ক্রীড়া ডেস্ক
আনুষ্ঠানিক ফটোসেশন হয়ে গেল। ব্যাগ গোছানোর কাজও হয়তো সেরে ফেলেছেন শান্ত-মিরাজেরা। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে কাল মধ্যরাতের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রত্যয়, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’
ওয়ানডে বিশ্বকাপের পরে সবচেয়ে বড় টুর্নামেন্ট বলে কথা। সেরা আট দল খেলবে মঞ্চে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা আটে যাঁর জন্য বাংলাদেশ জায়গা করতে পেরেছিল, সেই সাকিব আল হাসানই দলে নেই। স্বাভাবিকভাবেই সাকিব প্রসঙ্গটা এল সংবাদ সম্মেলনে। সাকিবের কল্যাণে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে তাঁর সেই ইনিংসটা অবদান রেখেছিল জিততে। কিন্তু সাকিব নেই, তাকে কতটা মিস করবেন, আর তার ভূমিকাটা কে পালন করতে পারে এবার?
এখনো সাকিব-প্রসঙ্গ কেন, সাংবাদিককে প্রশ্ন রেখেই শান্ত বললেন, ‘না, অবশ্যই মিস করব। কিন্তু আসলে এই প্রশ্নটা কেন করলেন আপনি আমি জানি না। আমরা সবাই জানি, এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে, অবশ্যই সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো, এই প্রশ্ন-উত্তর অনেকবার হয়েছে।’
এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এ ব্যাপারে কথা বলতে নারাজ শান্ত, ‘আমার মনে হয় না, একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এ প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে। কিন্তু ওই ম্যাচের কথা যদি আলাদা করে বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছিলেন (সাকিব ভাই)। ওই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের দলকে জেতাতে সহায়তা করেছে।’
এর বেশি কথা বাড়াতে চাইলেন না শান্ত। সাকিবের ভূমিকা কে পালন করবেন? এক কথায় বললেন, ‘যে দায়িত্ব পাবে।’
একটু পেছনে ফেরা যাক, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে আগুনে ম্যাচটা তখন শেষ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নানা তর্ক-বিতর্ক পেরিয়ে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। জয়ের হাসিই শুধু নয়, বাংলাদেশের বুক থেকে নেমে গেছে বিরাট এক পাথর। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ—তখন ওটাই বড় স্বস্তি। এমন স্বস্তিকর মুহূর্তে মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকে সাকিব আল হাসান জানালেন, একটা আঙুল গেছে!
শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ব্যাটিং ইনিংসের শুরুর দিকে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। আঙুলে ব্যথানাশক স্প্রে, সাপোর্টিং টেপ লাগিয়ে খেলা চালিয়ে যান। বাইরে থেকে একটুও বোঝার উপায় ছিল না সাকিব কত বড় চোট নিয়ে খেলছেন। হারতে হারতে ক্লান্ত দলকে জেতানোর তাড়া, অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে তুমুল আলোচিত-বিতর্কিত আর সেটির জেরে লঙ্কান ফিল্ডারদের তীব্র স্লেজিংয়ের শিকার—দাঁতে দাঁত চেপে সাকিব শুধুই লড়েছেন। ৬৫ বলে ৮২ রান করেছেন, নাজমুল হাসান শান্তকে নিয়ে তৃতীয় উইকেটে ১৬৯ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি গড়েছেন। দলকে জিতিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাঁর হাতের আঙুলে টেপ প্যাঁচানো দেখলেও সংবাদকর্মীদের কারও চোখে অস্বাভাবিক কিছু মনে হয়নি। খেলতে গেলে এ রকম টুকটাক চোটাঘাত সবারই থাকে। চোট নিয়ে সেদিন সংবাদ সম্মেলনে তাই একটি প্রশ্নও হয়নি।
সাকিবের চোট যে এত গুরুতর, জানা গেল এক্স-রে রিপোর্টে। দিল্লিতে জরুরি ভিত্তিতে করা তাঁর এক্স-রেতে চিড় ধরা পড়ে। পরদিন বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে ধরেন পুনের ফ্লাইট, আর সাকিব হাতে ব্যান্ডেজ লাগিয়ে ফিরলেন ঢাকায়। ৫০ ওভারের বিশ্বকাপ তাঁর চিরতরে শেষ। এখন যে প্রেক্ষাপট, ওয়ানডে ক্যারিয়ারের সাকিবের শেষ ম্যাচও হয়ে থাকতে পারে ওটা।
অথচ চ্যাম্পিয়নস ট্রফির খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে ম্যাচটা জিততে সাকিব সেদিন কী না করেছিলেন! ক্রিকেটীয় চেতনার তোয়াক্কা না করে নিজের ইমেজ বিসর্জন দিয়ে দেশের মান রক্ষার চেষ্টা করেছেন। গত জুনে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘এই ম্যাচে এটা যদি না হতো, আজকে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারত না। আর নিয়ে আসে নীতির কথা! আসল সময়ে বাংলাদেশে নীতির কথা কমই আসে। আমরা দেখানো নীতিতে বিশ্বাসী।’
নির্বাচকের চাইলেও সাকিবের জায়গা হয়নি দলে বোলিং নিষেধাজ্ঞার কারণে। যেহেতু বোলিং অ্যাকশনে সমস্যা, বিসিবির নির্বাচক প্যানেল তাঁকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করছে না।
আনুষ্ঠানিক ফটোসেশন হয়ে গেল। ব্যাগ গোছানোর কাজও হয়তো সেরে ফেলেছেন শান্ত-মিরাজেরা। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে কাল মধ্যরাতের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রত্যয়, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’
ওয়ানডে বিশ্বকাপের পরে সবচেয়ে বড় টুর্নামেন্ট বলে কথা। সেরা আট দল খেলবে মঞ্চে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা আটে যাঁর জন্য বাংলাদেশ জায়গা করতে পেরেছিল, সেই সাকিব আল হাসানই দলে নেই। স্বাভাবিকভাবেই সাকিব প্রসঙ্গটা এল সংবাদ সম্মেলনে। সাকিবের কল্যাণে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে তাঁর সেই ইনিংসটা অবদান রেখেছিল জিততে। কিন্তু সাকিব নেই, তাকে কতটা মিস করবেন, আর তার ভূমিকাটা কে পালন করতে পারে এবার?
