নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
লিটন দাসকে আউট করেই এদিন সবচেয়ে বেশি উদযাপন করল ভারতীয় দল। ঘটনা ঘটে মূলত তার আগের বলে। লিটনকে কিছু একটা বলেন মোহাম্মদ সিরাজ। ঠিকঠাক না বুঝতে পেরে সিরাজের দিকে ‘কী বলছিলে তুমি’ ভঙিতে এগিয়ে যান লিটন। মেজাজের সঙ্গে মনোসংযোগটাও ওইটুকুতে হারিয়ে ফেলেন কি না লিটন সেটা অবশ্য বলা কঠিন। তবে পরের বলেই সিরাজের নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন। একই ভঙি নিয়ে লিটনের উইকেট উদযাপন করলেন সিরাজ ও বিরাট কোহলি।
লিটনকে কী এমন বললেন সিরাজ? দিনের খেলা শেষে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সিরাজ নিজেই জানালেন সেটা, ‘আমি ওকে বলেছিলাম, এটা টি-টোয়েন্টি ফরম্যাট না, টেস্ট ক্রিকেট...দায়িত্ব নিয়ে খেলো।’ ২৯ বলের ২৪ রানের ইনিংসে লিটন তখন ৫টি চার মেরে ফেলেছেন। এর মধ্যে প্রথম সেশনের শেষ ওভারে উমেশ যাদবকে টানা তিন চার। কিছুটা আক্রমণাত্মক খেলায় কি না লিটলকে খেপিয়ে তোলেন সিরাজ।
ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। পেছনের পায়ে সেটি ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরই ঘটনার সূত্রাপাত। বাংলাদেশ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন সিরাজ। ৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেছেন, ‘স্টাম্প লাইনে করতে চেয়েছি, সেটা নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল এমন, স্টাম্প ধরে করা।’ লিটনকে স্লেজিংটা পরিকল্পনা করেই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘না না, কোনো পরিকল্পনা ছিল না।’
লিটন দাসকে আউট করেই এদিন সবচেয়ে বেশি উদযাপন করল ভারতীয় দল। ঘটনা ঘটে মূলত তার আগের বলে। লিটনকে কিছু একটা বলেন মোহাম্মদ সিরাজ। ঠিকঠাক না বুঝতে পেরে সিরাজের দিকে ‘কী বলছিলে তুমি’ ভঙিতে এগিয়ে যান লিটন। মেজাজের সঙ্গে মনোসংযোগটাও ওইটুকুতে হারিয়ে ফেলেন কি না লিটন সেটা অবশ্য বলা কঠিন। তবে পরের বলেই সিরাজের নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন। একই ভঙি নিয়ে লিটনের উইকেট উদযাপন করলেন সিরাজ ও বিরাট কোহলি।
লিটনকে কী এমন বললেন সিরাজ? দিনের খেলা শেষে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সিরাজ নিজেই জানালেন সেটা, ‘আমি ওকে বলেছিলাম, এটা টি-টোয়েন্টি ফরম্যাট না, টেস্ট ক্রিকেট...দায়িত্ব নিয়ে খেলো।’ ২৯ বলের ২৪ রানের ইনিংসে লিটন তখন ৫টি চার মেরে ফেলেছেন। এর মধ্যে প্রথম সেশনের শেষ ওভারে উমেশ যাদবকে টানা তিন চার। কিছুটা আক্রমণাত্মক খেলায় কি না লিটলকে খেপিয়ে তোলেন সিরাজ।
ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। পেছনের পায়ে সেটি ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরই ঘটনার সূত্রাপাত। বাংলাদেশ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন সিরাজ। ৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেছেন, ‘স্টাম্প লাইনে করতে চেয়েছি, সেটা নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল এমন, স্টাম্প ধরে করা।’ লিটনকে স্লেজিংটা পরিকল্পনা করেই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘না না, কোনো পরিকল্পনা ছিল না।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে