Ajker Patrika

বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ পেলেন অমিতাভ বচ্চন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৪৪
বিশ্বকাপের ‘গোল্ডেন টিকিট’ পেলেন অমিতাভ বচ্চন

ভারতীয় ক্রিকেটের প্রতি অমিতাভ বচ্চনের অনুরাগ সবার জানা। সুযোগ পেলেই দেশের পতাকা হাতে গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো ভারত-পাকিস্তানের ম্যাচের দিন জাতীয় সংগীতই গেয়েছিলেন বলিউডের শাহেন শাহ। 

অমিতাভের অনুরাগের মূল্য দিতেই এবারের বিশ্বকাপে বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশ্য শুধু ‘বিগ বি’ নন, বিভিন্ন জগতের ভারতীয় আইকনদের জন্য খেলা দেখার বিশেষ ব্যবস্থা করেছে বিসিসিআই। সাধারণ দর্শকেরা যখন টিকিট কেটে গ্যালারিতে বসে খেলা দেখবে, তখন বিশেষ ব্যবস্থায় অমিতাভের মতো আইকনরা বিনা মূল্যে খেলা দেখবেন ভিআইপি স্ট্যান্ডে। এর জন্য অবশ্য তাঁদের কাছে ‘গোল্ডেন টিকিট’ থাকতে হবে। 

এই গোল্ডেন টিকিটই গতকাল প্রথম ব্যক্তি হিসেবে পেয়েছেন অমিতাভ। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পর বিগ বিকে বিশেষ এই টিকিট তুলে দিয়েছেন জয় শাহ। টিকিটের সঙ্গে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয়। এতে করে সব খেলা ভিআইপি বক্সে বসে দেখতে পারবেন অমিতাভ। 

অমিতাভকে বিশেষ উপহার দেওয়ার পর সমর্থকদের সঙ্গে সামাজিক মাধ্যমে অনুভূতি শেয়ার করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ড লিখেছে, ‘আমাদের গোল্ডেন আইকনদের জন্য গোল্ডেন টিকিট। সহস্র বছরের মহাতারকা শ্রী বচ্চনের হাতে গোল্ডেন টিকিট দেওয়ার সৌভাগ্য হয়েছে বিসিসিআইয়ের সচিব জয় শাহর। একজন কিংবদন্তি অভিনেতা এবং একনিষ্ঠ ক্রিকেটপ্রেমী শ্রী বচ্চনের ভারতীয় দলের প্রতি সমর্থন আমাদের অনুপ্রাণিত করে চলেছে। বিশ্বকাপে তাঁকে যুক্ত করতে পেরে আমরা রোমাঞ্চিত।’ 

অমিতাভকে গোল্ডেন টিকিট দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন জয় শাহ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘সত্যিই সোনালি মুহূর্ত। সহস্র বছরের মহাতারকা শ্রী বচ্চনকে গোল্ডেন টিকিট উপহার দেওয়া পরম সম্মানের ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত