ক্রীড়া ডেস্ক
ওয়ানডে ক্রিকেটকে বিবেচনায় নিলে ২০২৩ সালকে ‘ডাবল সেঞ্চুরির বছর’ বলাটাও ভুল হবে না। শুবমান গিল, গ্লেন ম্যাক্সওয়েল-দুই তারকা ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছেন সদ্য বিদায় নেওয়া বছরে। ২০২৩ সালে ওয়ানডে ম্যাচও পেরিয়েছে ‘ডাবল সেঞ্চুরি’। ২১৮ ওয়ানডে ম্যাচ হয়েছে গত বছরে, যা এক বছরে ওয়ানডের হিসেবে সর্বোচ্চ।
ডাবল সেঞ্চুরি করা গিল ২০২৩ সালে ওয়ানডেতে করেছেন ১৫৮৪ রান। যা গত বছরে ওয়ানডেতে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান। তবু উইজডেনের ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়নি গিলের। যদিও উইজডেনের বর্ষসেরা ২০২৩-এর ওয়ানডে দলে ভারতেরই আছেন ৭ ক্রিকেটার। গত বছর ওয়ানডেতে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি ও রোহিত শর্মা আছেন উইজডেনের গত বছরের ওয়ানডে দলে। উইজডেনের বর্ষসেরা দলটির অধিনায়কও রোহিত। কোহলি ও রোহিত ২০২৩ সালে ওয়ানডেতে করেছেন ১৩৭৭ ও ১২৫৫ রান। যার মধ্যে কোহলি গত বছর সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করেন। ৭৬৫ রান করে ২০২৩ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান তিনি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি, কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান—দুই রেকর্ডেই কোহলি ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে।
কোহলি, রোহিতের পাশাপাশি আছেন রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। ৪৯ উইকেট নিয়ে ২০২৩ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারী কুলদীপ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ উইকেট সিরাজের। ৪৩ উইকেট নিয়ে এই তালিকায় যৌথভাবে তৃতীয় শামি ও সন্দীপ লামিচানে। যার মধ্যে লামিচানে নেই উইজডেনের গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলে। ২০২৩ বিশ্বকাপে শামি সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন শামি। আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাক্সওয়েল জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিরও কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এই তালিকা আছেন আরেক অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড। একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন উইজডেনের ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে দলের উইকেটরক্ষকের দায়িত্বে। আর নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল গত বছর ওয়ানডেতে করেন ১২০৪ রান।
উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল:
রোহিত শর্মা (ভারত) (অধিনায়ক) : ২৭ ম্যাচ; ১২৫৫ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.২৯; সর্বোচ্চ: ১৩১
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) : ১৩ ম্যাচ; ৫৭০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫১.৮১; সর্বোচ্চ: ১৩৭
বিরাট কোহলি (ভারত) : ২৭ ম্যাচ; ১৩৭৭ রান; ৬ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭২.৪; সর্বোচ্চ: ১৬৬ *
হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা) ; ২৪ ম্যাচ; ৯২৭ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৪৬.৩৫; সর্বোচ্চ:১৭৪; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) : ২৬ ম্যাচ; ১২০৪ রান; ৫ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.৩৪; সর্বোচ্চ: ১৩৪
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ; ১১ ম্যাচ; ৪১৩ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫১.৬২; সর্বোচ্চ: ২০১ *; ১০ উইকেট; ইকোনমি: ৪.৬৮; সেরা: ৪-৪০
রবীন্দ্র জাদেজা (ভারত) : ২৬ ম্যাচ; ৩০৯ রান; ব্যাটিং গড়: ৩০.৯০; ৩১ উইকেট; ইকোনমি: ৪.৬০;
জসপ্রীত বুমরা (ভারত) : ১৭ ম্যাচ; ২৮ উইকেট; ইকোনমি: ৪.৪০; সেরা: ৪-৩১
কুলদীপ যাদব (ভারত) : ৩০ ম্যাচ; ৪৯ উইকেট; ইকোনমি: ৪.৬১; ইনিংসে ৫ উইকেট: ১ টি; সেরা: ৫-২৫
মোহাম্মদ সিরাজ (ভারত) : ২৫ ম্যাচ; ৪৪ উইকেট; ইকোনমি: ৫.৩৬; সেরা: ৬-২১
মোহাম্মদ শামি (ভারত) : ১৯ ম্যাচ; ৪৩ উইকেট; ইকোনমি: ৫.৩২; ইনিংসে ৫ উইকেট: ৪ টি; সেরা: ৭-৫৭
