ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি অস্ট্রেলিয়া। চারদিনেই ম্যাচের ফল বের করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে উইন্ডিজকে ৪১৯ রানে হারিয়েছে অজিরা। সফরকারীদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।
৪৯৭ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজ গতকাল ৪ উইকেটে ৩৮ রানে তৃতীয় দিন শেষ করে। সেখানে আজ চতুর্থ দিনে ৩৯ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় উইন্ডিজরা। ৭৭ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে এই ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেন ত্যাগনারায়ন চন্দরপল। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে এই ইনিংসে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও মাইকেল নেসের-প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়েছেন। ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে ত্যাগনারায়ন এই টেস্টে ৬৪ রান করেন। আর স্বাগতিক বোলারদের মধ্যে স্টার্ক, নেসের-দুজনেই নিয়েছেন ৫টি করে উইকেট।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে করেছেন ১৭৫ রান। আর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। সিরিজসেরা হয়েছেন মারনাস লাবুশেন। দুই ম্যাচে চার ইনিংসে করেছেন ৫০২ রান, গড় ১৬৭.৩৩। টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেন। যার মধ্যে পার্থে প্রথম ইনিংসে ২০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৯ রানে ইনিংস ঘোষণা করেছিল।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি অস্ট্রেলিয়া। চারদিনেই ম্যাচের ফল বের করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে উইন্ডিজকে ৪১৯ রানে হারিয়েছে অজিরা। সফরকারীদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।
৪৯৭ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজ গতকাল ৪ উইকেটে ৩৮ রানে তৃতীয় দিন শেষ করে। সেখানে আজ চতুর্থ দিনে ৩৯ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় উইন্ডিজরা। ৭৭ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে এই ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেন ত্যাগনারায়ন চন্দরপল। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে এই ইনিংসে মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও মাইকেল নেসের-প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়েছেন। ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে ত্যাগনারায়ন এই টেস্টে ৬৪ রান করেন। আর স্বাগতিক বোলারদের মধ্যে স্টার্ক, নেসের-দুজনেই নিয়েছেন ৫টি করে উইকেট।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে করেছেন ১৭৫ রান। আর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। সিরিজসেরা হয়েছেন মারনাস লাবুশেন। দুই ম্যাচে চার ইনিংসে করেছেন ৫০২ রান, গড় ১৬৭.৩৩। টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেন। যার মধ্যে পার্থে প্রথম ইনিংসে ২০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৯ রানে ইনিংস ঘোষণা করেছিল।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে