ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড নৈপুণ্য ব্যাটিংয়ে চার ফিফটিসহ ৬০.৫০ গড়ে ২৪২ রান করেন তখনকার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। পাশাপাশি ১৭.৬৬ গড়ে শিকার করেন ১২ উইকেট।
সেই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। যুব বিশ্বকাপের আলোচনা এলে তাই সামনের সারিতেই থাকেন এই অলরাউন্ডার। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন মিরাজ।
গত রাতে শেষ হয়েছে আরেকটি যুব বিশ্বকাপ। নিজের ইউটিউব চ্যানেলে যুব বিশ্বকাপের আলোচনায় সর্বকালের সেরা যুব বিশ্বকাপ একাদশ বেছে নেন আকাশ। একমাত্র ইংল্যান্ড থেকে দুইজন আছেন এই একাদশে। ওপেনিংয়ে বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজমকে রেখেছেন আকাশ। তিনে তাঁর পছন্দ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে।
চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন আকাশ। তাঁর পরেই আছেন আন্তর্জাতিক ক্রিকেট থিতু হতে না পারা সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। চান্দিমালের পর আকাশের সেরা একাদশে আছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এউইন মরগান। সাতে নামবেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।
একাদশে অলরাউন্ডার হিসেবে এর পরেই আছেন মিরাজ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে আকাশ বেছে নিয়েছেন ক্রিস ওকসকে। পেসার হিসেবে ব্যাটারদের পরীক্ষা নেবেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
আকাশ চোপড়ার সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশ:
বাবর আজম, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, দিনেশ চান্দিমাল, এউইন মরগান, শিমরন হেটমায়ার, মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদি।
মেহেদী হাসান মিরাজ সম্পর্কিত আরও পড়ুন:
ঘরের মাঠে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড নৈপুণ্য ব্যাটিংয়ে চার ফিফটিসহ ৬০.৫০ গড়ে ২৪২ রান করেন তখনকার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক। পাশাপাশি ১৭.৬৬ গড়ে শিকার করেন ১২ উইকেট।
সেই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। যুব বিশ্বকাপের আলোচনা এলে তাই সামনের সারিতেই থাকেন এই অলরাউন্ডার। এবার সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সর্বকালের সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশে জায়গা করে নিয়েছেন মিরাজ।
গত রাতে শেষ হয়েছে আরেকটি যুব বিশ্বকাপ। নিজের ইউটিউব চ্যানেলে যুব বিশ্বকাপের আলোচনায় সর্বকালের সেরা যুব বিশ্বকাপ একাদশ বেছে নেন আকাশ। একমাত্র ইংল্যান্ড থেকে দুইজন আছেন এই একাদশে। ওপেনিংয়ে বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজমকে রেখেছেন আকাশ। তিনে তাঁর পছন্দ সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথকে।
চারে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন আকাশ। তাঁর পরেই আছেন আন্তর্জাতিক ক্রিকেট থিতু হতে না পারা সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। চান্দিমালের পর আকাশের সেরা একাদশে আছেন ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক এউইন মরগান। সাতে নামবেন ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ার।
একাদশে অলরাউন্ডার হিসেবে এর পরেই আছেন মিরাজ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে একাদশে আকাশ বেছে নিয়েছেন ক্রিস ওকসকে। পেসার হিসেবে ব্যাটারদের পরীক্ষা নেবেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
আকাশ চোপড়ার সেরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ একাদশ:
বাবর আজম, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, দিনেশ চান্দিমাল, এউইন মরগান, শিমরন হেটমায়ার, মেহেদী হাসান মিরাজ, ক্রিস ওকস, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদি।
মেহেদী হাসান মিরাজ সম্পর্কিত আরও পড়ুন:
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২২ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে