ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপের একেকটা নাম যেন নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন। কেউ সুযোগ কাজে না লাগানোর কারণে থিতু হতে পারেননি দলে। আবার কেউ নানা বিতর্কে হারিয়ে ফেলেছেন নিজেকে।
ক্যারিয়ারে দারুণ ছন্দে থাকা অবস্থায় ছিটকে পড়েন নাসির। বাংলাদেশ দলে ক্লিন হিটারের অভাব ছিল, সাব্বির দলে এসে দেখিয়েছিলেন সম্ভাবনা। কিন্তু তিনিও হারিয়ে গেলেন। পরবর্তী সময় ২০২২ সালে সাকিব আল হাসান অধিনায়ক থাকা অবস্থায় টি-টোয়েন্টিতে আবারও তাঁকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকেরা। তবে লাইফলাইন কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় আর ফেরা হয়নি তাঁর।
ইমরুল কায়েস শেষ পাঁচ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও একটি ৯০ রানের ইনিংস আছে। শেষ দুটি ম্যাচে সুবিধা করতে পারেননি। বাদ পড়লেন দল থেকে। তারপর আর তাঁকে সুযোগ দেননি নির্বাচকেরা। যথেষ্ট সুযোগ পেয়ে ব্যর্থ ছিলেন মিঠুনও।
অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবও এই ক্রিকেটারদের ‘দুর্ভাগা’ মনে করেন। আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজ থেকে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তাঁর কাছে উপস্থাপক জানতে চান বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম।
সাকিবও রাখঢাক না রেখেই বললেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক...। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। এ রকম অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’
সাকিবের মতে, ‘সব খেলোয়াড় সমান সুযোগ পায় না। কেউ বেশি, কেউ কম। সাকিব বললেন এটাই যথেষ্ট সুযোগ, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে, তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে আসলে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’
নির্বাচকদের আস্থারও একটা ব্যাপার থাকে বললেন সাকিব, ‘আপনার দল, আপনি দল চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে মনে হয় হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। এটা ভুল কিছু না।’
সুযোগ যা-ই দেওয়া হোক, কাজে লাগতে হবে—এটাই মূল কথা বললে সাকিব, ‘যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি সুযোগ পাবে। যে কম পাচ্ছে, তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’
বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপের একেকটা নাম যেন নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন। কেউ সুযোগ কাজে না লাগানোর কারণে থিতু হতে পারেননি দলে। আবার কেউ নানা বিতর্কে হারিয়ে ফেলেছেন নিজেকে।
ক্যারিয়ারে দারুণ ছন্দে থাকা অবস্থায় ছিটকে পড়েন নাসির। বাংলাদেশ দলে ক্লিন হিটারের অভাব ছিল, সাব্বির দলে এসে দেখিয়েছিলেন সম্ভাবনা। কিন্তু তিনিও হারিয়ে গেলেন। পরবর্তী সময় ২০২২ সালে সাকিব আল হাসান অধিনায়ক থাকা অবস্থায় টি-টোয়েন্টিতে আবারও তাঁকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকেরা। তবে লাইফলাইন কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় আর ফেরা হয়নি তাঁর।
ইমরুল কায়েস শেষ পাঁচ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও একটি ৯০ রানের ইনিংস আছে। শেষ দুটি ম্যাচে সুবিধা করতে পারেননি। বাদ পড়লেন দল থেকে। তারপর আর তাঁকে সুযোগ দেননি নির্বাচকেরা। যথেষ্ট সুযোগ পেয়ে ব্যর্থ ছিলেন মিঠুনও।
অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবও এই ক্রিকেটারদের ‘দুর্ভাগা’ মনে করেন। আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজ থেকে সাকিবের সাক্ষাৎকারের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই তাঁর কাছে উপস্থাপক জানতে চান বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম।
সাকিবও রাখঢাক না রেখেই বললেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক...। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। এ রকম অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’
সাকিবের মতে, ‘সব খেলোয়াড় সমান সুযোগ পায় না। কেউ বেশি, কেউ কম। সাকিব বললেন এটাই যথেষ্ট সুযোগ, ‘আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে, তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে আসলে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’
নির্বাচকদের আস্থারও একটা ব্যাপার থাকে বললেন সাকিব, ‘আপনার দল, আপনি দল চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে মনে হয় হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। এটা ভুল কিছু না।’
সুযোগ যা-ই দেওয়া হোক, কাজে লাগতে হবে—এটাই মূল কথা বললে সাকিব, ‘যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি সুযোগ পাবে। যে কম পাচ্ছে, তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে ২০২৫ আইপিএলের নিলাম। আইপিএল আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য মোট ১৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ১১৬৫ ক্রিকেটার, বিদেশি ক্রিকেটার ৪০৯ জন। নিলামে নাম তুলতে নিবন্ধন করেছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার।
৩১ মিনিট আগেশারজায় আজ শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে শারজায় বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তরা যখন মরুর বুকে, তখন কয়েক হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার শেষ নেই। প্রতি আসরেই কোনো না কোনো ঝামেলা লেগে থাকে টুর্নামেন্টে। খেলা দেখতে এসে দর্শকেরাও নানারকম সমস্যায় পড়েন। এবার দর্শকদের জন্য ‘বিশেষ সুবিধা’ থাকবে বলে জানিয়েছেন বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে