ক্রীড়া ডেস্ক
বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলের সেরা দল হলেও বেশির ভাগ সংস্করণে তাদের শুরুটা হয় অবশ্য হার দিয়ে। সর্বশেষ সংস্করণে যেমন টানা তিন ম্যাচ হারে শুরু করেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
এর আগে ২০১৫ সালেও হার দিয়ে শুরু করে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। তাই শুরুতেই হোঁচট খেলেও এটাকে লাকি মনে করেন ফ্র্যাঞ্চাইজিটি। দুর্দান্ত ঢাকার কাছে গতকাল ৫ উইকেটে হারার পর লিটন দাসও তেমনি জানিয়েছেন।
প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করছেন লিটন। তাই তাঁর ইচ্ছা ছিল জয় দিয়ে নেতৃত্বের শুরুটা করা। কিন্তু প্রথম ম্যাচে কুমিল্লার কপালে সেটা কমই জোটে। এ বিষয়ে তাই ম্যাচ শেষে লিটন বলেছেন, ‘প্রথমবার অধিনায়কত্ব করছি, আমি তো চাইব প্রথম ম্যাচ জিততে। তবে মনের ভেতরে এটাও ছিল যে কুমিল্লা সব সময় প্রথম ম্যাচ হারে।’
প্রথম ম্যাচ হেরে যাওয়াটা কোচ সালাহ উদ্দিনের জন্য লাকি বলে জানিয়েছেন লিটন। উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘স্যারের (সালাহ উদ্দিন) সঙ্গে আমি ওই দিনও কথা বলছিলাম। স্যার বলছিেলন, আমরা প্রথম ম্যাচ এমনেই হেরে যাই। ম্যাচ হারলেই নাকি স্যারের জন্য লাকি। একটা জিনিস আমাদের ভালো হয়েছে, একটা মোটামুটি স্কোর করেও...আমাদের বোলাররা দেখিয়েছে যে আমরাও পারি।’
নিজেদের ভুলগুলো শুধরে আগামী ম্যাচে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন লিটন। তিনি বলেছেন, ‘আমরা পুরো দলটা দেখতে পারলাম, কোন জায়গায় ঘাটতি আছে, আর কোন জায়গায় শক্তিশালী। এখন আমরা স্যারের সঙ্গে আলোচনা করে জিনিসটা ঠিক করতে পারব। দ্বিতীয় ম্যাচ থেকে আশা করি ভালো কিছু হবে।’
বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলের সেরা দল হলেও বেশির ভাগ সংস্করণে তাদের শুরুটা হয় অবশ্য হার দিয়ে। সর্বশেষ সংস্করণে যেমন টানা তিন ম্যাচ হারে শুরু করেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
এর আগে ২০১৫ সালেও হার দিয়ে শুরু করে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। তাই শুরুতেই হোঁচট খেলেও এটাকে লাকি মনে করেন ফ্র্যাঞ্চাইজিটি। দুর্দান্ত ঢাকার কাছে গতকাল ৫ উইকেটে হারার পর লিটন দাসও তেমনি জানিয়েছেন।
প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করছেন লিটন। তাই তাঁর ইচ্ছা ছিল জয় দিয়ে নেতৃত্বের শুরুটা করা। কিন্তু প্রথম ম্যাচে কুমিল্লার কপালে সেটা কমই জোটে। এ বিষয়ে তাই ম্যাচ শেষে লিটন বলেছেন, ‘প্রথমবার অধিনায়কত্ব করছি, আমি তো চাইব প্রথম ম্যাচ জিততে। তবে মনের ভেতরে এটাও ছিল যে কুমিল্লা সব সময় প্রথম ম্যাচ হারে।’
প্রথম ম্যাচ হেরে যাওয়াটা কোচ সালাহ উদ্দিনের জন্য লাকি বলে জানিয়েছেন লিটন। উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘স্যারের (সালাহ উদ্দিন) সঙ্গে আমি ওই দিনও কথা বলছিলাম। স্যার বলছিেলন, আমরা প্রথম ম্যাচ এমনেই হেরে যাই। ম্যাচ হারলেই নাকি স্যারের জন্য লাকি। একটা জিনিস আমাদের ভালো হয়েছে, একটা মোটামুটি স্কোর করেও...আমাদের বোলাররা দেখিয়েছে যে আমরাও পারি।’
নিজেদের ভুলগুলো শুধরে আগামী ম্যাচে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন লিটন। তিনি বলেছেন, ‘আমরা পুরো দলটা দেখতে পারলাম, কোন জায়গায় ঘাটতি আছে, আর কোন জায়গায় শক্তিশালী। এখন আমরা স্যারের সঙ্গে আলোচনা করে জিনিসটা ঠিক করতে পারব। দ্বিতীয় ম্যাচ থেকে আশা করি ভালো কিছু হবে।’
ওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
১ ঘণ্টা আগেশেন ওয়ার্ন নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আড়াই বছর আগে। তবু লেগ স্পিন জাদুতে ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছিলেন, তা অসংখ্য ক্রীড়াপ্রেমীর মনে গেঁথে আছে এখনো।
৩ ঘণ্টা আগেব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
৪ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৬ ঘণ্টা আগে