ওয়ানডে ক্রিকেটকে বিবেচনায় নিলে ২০২৩ সালকে ‘ডাবল সেঞ্চুরির বছর’ বলাটাও ভুল হবে না। শুবমান গিল, গ্লেন ম্যাক্সওয়েল-দুই তারকা ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছেন সদ্য বিদায় নেওয়া বছরে। ২০২৩ সালে ওয়ানডে ম্যাচও পেরিয়েছে ‘ডাবল সেঞ্চুরি’। ২১৮ ওয়ানডে ম্যাচ হয়েছে গত বছরে, যা এক বছরে ওয়ানডের হিসেবে সর্বোচ্চ।
ডাবল সেঞ্চুরি করা গিল ২০২৩ সালে ওয়ানডেতে করেছেন ১৫৮৪ রান। যা গত বছরে ওয়ানডেতে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান। তবু উইজডেনের ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়নি গিলের। যদিও উইজডেনের বর্ষসেরা ২০২৩-এর ওয়ানডে দলে ভারতেরই আছেন ৭ ক্রিকেটার। গত বছর ওয়ানডেতে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি ও রোহিত শর্মা আছেন উইজডেনের গত বছরের ওয়ানডে দলে। উইজডেনের বর্ষসেরা দলটির অধিনায়কও রোহিত। কোহলি ও রোহিত ২০২৩ সালে ওয়ানডেতে করেছেন ১৩৭৭ ও ১২৫৫ রান। যার মধ্যে কোহলি গত বছর সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করেন। ৭৬৫ রান করে ২০২৩ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান তিনি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি, কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান—দুই রেকর্ডেই কোহলি ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকারকে।
কোহলি, রোহিতের পাশাপাশি আছেন রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। ৪৯ উইকেট নিয়ে ২০২৩ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারী কুলদীপ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ উইকেট সিরাজের। ৪৩ উইকেট নিয়ে এই তালিকায় যৌথভাবে তৃতীয় শামি ও সন্দীপ লামিচানে। যার মধ্যে লামিচানে নেই উইজডেনের গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলে। ২০২৩ বিশ্বকাপে শামি সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন শামি। আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাক্সওয়েল জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিরও কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এই তালিকা আছেন আরেক অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড। একজন করে ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন উইজডেনের ২০২৩-এর বর্ষসেরা ওয়ানডে দলের উইকেটরক্ষকের দায়িত্বে। আর নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল গত বছর ওয়ানডেতে করেন ১২০৪ রান।
উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল:
রোহিত শর্মা (ভারত) (অধিনায়ক) : ২৭ ম্যাচ; ১২৫৫ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.২৯; সর্বোচ্চ: ১৩১
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) : ১৩ ম্যাচ; ৫৭০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫১.৮১; সর্বোচ্চ: ১৩৭
বিরাট কোহলি (ভারত) : ২৭ ম্যাচ; ১৩৭৭ রান; ৬ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৭২.৪; সর্বোচ্চ: ১৬৬ *
হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা) ; ২৪ ম্যাচ; ৯২৭ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৪৬.৩৫; সর্বোচ্চ:১৭৪; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) : ২৬ ম্যাচ; ১২০৪ রান; ৫ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫২.৩৪; সর্বোচ্চ: ১৩৪
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ; ১১ ম্যাচ; ৪১৩ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড়: ৫১.৬২; সর্বোচ্চ: ২০১ *; ১০ উইকেট; ইকোনমি: ৪.৬৮; সেরা: ৪-৪০
রবীন্দ্র জাদেজা (ভারত) : ২৬ ম্যাচ; ৩০৯ রান; ব্যাটিং গড়: ৩০.৯০; ৩১ উইকেট; ইকোনমি: ৪.৬০;
জসপ্রীত বুমরা (ভারত) : ১৭ ম্যাচ; ২৮ উইকেট; ইকোনমি: ৪.৪০; সেরা: ৪-৩১
কুলদীপ যাদব (ভারত) : ৩০ ম্যাচ; ৪৯ উইকেট; ইকোনমি: ৪.৬১; ইনিংসে ৫ উইকেট: ১ টি; সেরা: ৫-২৫
মোহাম্মদ সিরাজ (ভারত) : ২৫ ম্যাচ; ৪৪ উইকেট; ইকোনমি: ৫.৩৬; সেরা: ৬-২১
মোহাম্মদ শামি (ভারত) : ১৯ ম্যাচ; ৪৩ উইকেট; ইকোনমি: ৫.৩২; ইনিংসে ৫ উইকেট: ৪ টি; সেরা: ৭-৫৭
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২০ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে