ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি আগেভাগেই শেষ হওয়ায় পাকিস্তান দলে এখন বইছে অশান্তির হাওয়া। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ—পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট কেউই সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। এবার প্রধান কোচের চাকরি শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা বেশ হতাশ। চ্যাম্পিয়নস ট্রফিতে যে ফল এসেছে, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ। পিসিবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে পিটিআই সেটা জানিয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে সূত্র বলেছে, ‘১৫ মার্চ শুরু হওয়া সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদের চুক্তি শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পাকিস্তান এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।’
২৭ ফেব্রুয়ারী আকিবের চুক্তি শেষ হওয়াতে প্রধান কোচের পদে তৈরি শূন্যতা। পাকিস্তানের সাবেক পেসারও এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে। পিসিবি নতুন প্রধান কোচের নাম আগস্টে ঘোষণা করতে পারে বলে জানা গেছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষের পরই যেহেতু পাকিস্তান দলকে নিউজিল্যান্ড সফর করতে হবে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্তর্বর্তীকালীন কোচের মতো হতে পারে। সূত্র বলেছে, ‘নিউজিল্যান্ড সফরের জন্য বোর্ডকে অবশ্যই প্রধান কোচ লাগবে। তবে সেটাও হবে অন্তর্বর্তীকালীনের মতো। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে কাউকে নেওয়া হতে পারে। যেহেতু পিসিবি স্থায়ীভাবে প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি।’
বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল হতে যাওয়া ম্যাচে দুই দলই সান্ত্বনার জয় পেতে নামবে। যদিও এই ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ‘এ’ গ্রুপের অপর দুই দল ভারত, নিউজিল্যান্ড এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। ২ মার্চ দুবাইয়ে দুই দলই নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।
চ্যাম্পিয়নস ট্রফি আগেভাগেই শেষ হওয়ায় পাকিস্তান দলে এখন বইছে অশান্তির হাওয়া। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ—পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্ট কেউই সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না। এবার প্রধান কোচের চাকরি শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা বেশ হতাশ। চ্যাম্পিয়নস ট্রফিতে যে ফল এসেছে, বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর কর্মকর্তারা বেজায় ক্ষুব্ধ। পিসিবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে পিটিআই সেটা জানিয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের আগে সূত্র বলেছে, ‘১৫ মার্চ শুরু হওয়া সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদের চুক্তি শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। পাকিস্তান এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।’
২৭ ফেব্রুয়ারী আকিবের চুক্তি শেষ হওয়াতে প্রধান কোচের পদে তৈরি শূন্যতা। পাকিস্তানের সাবেক পেসারও এই দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে শোনা যাচ্ছে। পিসিবি নতুন প্রধান কোচের নাম আগস্টে ঘোষণা করতে পারে বলে জানা গেছে। তবে চ্যাম্পিয়নস ট্রফি শেষের পরই যেহেতু পাকিস্তান দলকে নিউজিল্যান্ড সফর করতে হবে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্তর্বর্তীকালীন কোচের মতো হতে পারে। সূত্র বলেছে, ‘নিউজিল্যান্ড সফরের জন্য বোর্ডকে অবশ্যই প্রধান কোচ লাগবে। তবে সেটাও হবে অন্তর্বর্তীকালীনের মতো। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে কাউকে নেওয়া হতে পারে। যেহেতু পিসিবি স্থায়ীভাবে প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেনি।’
বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে বিদায় ঘণ্টা বেজে গেছে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল হতে যাওয়া ম্যাচে দুই দলই সান্ত্বনার জয় পেতে নামবে। যদিও এই ম্যাচে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ‘এ’ গ্রুপের অপর দুই দল ভারত, নিউজিল্যান্ড এরই মধ্যে সেমিফাইনালের টিকিট কেটেছে। ২ মার্চ দুবাইয়ে দুই দলই নামবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।
আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
১৯ মিনিট আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
১ ঘণ্টা আগেফেডারেশন কাপ জিতে গত মৌসুমে ‘ট্রেবল’ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। এবারের মৌসুমটা চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করলেও চেনা ছন্দে নেই তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। লড়াইটা এখন তাদের ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার। যেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আবাহনী লিমিটেড।
১ ঘণ্টা আগেফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
২ ঘণ্টা আগে