এখনো সাকিব-প্রসঙ্গ কেন, সাংবাদিককে প্রশ্ন রেখেই শান্ত বললেন, ‘না, অবশ্যই মিস করব। কিন্তু আসলে এই প্রশ্নটা কেন করলেন আপনি আমি জানি না। আমরা সবাই জানি, এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে, অবশ্যই সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো, এই প্রশ্ন-উত্তর অনেকবার হয়েছে।’
এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এ ব্যাপারে কথা বলতে নারাজ শান্ত, ‘আমার মনে হয় না, একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এ প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে। কিন্তু ওই ম্যাচের কথা যদি আলাদা করে বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছিলেন (সাকিব ভাই)। ওই ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের দলকে জেতাতে সহায়তা করেছে।’
এর বেশি কথা বাড়াতে চাইলেন না শান্ত। সাকিবের ভূমিকা কে পালন করবেন? এক কথায় বললেন, ‘যে দায়িত্ব পাবে।’
একটু পেছনে ফেরা যাক, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে আগুনে ম্যাচটা তখন শেষ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নানা তর্ক-বিতর্ক পেরিয়ে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। জয়ের হাসিই শুধু নয়, বাংলাদেশের বুক থেকে নেমে গেছে বিরাট এক পাথর। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ—তখন ওটাই বড় স্বস্তি। এমন স্বস্তিকর মুহূর্তে মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকে সাকিব আল হাসান জানালেন, একটা আঙুল গেছে!
শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ব্যাটিং ইনিংসের শুরুর দিকে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। আঙুলে ব্যথানাশক স্প্রে, সাপোর্টিং টেপ লাগিয়ে খেলা চালিয়ে যান। বাইরে থেকে একটুও বোঝার উপায় ছিল না সাকিব কত বড় চোট নিয়ে খেলছেন। হারতে হারতে ক্লান্ত দলকে জেতানোর তাড়া, অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে তুমুল আলোচিত-বিতর্কিত আর সেটির জেরে লঙ্কান ফিল্ডারদের তীব্র স্লেজিংয়ের শিকার—দাঁতে দাঁত চেপে সাকিব শুধুই লড়েছেন। ৬৫ বলে ৮২ রান করেছেন, নাজমুল হাসান শান্তকে নিয়ে তৃতীয় উইকেটে ১৬৯ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি গড়েছেন। দলকে জিতিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাঁর হাতের আঙুলে টেপ প্যাঁচানো দেখলেও সংবাদকর্মীদের কারও চোখে অস্বাভাবিক কিছু মনে হয়নি। খেলতে গেলে এ রকম টুকটাক চোটাঘাত সবারই থাকে। চোট নিয়ে সেদিন সংবাদ সম্মেলনে তাই একটি প্রশ্নও হয়নি।
সাকিবের চোট যে এত গুরুতর, জানা গেল এক্স-রে রিপোর্টে। দিল্লিতে জরুরি ভিত্তিতে করা তাঁর এক্স-রেতে চিড় ধরা পড়ে। পরদিন বাংলাদেশ টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলতে ধরেন পুনের ফ্লাইট, আর সাকিব হাতে ব্যান্ডেজ লাগিয়ে ফিরলেন ঢাকায়। ৫০ ওভারের বিশ্বকাপ তাঁর চিরতরে শেষ। এখন যে প্রেক্ষাপট, ওয়ানডে ক্যারিয়ারের সাকিবের শেষ ম্যাচও হয়ে থাকতে পারে ওটা।
অথচ চ্যাম্পিয়নস ট্রফির খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে ম্যাচটা জিততে সাকিব সেদিন কী না করেছিলেন! ক্রিকেটীয় চেতনার তোয়াক্কা না করে নিজের ইমেজ বিসর্জন দিয়ে দেশের মান রক্ষার চেষ্টা করেছেন। গত জুনে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘এই ম্যাচে এটা যদি না হতো, আজকে বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারত না। আর নিয়ে আসে নীতির কথা! আসল সময়ে বাংলাদেশে নীতির কথা কমই আসে। আমরা দেখানো নীতিতে বিশ্বাসী।’
নির্বাচকের চাইলেও সাকিবের জায়গা হয়নি দলে বোলিং নিষেধাজ্ঞার কারণে। যেহেতু বোলিং অ্যাকশনে সমস্যা, বিসিবির নির্বাচক প্যানেল তাঁকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করছে না।
ভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
২ মিনিট আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
২৪ মিনিট আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
১ ঘণ্টা আগেহারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১ ঘণ্টা আগে