Ajker Patrika

বিসিবির নির্বাচকদের দল নির্বাচন বোঝেন না কুমিল্লা কোচ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৫০
বিসিবির নির্বাচকদের দল নির্বাচন বোঝেন না কুমিল্লা কোচ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের জন্য দুই দিন আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ও ওয়ানডের এই দল ঘোষণা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সালাহ উদ্দিন।

শুধু এই সিরিজের স্কোয়াড নিয়ে অবশ্য নয়, বাংলাদেশ দল কোন বিবেচনায় নির্বাচন করেন নির্বাচকেরা তা বোধগম্য নয় সালাহ উদ্দিনের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটার জাকের আলি অনিকের সুযোগ না পাওয়া প্রসঙ্গে এমনটি বলেছেন দলটির কোচ।

গতকাল টানা পঞ্চম জয় পেয়েছে কুমিল্লা। ৯১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়টা তাওহীদ হৃদয় এনে দিলেও তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের আলি অনিক। খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটে জয়ের ম্যাচে ৩১ বলে খেলেছেন ৪০ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ শেষে তাঁর পারফরম্যান্স নিয়ে সালাহ উদ্দিন বলেছেন, ‘জাকেরের কথাটা সব সময় আপনারা ভুলে যান, আপনারা কেউ কিন্তু আসলে কখনোই জিজ্ঞাসা করেন না। ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এ কারণে আমার মনে হয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো।’

বাংলাদেশ দল গত কয়েক বছরে অনেক ব্যাটারকেই ৬ ও ৭ নম্বরে খেলিয়েছে, কিন্তু কোনো ব্যাটারই মাহমুদউল্লাহ রিয়াদের মতো ধারাবাহিক হতে পারেনি। এই পজিশনে জাকের এখন সেরা বলে মনে করেন সালাহ উদ্দিন। তিনি বলেছেন, ‘আপনারা ৬ নম্বর, ৭ নম্বরে প্লেয়ার খোঁজেন। এই ছেলেটা শেষ দুই বছর ধরে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন, সে প্রতিটা দিনই আমাদের গুরুত্বপূর্ণ  মুহূর্তে রানটা করে দিচ্ছে এবং সে অনেক বিচক্ষণও। আমার মনে হয় এই ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত।’

সালাহ উদ্দিন আরও যোগ করেন, ‘আমার মনে হয়, এই পজিশনের জন্য সে বাংলাদেশের সেরাদের একজন। মাহমুদউল্লাহ রিয়াদের পরে আমি যদি কোনো ছেলেকে দেখি, তাহলে আমার মনে হয় এই ছেলেটা হচ্ছে সেরা। কারণ, প্রতিদিনই আমাদের দলকে বাঁচাচ্ছে, প্রায়ই একটা ভালো জায়গায় দিয়ে আসছে। খুব সেন্সিবল ব্যাটিং করে। এমন নয় যে তার হাতে শট নেই। সে চারদিকেই মারতে পারে। পেসেও ভালো, স্পিনেও ভালো। তার রেকর্ডও ভালো। এ ধরনের ছেলেকে আসলে সুযোগ দেওয়া উচিত।’

গতকাল হৃদয়–জাকের আলির ৮৪ রানের অপরাজিত জুটিতে জয় পেয়েছে কুমিল্লা।শ্রীলঙ্কার বিপক্ষে দল নির্বাচন নিয়ে সালাহ উদ্দিন বলেছেন, ‘গতকাল বাংলাদেশ দল দেখলাম। আপনি দলে পাঁচজন ওপেনার রাখছেন, মিডল অর্ডারে দুজন ব্যাটার মনে হয় মাত্র। এর সম্ভবত সবাই মিডল অর্ডারে খেলবে। একটা সুবিধা আছে হয়তো, সব সময় বাংলাদেশ ওপেনিংই করবে, ১৬-১৭ ওভার ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে। তবে ঠিক জায়গায় ঠিক খেলোয়াড় নেওয়াটা খুব জরুরি।’

সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় নির্বাচন না করায় নির্বাচকদের দল সাজানোর প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছেন সালাহ উদ্দিন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহকারী কোচ বলেছেন, ‘তারা কী বুঝে দল বানায়, আমি বুঝি না। আপনি যেটা বললেন, সেটাই হতে পারে। হয়তো রান দেখে...ওপরের দিকে অনেক রান করেছে। দলে নিয়ে নিয়েছি। কিন্তু একটা ছেলে যখন ৫ নম্বরে ব্যাট করে, সে ৫০ করবে না। সে ২০ রান করবে। হয়তো ৫ বলে ২০ রান করবে। দল জিতবে না হয় হারবে। ওইভাবে দলটা করলে ভালো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত