ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্বাভাবিকভাবেই যেকোনো ক্রিকেটারের কাছে বেশি স্মরণীয়। তাঁর কাছে খুশি হওয়াটাই স্বাভাবিক। বেন স্টোকসও ব্যতিক্রম নন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্টোকস পেয়েছেন। তবে ইংল্যান্ডের এই অলরাউন্ডারের কাছে ব্যক্তিগত সেঞ্চুরির চেয়ে দলের জয়ই গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল ইংল্যান্ডের। এরপর বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে আবার জয়ে ফেরে ইংলিশরা। এরপর থেকে জয় যেন ইংলিশদের কাছে হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ।’ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া—সব ম্যাচেই ইংলিশরা হেরে যায়, যার মধ্যে শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে পরাজয়ের ব্যবধানটা তুলনামূলক কম ছিল। নেট রানরেটের বাজে অবস্থা হওয়ায় পয়েন্ট তালিকার তলানিতে চলে যাওয়া ইংলিশদের জন্য আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারাটা পড়ে যায় শঙ্কার মধ্যে। অবশেষে বড্ড দেরিতে হলেও পুনেতে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেল ইংল্যান্ড। ৮৪ বলে ৬টি করে চার ও ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন স্টোকস। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এবং বিশ্বকাপে প্রথম।
দুর্দান্ত এই সেঞ্চুরি করার পথে স্টোকস ব্যাটিং করেছেন ১৩৬ মিনিট। ইনিংসের ২১তম ওভারে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে গিয়ে আউট। ৫৮ বলে করেছেন ফিফটি। এরপর ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন। তার মানে, ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে লেগেছে ২০ বল। একই সঙ্গে ১৬০ রানের জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশাও বেঁচে রইল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ডের এই অলরাউন্ডার বলেন, ‘সেঞ্চুরির চেয়ে জয়ে ফিরেই খুশি। এটা কঠিন একটা বিশ্বকাপ গেছে। উইকেটটা ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। চেষ্টা করছিলাম যত বেশি উইকেটে টিকে থাকা যায়। তারপর সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিলাম।’
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়া নতুন কিছু নয়। নেদারল্যান্ডসের বিপক্ষেও গতকাল ইংল্যান্ডের একই রকম অবস্থা হয়েছিল। একটা পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ২২ ওভারে ৩ উইকেটে ১৩৯ রান। এরপর সাময়িক ধসে সেটা হয়ে যায় ৩৫.২ ওভারে ৬ উইকেটে ১৯২ রান। ব্যক্তিগত ৪১ রানে স্টোকস যদি আউট হতেন, তাহলে ইংল্যান্ডের স্কোর হয়ে যেত ৩৮.২ ওভারে ৭ উইকেটে ২০৭ রান। তবে স্টোকস বেঁচে যাওয়ার পর আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্রিস ওকস। সপ্তম উইকেটে স্টোকস-ওকসের ৮২ বলে ১৩৯ রানের জুটিতেই ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ রান। নিজেদের সেই জুটি (স্টোকস-ওকস) প্রসঙ্গে স্টোকস বলেন, ‘ওকস ও আমি স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করছিলাম। আমাদের হাতে যথেষ্ট সময় ছিল। দারুণ একটা জুটি গড়েছিলাম। আপনি কত দ্রুত মানিয়ে নিতে পারেন, সেটাই দেখার বিষয়।’
বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্বাভাবিকভাবেই যেকোনো ক্রিকেটারের কাছে বেশি স্মরণীয়। তাঁর কাছে খুশি হওয়াটাই স্বাভাবিক। বেন স্টোকসও ব্যতিক্রম নন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্টোকস পেয়েছেন। তবে ইংল্যান্ডের এই অলরাউন্ডারের কাছে ব্যক্তিগত সেঞ্চুরির চেয়ে দলের জয়ই গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল ইংল্যান্ডের। এরপর বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে আবার জয়ে ফেরে ইংলিশরা। এরপর থেকে জয় যেন ইংলিশদের কাছে হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ।’ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া—সব ম্যাচেই ইংলিশরা হেরে যায়, যার মধ্যে শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে পরাজয়ের ব্যবধানটা তুলনামূলক কম ছিল। নেট রানরেটের বাজে অবস্থা হওয়ায় পয়েন্ট তালিকার তলানিতে চলে যাওয়া ইংলিশদের জন্য আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারাটা পড়ে যায় শঙ্কার মধ্যে। অবশেষে বড্ড দেরিতে হলেও পুনেতে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানের বিশাল ব্যবধানে জয় পেল ইংল্যান্ড। ৮৪ বলে ৬টি করে চার ও ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন স্টোকস। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এবং বিশ্বকাপে প্রথম।
দুর্দান্ত এই সেঞ্চুরি করার পথে স্টোকস ব্যাটিং করেছেন ১৩৬ মিনিট। ইনিংসের ২১তম ওভারে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে গিয়ে আউট। ৫৮ বলে করেছেন ফিফটি। এরপর ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন। তার মানে, ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে লেগেছে ২০ বল। একই সঙ্গে ১৬০ রানের জয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশাও বেঁচে রইল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ডের এই অলরাউন্ডার বলেন, ‘সেঞ্চুরির চেয়ে জয়ে ফিরেই খুশি। এটা কঠিন একটা বিশ্বকাপ গেছে। উইকেটটা ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। চেষ্টা করছিলাম যত বেশি উইকেটে টিকে থাকা যায়। তারপর সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিলাম।’
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়া নতুন কিছু নয়। নেদারল্যান্ডসের বিপক্ষেও গতকাল ইংল্যান্ডের একই রকম অবস্থা হয়েছিল। একটা পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ২২ ওভারে ৩ উইকেটে ১৩৯ রান। এরপর সাময়িক ধসে সেটা হয়ে যায় ৩৫.২ ওভারে ৬ উইকেটে ১৯২ রান। ব্যক্তিগত ৪১ রানে স্টোকস যদি আউট হতেন, তাহলে ইংল্যান্ডের স্কোর হয়ে যেত ৩৮.২ ওভারে ৭ উইকেটে ২০৭ রান। তবে স্টোকস বেঁচে যাওয়ার পর আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্রিস ওকস। সপ্তম উইকেটে স্টোকস-ওকসের ৮২ বলে ১৩৯ রানের জুটিতেই ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৯ রান। নিজেদের সেই জুটি (স্টোকস-ওকস) প্রসঙ্গে স্টোকস বলেন, ‘ওকস ও আমি স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করছিলাম। আমাদের হাতে যথেষ্ট সময় ছিল। দারুণ একটা জুটি গড়েছিলাম। আপনি কত দ্রুত মানিয়ে নিতে পারেন, সেটাই দেখার বিষয়।’
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২০ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে