ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজিত হয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ছিল মূল আয়োজকের দায়িত্বে। তবে এবারের বিশ্বকাপ আয়োজন নিয়ে বেশ তোপের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রতি খেপেছে বেশ কিছু বোর্ড।
বিশ্বকাপে যেসব ঝামেলা হয়েছে, সেগুলো নিয়ে চলতি মাসে হতে যাওয়া আইসিসির বোর্ড সভায় কয়েকটি বোর্ড প্রশ্ন তুলবে বলে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে। কমপক্ষে দুটি বোর্ড এমন কিছুর ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তবে কোন দুটি বোর্ড তা উল্লেখ করেনি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটটি।
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেছে ২০ দল। টুর্নামেন্টের ৫৫ ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হয়েছে ৩৯ ম্যাচ ও ১৬ ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র পর্ব শেষ হয়ে গেছে গ্রুপ পর্বে। মার্কিন মুলুকে আয়োজন নিয়েই বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে। নিউইয়রর্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচে বোলাররা রাজত্ব করেছেন। ভারত-পাকিস্তান, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটির স্কোরকার্ডের দিকে তাকালেই স্পষ্ট হবে যে নাসাউ কাউন্টির পিচ কতটা ব্যাটারদের জন্য কতটা কঠিন ছিল। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান হেরেছে ৬ রানে। বাংলাদেশ ১১৪ রানের লক্ষ্য পেয়েও জিততে পারেনি। নিউইয়র্কে হয়েছে ৮ ম্যাচ।
যুক্তরাষ্ট্রে ড্রপ ইন পিচ ছাড়াও লজিস্টিকাল সমস্যায় পড়েছিল বেশ কিছু বোর্ড। ভারতের টিম হোটেল ছিল নাসাউ কাউন্টি স্টেডিয়ামের কাছে। অন্যদিকে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড দল দুটির টিম হোটেল ছিল স্টেডিয়াম থেকে ৯০ মিনিটের মতো দূরত্বে। আয়ারল্যান্ড বিশ্বকাপের একেবারে শেষ মুহূর্তে এসে লিখিত অভিযোগ করেছে আইসিসির কাছে। লঙ্কানরা তো বিশ্বকাপ চলার সময়ই অভিযোগ করেছে।
ভ্রমণ ভোগান্তিতে পড়েছেন ক্রিকেটার, সাংবাদিকসহ অসংখ্য ভক্ত-সমর্থক। মাঝে মধ্যে বিমানে ১ ঘণ্টার দূরত্ব পাড়ি দিতে লেগেছে ২০ ঘণ্টার মতো। বার্বাডোজ থেকে অ্যান্টিগায় যেতে সাংবাদিক ও ভক্ত-সমর্থকদের লেগেছে ১২ ঘণ্টা। সাধারণত ক্যারিবীয় অঞ্চলের এই দুই দ্বীপরাষ্ট্রে বিমানে যেতে লাগে ১ ঘণ্টা। তাছাড়া সেমিফাইনালের পর গায়ানা থেকে বার্বাডোজে যাওয়ার সরাসরি কোনো বিমান ছিল না। আইসিসি তখন সাংবাদিকদের চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে। তবে ভক্তদের সেই সুবিধা ছিল না।
ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জন্য ছিল রিজার্ভ ডে। তবে গায়ানায় অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। সাবেক ক্রিকেটারসহ অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এটা নিয়ে অনেক সমালোচনা করেছেন এবং তাদের দাবি যে আইসিসি ভারতকে সাহায্য করেছে। উপমহাদেশের মানুষের কথা চিন্তা করে বেশিরভাগ ম্যাচ হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। তবে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচ হওয়ায় গ্যালারি ছিল ফাঁকা। ভারত-ইংল্যান্ড দুই ক্রিকেট পরাশক্তি সেমিতে মুখোমুখি হলেও দর্শকখরা ছিল। দর্শক টানতে পারেনি ফাইনাল ম্যাচও। বার্বাডোজের কেনসিংটন ওভালে পরশু ফাইনালের পর ‘বেরিল’ হারিকেনের কারণে চ্যাম্পিয়ন ভারত দেশে ফিরতে পারেনি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজিত হয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ছিল মূল আয়োজকের দায়িত্বে। তবে এবারের বিশ্বকাপ আয়োজন নিয়ে বেশ তোপের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রতি খেপেছে বেশ কিছু বোর্ড।
বিশ্বকাপে যেসব ঝামেলা হয়েছে, সেগুলো নিয়ে চলতি মাসে হতে যাওয়া আইসিসির বোর্ড সভায় কয়েকটি বোর্ড প্রশ্ন তুলবে বলে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে। কমপক্ষে দুটি বোর্ড এমন কিছুর ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তবে কোন দুটি বোর্ড তা উল্লেখ করেনি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটটি।
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেছে ২০ দল। টুর্নামেন্টের ৫৫ ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হয়েছে ৩৯ ম্যাচ ও ১৬ ম্যাচ হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র পর্ব শেষ হয়ে গেছে গ্রুপ পর্বে। মার্কিন মুলুকে আয়োজন নিয়েই বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে। নিউইয়রর্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন পিচে বোলাররা রাজত্ব করেছেন। ভারত-পাকিস্তান, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটির স্কোরকার্ডের দিকে তাকালেই স্পষ্ট হবে যে নাসাউ কাউন্টির পিচ কতটা ব্যাটারদের জন্য কতটা কঠিন ছিল। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান হেরেছে ৬ রানে। বাংলাদেশ ১১৪ রানের লক্ষ্য পেয়েও জিততে পারেনি। নিউইয়র্কে হয়েছে ৮ ম্যাচ।
যুক্তরাষ্ট্রে ড্রপ ইন পিচ ছাড়াও লজিস্টিকাল সমস্যায় পড়েছিল বেশ কিছু বোর্ড। ভারতের টিম হোটেল ছিল নাসাউ কাউন্টি স্টেডিয়ামের কাছে। অন্যদিকে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড দল দুটির টিম হোটেল ছিল স্টেডিয়াম থেকে ৯০ মিনিটের মতো দূরত্বে। আয়ারল্যান্ড বিশ্বকাপের একেবারে শেষ মুহূর্তে এসে লিখিত অভিযোগ করেছে আইসিসির কাছে। লঙ্কানরা তো বিশ্বকাপ চলার সময়ই অভিযোগ করেছে।
ভ্রমণ ভোগান্তিতে পড়েছেন ক্রিকেটার, সাংবাদিকসহ অসংখ্য ভক্ত-সমর্থক। মাঝে মধ্যে বিমানে ১ ঘণ্টার দূরত্ব পাড়ি দিতে লেগেছে ২০ ঘণ্টার মতো। বার্বাডোজ থেকে অ্যান্টিগায় যেতে সাংবাদিক ও ভক্ত-সমর্থকদের লেগেছে ১২ ঘণ্টা। সাধারণত ক্যারিবীয় অঞ্চলের এই দুই দ্বীপরাষ্ট্রে বিমানে যেতে লাগে ১ ঘণ্টা। তাছাড়া সেমিফাইনালের পর গায়ানা থেকে বার্বাডোজে যাওয়ার সরাসরি কোনো বিমান ছিল না। আইসিসি তখন সাংবাদিকদের চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে। তবে ভক্তদের সেই সুবিধা ছিল না।
ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জন্য ছিল রিজার্ভ ডে। তবে গায়ানায় অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। সাবেক ক্রিকেটারসহ অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এটা নিয়ে অনেক সমালোচনা করেছেন এবং তাদের দাবি যে আইসিসি ভারতকে সাহায্য করেছে। উপমহাদেশের মানুষের কথা চিন্তা করে বেশিরভাগ ম্যাচ হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। তবে স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচ হওয়ায় গ্যালারি ছিল ফাঁকা। ভারত-ইংল্যান্ড দুই ক্রিকেট পরাশক্তি সেমিতে মুখোমুখি হলেও দর্শকখরা ছিল। দর্শক টানতে পারেনি ফাইনাল ম্যাচও। বার্বাডোজের কেনসিংটন ওভালে পরশু ফাইনালের পর ‘বেরিল’ হারিকেনের কারণে চ্যাম্পিয়ন ভারত দেশে ফিরতে পারেনি।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২১ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে