ক্রীড়া ডেস্ক
মাথিসা পাতিরানার সঙ্গে প্রতিযোগিতা তাহলে মোস্তাফিজুর রহমানের জমে উঠল। উইকেট নেওয়ার হিসাব না হয় বাদ দেওয়া হলো, পাতিরানা-ফিজের আসল প্রতিযোগিতা হচ্ছে চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচ খেলার। সেই প্রতিযোগিতায় এগিয়ে রইলেন ফিজই।
চোটে পড়ায় ২০২৪ আইপিএলের শুরুতে পাতিরানা প্রথম কয়েক ম্যাচ খেলতে পারবেন না—টুর্নামেন্ট শুরুর আগেই জানা যায় এমন খবর। খেলতে পারেননি চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচ। তাতে আরসিবির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে ফিজ ২৯ রানে নেন ৪ উইকেট। এই ম্যাচের পর চেন্নাই দলে দ্রুত যোগ দেন পতিরানা। গুজরাট টাইটানসের বিপক্ষে গতকাল চিপকে লঙ্কান পেসার খেলেন শিবম দুবের বদলি হিসেবে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠলেও দুর্দান্ত বোলিং করেন পাতিরানা। ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচ করে নেন ১ উইকেট। অন্যদিকে ফিজ প্রথম ম্যাচের মতো গুজরাটের বিপক্ষে মূল একাদশেই সুযোগ পান। নিজের ব্যক্তিগত প্রথম দুই ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে ১৭ ও ১৯তম ওভার—শেষের দিকের দুই ওভারে রশিদ খান, রাহুল তেওয়াতিয়ার উইকেট দুটি তুলে নেন ফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার শেষের দিকের ওভারে দেন ৭ রান। ফিজের চেয়ে পাতিরানা কম রান খরচ করলেও শেষের দিকে বোলিংয়ে পিছিয়ে গেছেন পাতিরানা। ১৮ ও ২০তম ওভার মিলিয়ে লঙ্কান পেসার ১৫ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ৭.৩৭। তবে দুই ম্যাচ তুলনা করলে পারফরম্যান্সে কিছুটা বৈপরীত্য দেখা যায় ফিজের। আরসিবির বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে ৭ রানে ৪ উইকেট নেন ফিজ। তবে ১৯তম ওভার বোলিংয়ে এসে ১৫ রান খরচ করেন তিনি। প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটির নেট রানরেট + ১.৯৫৯।
গুজরাটকে হারিয়েই ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই, যা চেন্নাইয়ের আইপিএল ইতিহাসে পঞ্চম শিরোপা। প্রতিটি শিরোপাই এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বাধীন চেন্নাইতে গত বছর ১২ ম্যাচে ৮ ইকোনমিতে পাতিরানা নেন ১৯ উইকেট।
আরও পড়ুন:
মাথিসা পাতিরানার সঙ্গে প্রতিযোগিতা তাহলে মোস্তাফিজুর রহমানের জমে উঠল। উইকেট নেওয়ার হিসাব না হয় বাদ দেওয়া হলো, পাতিরানা-ফিজের আসল প্রতিযোগিতা হচ্ছে চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচ খেলার। সেই প্রতিযোগিতায় এগিয়ে রইলেন ফিজই।
চোটে পড়ায় ২০২৪ আইপিএলের শুরুতে পাতিরানা প্রথম কয়েক ম্যাচ খেলতে পারবেন না—টুর্নামেন্ট শুরুর আগেই জানা যায় এমন খবর। খেলতে পারেননি চিদাম্বরম স্টেডিয়ামে (চিপক) ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচ। তাতে আরসিবির বিপক্ষে খেলার সুযোগ পেয়ে ফিজ ২৯ রানে নেন ৪ উইকেট। এই ম্যাচের পর চেন্নাই দলে দ্রুত যোগ দেন পতিরানা। গুজরাট টাইটানসের বিপক্ষে গতকাল চিপকে লঙ্কান পেসার খেলেন শিবম দুবের বদলি হিসেবে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠলেও দুর্দান্ত বোলিং করেন পাতিরানা। ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচ করে নেন ১ উইকেট। অন্যদিকে ফিজ প্রথম ম্যাচের মতো গুজরাটের বিপক্ষে মূল একাদশেই সুযোগ পান। নিজের ব্যক্তিগত প্রথম দুই ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তবে ১৭ ও ১৯তম ওভার—শেষের দিকের দুই ওভারে রশিদ খান, রাহুল তেওয়াতিয়ার উইকেট দুটি তুলে নেন ফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার শেষের দিকের ওভারে দেন ৭ রান। ফিজের চেয়ে পাতিরানা কম রান খরচ করলেও শেষের দিকে বোলিংয়ে পিছিয়ে গেছেন পাতিরানা। ১৮ ও ২০তম ওভার মিলিয়ে লঙ্কান পেসার ১৫ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের ইকোনমি ৭.৩৭। তবে দুই ম্যাচ তুলনা করলে পারফরম্যান্সে কিছুটা বৈপরীত্য দেখা যায় ফিজের। আরসিবির বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে ৭ রানে ৪ উইকেট নেন ফিজ। তবে ১৯তম ওভার বোলিংয়ে এসে ১৫ রান খরচ করেন তিনি। প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটির নেট রানরেট + ১.৯৫৯।
গুজরাটকে হারিয়েই ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই, যা চেন্নাইয়ের আইপিএল ইতিহাসে পঞ্চম শিরোপা। প্রতিটি শিরোপাই এসেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ধোনির নেতৃত্বাধীন চেন্নাইতে গত বছর ১২ ম্যাচে ৮ ইকোনমিতে পাতিরানা নেন ১৯ উইকেট।
আরও পড়ুন:
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৫ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে