Ajker Patrika

সেই লঙ্কানদের কাছে হেরে এবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
লঙ্কানদের কাছে হেরে সেমি থেকেই বিদায় বাংলাদেশের। ছবি: বিসিবি
লঙ্কানদের কাছে হেরে সেমি থেকেই বিদায় বাংলাদেশের। ছবি: বিসিবি

হংকং ক্রিকেট সিক্সেসে সেমিফাইনালেই থেমেই গেল বাংলাদেশের পথচলা। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে হারের বদলা এবার আর নেওয়া হলো না বাংলাদেশের।

মংককেই আজ হয়েছে দুটি সেমিফাইনাল। দিনের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালেই মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। এক বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে ফাইনালের টিকিট কাটল লঙ্কানরা। বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে শিরোপার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা-পাকিস্তান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। দুই ওপেনার জিসান আলম ও আবদুল্লাহ আল মামুনের ঝড়ে বাংলাদেশ প্রথম ১০ বলেই করে ফেলে ৩৮ রান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মামুনকে ফেরান লাহিরু সামারাকুন। এখান থেকেই রান তোলার গতি কমতে থাকে বাংলাদেশের।

নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন জিসান। ১১ বলের ইনিংসে ৫ ছক্কা ও ১ চার মারেন তিনি।

১০৪ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু করে তাণ্ডব। প্রথম ১৪ বলে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৫৮ রান। তৃতীয় ওভারের তৃতীয় বলে ধনাঞ্জয়া লক্ষ্মণকে ফেরান বাংলাদেশের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। যদিও শুরুর এই ধাক্কা তেমন একটা বিপদে ফেলতে পারেনি শ্রীলঙ্কাকে। ৫.৫ ওভারে ৩ উইকেটে ১০৪ রান করে ফেলে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন দলটির ওপেনার সান্দুন ভিরাক্কোদি। ১৬ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মারেন তিনি। ভিরাক্কোদি একই সঙ্গে দলটির উইকেটরক্ষকও।

ম্যাচসেরা হয়েছেন থারিন্দু রত্নায়েকে। ২ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন তিনি। খরচ করেন ৩৩ রান। এর আগে প্রথম সেমিফাইনালে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন পাকিস্তানের ফাহিম আশরাফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ১ চার ও ২ ছক্কা মারেন তিনি। বোলিংয়ে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেটে ১০৭ রান করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানও জিতেছে ১ বল হাতে রেখে ৪ উইকেটে। ৫.৫ ওভারে ২ উইকেটে ১০৯ রান করে ফেলে পাকিস্তান।

মংকংয়ে পরশু ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারিয়েছিল লঙ্কানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত