ক্রীড়া ডেস্ক
আইপিএলের মিনি নিলামে দুই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা রেকর্ড গড়লেও বাংলাদেশের কেউ সুযোগ পাবেন কি না তা নিয়ে একটা শঙ্কা জেগেছিল। কারণটাও স্পষ্ট। টুর্নামেন্টের সর্বশেষ কয়েক টুর্নামেন্টে পারফরম্যান্স ভালো ছিল না বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানদের।
জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো ছিল না বাংলাদেশি ক্রিকেটারদের। তবে সব শঙ্কা উড়িয়ে দল পেয়েছেন শুধু মোস্তাফিজ। বাঁহাতি পেসারকে ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। দল পাওয়ার তিন দিন পর নিজের অনুভূতি জানিয়েছেন বাঁহাতি পেসার। তাঁর অনুভূতি ভিডিও করে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে চেন্নাই।
চেন্নাই পরিবারের সদস্য হতে পেরে খুব খুশি হয়েছেন মোস্তাফিজ। তাঁকে নেওয়ায় জন্য ধন্যবাদ জানিয়েছেন চেন্নাইকে। ২৮ বছর বয়সী পেসার বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান। সিএসকে পরিবারকে ধন্যবাদ। আমাকে সিএসকে পরিবারের সদস্য বানানোর জন্য। সিএসকে পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। খুব শিগগিরই দেখা হচ্ছে।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই আইপিএলের ক্যারিয়ারে মোস্তাফিজের পঞ্চম দল। এর আগে তিনি খেলেছেন দিল্লি, রাজস্থান, মুম্বাই ও হায়দরাবাদের হয়ে। ২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। সেবার তাঁর দল হায়দরাবাদ চ্যাম্পিয়নও হয়েছিল।
আইপিএলের মিনি নিলামে দুই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা রেকর্ড গড়লেও বাংলাদেশের কেউ সুযোগ পাবেন কি না তা নিয়ে একটা শঙ্কা জেগেছিল। কারণটাও স্পষ্ট। টুর্নামেন্টের সর্বশেষ কয়েক টুর্নামেন্টে পারফরম্যান্স ভালো ছিল না বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমানদের।
জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো ছিল না বাংলাদেশি ক্রিকেটারদের। তবে সব শঙ্কা উড়িয়ে দল পেয়েছেন শুধু মোস্তাফিজ। বাঁহাতি পেসারকে ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। দল পাওয়ার তিন দিন পর নিজের অনুভূতি জানিয়েছেন বাঁহাতি পেসার। তাঁর অনুভূতি ভিডিও করে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে চেন্নাই।
চেন্নাই পরিবারের সদস্য হতে পেরে খুব খুশি হয়েছেন মোস্তাফিজ। তাঁকে নেওয়ায় জন্য ধন্যবাদ জানিয়েছেন চেন্নাইকে। ২৮ বছর বয়সী পেসার বলেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান। সিএসকে পরিবারকে ধন্যবাদ। আমাকে সিএসকে পরিবারের সদস্য বানানোর জন্য। সিএসকে পরিবারের সদস্য হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। খুব শিগগিরই দেখা হচ্ছে।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই আইপিএলের ক্যারিয়ারে মোস্তাফিজের পঞ্চম দল। এর আগে তিনি খেলেছেন দিল্লি, রাজস্থান, মুম্বাই ও হায়দরাবাদের হয়ে। ২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। সেবার তাঁর দল হায়দরাবাদ চ্যাম্পিয়নও হয়েছিল।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
১২ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে