ক্রীড়া ডেস্ক
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই অতিথির নাম জানা গেল গত রাতে। মিস্টার বিস্ট নামে সেই অতিথিও কম জনপ্রিয় নন।
বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিবারের সাবস্ক্রাইবার ৩৩ কোটি ১০ লাখ। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে গতকাল রাতে বিস্টের সঙ্গে তাঁর (রোনালদো) আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম, তখন আপনি কী ভেবেছিলেন?’ জবাবে বিস্ট বলেন, ‘সত্যি বলতে আমি ভেবেছিলাম, আপনার হয়তো প্রথম মাসে ২০ বা ৩০ মিলিয়ন হবে। সেখানে আপনার ৬০ মিলিয়ন হয়ে গেল।’ বলতেই বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এ বছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর তিন মাসে তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬৮ মিলিয়ন।
রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো, ‘৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে তাঁর (বিস্ট) কত সময় লেগেছিল।’ বিস্ট বলেন, ‘সম্ভবত ১৩ বছর।’ রোনালদো এরপর জিজ্ঞেস করেন, ‘আমি কি আপনাকে হারাতে পারব।’ প্রশ্ন করার পর পর্তুগিজ তারকা নিজেই অট্টহাসি দিলেন। রোনালদো উত্তর শোনার জন্য বারবার একই প্রশ্ন (বিস্টকে হারানো যাবে কি না) করতে থাকেন। বিস্ট বারবারই বলেছেন, ‘না।’ আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন, ‘আপনি পেশাদার ফুটবলার।আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোল দুটি রেকর্ডই নিজের দখলে রেখেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ২১৭ ম্যাচে করেছেন ১৩৫ গোল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১০ গোল করেছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন, অদূর ভবিষ্যতে হয়তো রোনালদো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলবেন।
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই অতিথির নাম জানা গেল গত রাতে। মিস্টার বিস্ট নামে সেই অতিথিও কম জনপ্রিয় নন।
বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়। জনপ্রিয় এই ইউটিবারের সাবস্ক্রাইবার ৩৩ কোটি ১০ লাখ। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে গতকাল রাতে বিস্টের সঙ্গে তাঁর (রোনালদো) আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ১৪ মিনিটের সেই ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল ‘দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট’। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন, ‘যখন আমি চ্যানেল খুলতে যাচ্ছিলাম, তখন আপনি কী ভেবেছিলেন?’ জবাবে বিস্ট বলেন, ‘সত্যি বলতে আমি ভেবেছিলাম, আপনার হয়তো প্রথম মাসে ২০ বা ৩০ মিলিয়ন হবে। সেখানে আপনার ৬০ মিলিয়ন হয়ে গেল।’ বলতেই বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এ বছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর তিন মাসে তাঁর সাবস্ক্রাইবার হয়েছে ৬৮ মিলিয়ন।
রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো, ‘৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে তাঁর (বিস্ট) কত সময় লেগেছিল।’ বিস্ট বলেন, ‘সম্ভবত ১৩ বছর।’ রোনালদো এরপর জিজ্ঞেস করেন, ‘আমি কি আপনাকে হারাতে পারব।’ প্রশ্ন করার পর পর্তুগিজ তারকা নিজেই অট্টহাসি দিলেন। রোনালদো উত্তর শোনার জন্য বারবার একই প্রশ্ন (বিস্টকে হারানো যাবে কি না) করতে থাকেন। বিস্ট বারবারই বলেছেন, ‘না।’ আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন, ‘আপনি পেশাদার ফুটবলার।আপনার এখনো অনেক দূর যাওয়া বাকি।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোল দুটি রেকর্ডই নিজের দখলে রেখেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ২১৭ ম্যাচে করেছেন ১৩৫ গোল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯১০ গোল করেছেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন, অদূর ভবিষ্যতে হয়তো রোনালদো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলবেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২৮ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে