Ajker Patrika

মেয়েদের বয়সভিত্তিক সাফের বিকল্প ভেন্যু কক্সবাজার

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৪: ২৬
কক্সবাজারেও হতে পারে মেয়েদের বয়সভিত্তিক সাফ। ছবি: সংগৃহীত
কক্সবাজারেও হতে পারে মেয়েদের বয়সভিত্তিক সাফ। ছবি: সংগৃহীত

ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের। গতকাল বৃহস্পতিবার ফেডারেশন সূত্রে এমনটাই জানা গেল।

এ বিষয়ে গতকাল আজকের পত্রিকার সঙ্গে কথা হয় বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই বয়সভিত্তিক সাফটা আয়োজন করতে চাই। তবে প্রতিদিন দুটি করে ম্যাচ করতে হলে একটা তো ডে-নাইটে যাবেই। সে জন্য ফ্লাডলাইট জরুরি। যদি ফেব্রুয়ারির আগে সেটা হয়ে যায় তাহলে বঙ্গবন্ধুতে হবে আসরটি। কিন্তু এর মধ্যে ফ্লাডলাইট না হলে বিকল্প হিসেবে কক্সবাজারে করার পরিকল্পনা আছে।’ অর্থাৎ ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। পরবর্তী নির্বাহী কমিটির বৈঠকে ঠিক করা হবে এটি।

এদিকে আগামী বছরের ১১ ফেব্রুয়ারির সাফ সামনে রেখে ২৯ নভেম্বর ক্যাম্প শুরু হচ্ছে। এরই মধ্যে মেয়েদের বিষয়টি জানিয়ে দিয়েছে বাফুফে। সময়মতো তারা ক্যাম্পে যোগ দেবে। একই বছরের জুন-জুলাইয়ে ছেলেদের সাফ করার চিন্তা করছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এবার হোম অ্যাওয়ের ভিত্তিতে আসরটি করার আশা তাদের। তবে আয়োজক দেশের নাম এখনো ঠিক হয়নি। আর সেপ্টেম্বরে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনাও আছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত