ক্রীড়া ডেস্ক
বড্ড দেরিতে ঘুম ভাঙল শ্রীলঙ্কার। সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানের জয় আজ লঙ্কানরা পেয়েছে ঠিকই, তবে তা তাদের জন্য কোনো কাজে আসেনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটির ফল নিয়ে তাই আক্ষেপ করছে শ্রীলঙ্কা।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কার জন্য ছিল কেবল নিয়ম রক্ষার। কারণ প্রথম ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ পর্বে বিদায়ঘণ্টা বেজে যায় লঙ্কানদের। যেখানে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ৬ ও ২ উইকেটে হেরে টুর্নামেন্টের শুরুতে বেকায়দায় পড়ে যায় তারা। ডাচদের বিপক্ষে জয়টাই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম জয়। লঙ্কানদের সান্ত্বনামূলক জয়ে ম্যাচ-সেরা হয়েছেন চারিথ আসালাঙ্কা। ২১ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান বাঁহাতি ব্যাটার বলেন, ‘আসলে প্রথম দুই ম্যাচের ফল নিয়ে কিছুটা হতাশ আমরা। তবে শেষের দিকে দারুণ একটা ম্যাচ গেছে আমাদের।’
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা চার ম্যাচ খেলেছে চারটি ভিন্ন ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে লঙ্কানরা খেলেছে নিউইয়র্ক, ডালাস, ফ্লোরিডা ও সেন্ট লুসিয়ায়, যার মধ্যে ফ্লোরিডায় বজ্রবৃষ্টির কারণে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে একটা বলও মাঠে গড়ায়নি। প্রোটিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে লঙ্কানরা। সেই শ্রীলঙ্কা নিয়মরক্ষার ম্যাচে আজ ডাচদের কাছে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে। কোনো ফিফটি না থাকলেও ৬ উইকেটে ২০১ রান করেছে, যা এবারের বিশ্বকাপে মাত্র দ্বিতীয়বার দলীয় ইনিংসে ২০০ বা তার বেশি রান হয়েছে। ডাচ বোলারদের বিপক্ষে আসালাঙ্কা মেরেছেন ৫ ছক্কা ও ১ চার। আসালাঙ্কা বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে এখানের কন্ডিশন অনেক ভালো। এমন কন্ডিশনে আমরা উপভোগ করি। ৫ নম্বরে এখানে ব্যাটিং করা কঠিন। কন্ডিশনের সুবিধাটাই কাজে লাগিয়েছি। আমি জানি যে আমাকে আরও একটু ধারাবাহিক হতে হবে।
আরও পড়ুন:
বড্ড দেরিতে ঘুম ভাঙল শ্রীলঙ্কার। সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানের জয় আজ লঙ্কানরা পেয়েছে ঠিকই, তবে তা তাদের জন্য কোনো কাজে আসেনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটির ফল নিয়ে তাই আক্ষেপ করছে শ্রীলঙ্কা।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা শ্রীলঙ্কার জন্য ছিল কেবল নিয়ম রক্ষার। কারণ প্রথম ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ পর্বে বিদায়ঘণ্টা বেজে যায় লঙ্কানদের। যেখানে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ৬ ও ২ উইকেটে হেরে টুর্নামেন্টের শুরুতে বেকায়দায় পড়ে যায় তারা। ডাচদের বিপক্ষে জয়টাই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম জয়। লঙ্কানদের সান্ত্বনামূলক জয়ে ম্যাচ-সেরা হয়েছেন চারিথ আসালাঙ্কা। ২১ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান বাঁহাতি ব্যাটার বলেন, ‘আসলে প্রথম দুই ম্যাচের ফল নিয়ে কিছুটা হতাশ আমরা। তবে শেষের দিকে দারুণ একটা ম্যাচ গেছে আমাদের।’
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা চার ম্যাচ খেলেছে চারটি ভিন্ন ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে লঙ্কানরা খেলেছে নিউইয়র্ক, ডালাস, ফ্লোরিডা ও সেন্ট লুসিয়ায়, যার মধ্যে ফ্লোরিডায় বজ্রবৃষ্টির কারণে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে একটা বলও মাঠে গড়ায়নি। প্রোটিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছে লঙ্কানরা। সেই শ্রীলঙ্কা নিয়মরক্ষার ম্যাচে আজ ডাচদের কাছে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে। কোনো ফিফটি না থাকলেও ৬ উইকেটে ২০১ রান করেছে, যা এবারের বিশ্বকাপে মাত্র দ্বিতীয়বার দলীয় ইনিংসে ২০০ বা তার বেশি রান হয়েছে। ডাচ বোলারদের বিপক্ষে আসালাঙ্কা মেরেছেন ৫ ছক্কা ও ১ চার। আসালাঙ্কা বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে এখানের কন্ডিশন অনেক ভালো। এমন কন্ডিশনে আমরা উপভোগ করি। ৫ নম্বরে এখানে ব্যাটিং করা কঠিন। কন্ডিশনের সুবিধাটাই কাজে লাগিয়েছি। আমি জানি যে আমাকে আরও একটু ধারাবাহিক হতে হবে।
আরও পড়ুন:
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
২৮ মিনিট আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
২ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৩ ঘণ্টা আগে