ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফেরার সুযোগ ছিল শ্রীলঙ্কার। তবে আজ হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডেতে কিউইদের কাছে পাত্তাই পায়নি লঙ্কানরা। তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ২-০ ব্যবধানে সিরিজ হারার সঙ্গে সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আরও লঙ্কানদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট শ্রীলঙ্কার। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় এখন তারা আছে ৯ নম্বরে। পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। সুপার লিগের সব ম্যাচ খেলা শ্রীলঙ্কার এখন বিশ্বকাপে উঠতে হলে কোয়ালিফায়ার খেলে উঠতে হবে। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। সেরা আটে ওঠার ক্ষেত্রে উইন্ডিজদের প্রতিদ্বন্দ্বী এখানে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। প্রোটিয়া ও আইরিশদের পয়েন্ট ৭৮ ও ৬৮। দক্ষিণ আফ্রিকার বাকি রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ, যা আজ শুরু হয়েছে। আর আইরিশদের বাকি রয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ। দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড তাদের বাকি ম্যাচগুলো জিতলে প্রত্যেকেরই পয়েন্ট হবে ৯৮।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। ৬.১ ওভারে কিউইদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২১ রান। চ্যাড বোজ, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল আউট হয়েছেন ১, ৪ ও ৬ রান করে। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্তে অবিচল থাকেন উইল ইয়ং। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক টম লাথামের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইয়ং। ৫২ বলে ৩৮ রানের জুটি গড়েন লাথাম ও ইয়ং। লাথামকে বোল্ড করে জুটি ভাঙেন দাসুন শানাকা। এরপর পঞ্চম উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ১০৮ বলে ১০০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইয়ং। ৩২.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় কিউইরা। ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত থাকেন ইয়ং। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন লাহিরু কুমারা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ৪১.৩ ওভারে ১৫৮ রানে অলআউট হয় লঙ্কানরা। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, হেনরি শিপলি ও ড্যারিল মিচেল।
দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফেরার সুযোগ ছিল শ্রীলঙ্কার। তবে আজ হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডেতে কিউইদের কাছে পাত্তাই পায়নি লঙ্কানরা। তৃতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ২-০ ব্যবধানে সিরিজ হারার সঙ্গে সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আরও লঙ্কানদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট শ্রীলঙ্কার। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় এখন তারা আছে ৯ নম্বরে। পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। সুপার লিগের সব ম্যাচ খেলা শ্রীলঙ্কার এখন বিশ্বকাপে উঠতে হলে কোয়ালিফায়ার খেলে উঠতে হবে। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। সেরা আটে ওঠার ক্ষেত্রে উইন্ডিজদের প্রতিদ্বন্দ্বী এখানে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। প্রোটিয়া ও আইরিশদের পয়েন্ট ৭৮ ও ৬৮। দক্ষিণ আফ্রিকার বাকি রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ, যা আজ শুরু হয়েছে। আর আইরিশদের বাকি রয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ। দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড তাদের বাকি ম্যাচগুলো জিতলে প্রত্যেকেরই পয়েন্ট হবে ৯৮।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। ৬.১ ওভারে কিউইদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২১ রান। চ্যাড বোজ, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল আউট হয়েছেন ১, ৪ ও ৬ রান করে। ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্তে অবিচল থাকেন উইল ইয়ং। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক টম লাথামের সঙ্গে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইয়ং। ৫২ বলে ৩৮ রানের জুটি গড়েন লাথাম ও ইয়ং। লাথামকে বোল্ড করে জুটি ভাঙেন দাসুন শানাকা। এরপর পঞ্চম উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ১০৮ বলে ১০০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইয়ং। ৩২.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় কিউইরা। ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত থাকেন ইয়ং। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন লাহিরু কুমারা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ৪১.৩ ওভারে ১৫৮ রানে অলআউট হয় লঙ্কানরা। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, হেনরি শিপলি ও ড্যারিল মিচেল।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
৯ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১০ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১২ ঘণ্টা আগে