পারফর্ম করেছি, বিশ্বকাপ শুরুর আগে যে পয়েন্ট টেবিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করেছি এটা কিন্তু একটা বার্তা দেয়, ওয়ানডেতে দল হিসেব ভালো খেলেছি।’
আফগান সিরিজের ফল যা হোক না কেন বাংলাদেশের মনোযোগ থাকবে বিশ্বকাপে ভালো করার। এ নিয়ে মিরাজ বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে বড় বড় দল কিন্তু কোয়ালিফায়ার খেলছে। কিন্তু এই বছর আমাদের খেলতে হচ্ছে না। শীর্ষ চারের মধ্যে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এই জিনিসগুলো আমাদের টিমের জন্য দেশের জন্য ভালো না? মনে করি যে, সামনে একটা দুইটা ম্যাচ খারাপ হতেই পারে। খারাপ খেলতে পারি, সেইদিকে মনোযোগ না দিয়ে বিশ্বকাপে কীভাবে ভালো করতে পারি, সামনে খেলতে পারি, ঘাটতিগুলো কীভাবে কাটিয়ে উঠতে পারি, আমাদের মনোযোগ এইদিকেই থাকবে। জেতা হারাটা অনেক গুরুত্বপূর্ণ হলেও কীভাবে আমরা ভালো করব সেইদিকে মনোযোগ থাকবে।’
আর আফগানদের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত হবে বলে জানিয়েছেন মিরাজ। দল হিসেবে প্রতিপক্ষকে কঠিন বললেও বাংলাদেশের অলরাউন্ডারের মতে আফগানদের বিপক্ষে ঘরের মাটিতে যেহেতু বাংলাদেশ আগেও জিতেছে এবারের ফলও তাই হবে।
ওয়ানডে ক্রিকেটে কয়েক বছর ধরে ভালো খেলছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের সুফলও পাচ্ছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলেছে তাঁদের। অথচ, দুই বিশ্বকাপজয়ী দল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা বাছাইয়ে অংশ নিয়েছে।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার তিনে থেকে ভারত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার মিশনে প্রস্তুতিও শুরু করে দিয়েছে দল। আজ মিরপুরে অনুশীলন শেষে সেটাই জানালেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজ বলেছেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। এখন থেকে শুরু করব এটা না। অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেভাবেই আমরা পরিকল্পনা করছি, খেলছি। এর মাঝে হয়তো টেস্ট ছিল। তা শেষ করলাম। সামনে কোনো টেস্ট নাই, এখন ওয়ানডে নিয়ে চিন্তা ভাবনা। বিশ্বকাপও বেশি দেরি নাই। সব মিলিয়ে যেভাবে নিজেদের প্রস্তুত করছি, ভালো করছি।’
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য একমাত্র সিরিজ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফল ভারত বিশ্বকাপে কেমন বার্তা দিতে পারে তা নিয়ে ভাবছেন না মিরাজ। বাংলাদেশি অলরাউন্ডার বলেছেন, ‘একটা জিনিস দেখেন যে, হারা জেতা এটা কিন্তু পরের ব্যাপার। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। এই সিরিজ যদি হেরেও যাই, বা খারাপও খেলি হতেই পারে। এর মানে এই না যে, আমরা খারাপ দল হয়ে গেছি। গত কয়েক দিনে আমরা যে পারফর্ম করেছি, বিশ্বকাপ শুরুর আগে যে পয়েন্ট টেবিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করেছি এটা কিন্তু একটা বার্তা দেয়, ওয়ানডেতে দল হিসেব ভালো খেলেছি।’
আফগান সিরিজের ফল যা হোক না কেন বাংলাদেশের মনোযোগ থাকবে বিশ্বকাপে ভালো করার। এ নিয়ে মিরাজ বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে বড় বড় দল কিন্তু কোয়ালিফায়ার খেলছে। কিন্তু এই বছর আমাদের খেলতে হচ্ছে না। শীর্ষ চারের মধ্যে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এই জিনিসগুলো আমাদের টিমের জন্য দেশের জন্য ভালো না? মনে করি যে, সামনে একটা দুইটা ম্যাচ খারাপ হতেই পারে। খারাপ খেলতে পারি, সেইদিকে মনোযোগ না দিয়ে বিশ্বকাপে কীভাবে ভালো করতে পারি, সামনে খেলতে পারি, ঘাটতিগুলো কীভাবে কাটিয়ে উঠতে পারি, আমাদের মনোযোগ এইদিকেই থাকবে। জেতা হারাটা অনেক গুরুত্বপূর্ণ হলেও কীভাবে আমরা ভালো করব সেইদিকে মনোযোগ থাকবে।’
আর আফগানদের বিপক্ষে সিরিজটা দুর্দান্ত হবে বলে জানিয়েছেন মিরাজ। দল হিসেবে প্রতিপক্ষকে কঠিন বললেও বাংলাদেশের অলরাউন্ডারের মতে আফগানদের বিপক্ষে ঘরের মাটিতে যেহেতু বাংলাদেশ আগেও জিতেছে এবারের ফলও তাই হবে।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩৮ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৩ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে