মিস্টার বিস্টকে কি তাহলে হারাতে পারবেন না রোনালদো

 ক্রীড়া ডেস্ক
Thumbnail image
মিস্টার বিস্টের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ইউটিউব

ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই অতিথির নাম জানা গেল গত রাতে। মিস্টার বিস্ট নামে সেই অতিথিও কম জনপ্রিয় নন।

বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিবারের সাবস্ক্রাইবার ৩৩ কোটি ১০ লাখ। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে গতকাল রাতে বিস্টের সঙ্গে তাঁর (রোনালদো) আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম, তখন আপনি কী ভেবেছিলেন?’ জবাবে বিস্ট বলেন, ‘সত্যি বলতে আমি ভেবেছিলাম, আপনার হয়তো প্রথম মাসে ২০ বা ৩০ মিলিয়ন হবে। সেখানে আপনার ৬০ মিলিয়ন হয়ে গেল।’ বলতেই বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এ বছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর তিন মাসে তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬৮ মিলিয়ন।

রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো, ‘৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে তাঁর (বিস্ট) কত সময় লেগেছিল।’ বিস্ট বলেন, ‘সম্ভবত ১৩ বছর।’ রোনালদো এরপর জিজ্ঞেস করেন, ‘আমি কি আপনাকে হারাতে পারব।’ প্রশ্ন করার পর পর্তুগিজ তারকা নিজেই অট্টহাসি দিলেন। রোনালদো উত্তর শোনার জন্য বারবার একই প্রশ্ন (বিস্টকে হারানো যাবে কি না) করতে থাকেন। বিস্ট বারবারই বলেছেন, ‘না।’ আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন, ‘আপনি পেশাদার ফুটবলার।আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোল দুটি রেকর্ডই নিজের দখলে রেখেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ২১৭ ম্যাচে করেছেন ১৩৫ গোল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১০ গোল করেছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন, অদূর ভবিষ্যতে হয়তো রোনালদো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত