ক্রীড়া ডেস্ক
প্রথম দিন শান মাসুদ-আবদুল্লাহ শফিকের পর আজ দ্বিতীয় দিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন আগা সালমান। ছন্দে থাকা সৌদ শাকিলও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে আশির ঘরে ফিরতে হয় তাঁকে।
তারপরও তিন সেঞ্চুরি, এক ফিফটি ও লোয়ার অর্ডার ব্যাটারদের অবদানে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রথম টেস্টে ইনিংস ঘোষণা দিয়ে বিপদে পড়েছিল তারা। এবার আর সেই ভুল করেননি শান মাসুদরা। ব্যাটিং করেছেন তাঁরা শেষ উইকেট পর্যন্ত।
তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে সফরকারীরা। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর তোপেরমুখে ফেরেন অধিনায়ক অলি পোপ (০)। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রাউলি ও জো রুট বাকি সময় কাটিয়ে দেন নির্বিঘ্নে। ৫৪ বলে ৩২ রানে রুট অপরাজিত থাকলেও ওয়ানডের ধরনে ব্যাট চালিয়ে ছুটে চলেছেন ক্রাউলি। ৬৪ বলে ৬৪ রানে অপরাজিত এই তরুণ ব্যাটার।
তার আগে ৪ উইকেটে ৩২৮ রান থেকে আজ আবারও দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। পঞ্চম উইকেটে নাইটওয়াচম্যান নাসিম শাহকে সঙ্গে নিয়ে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন শাকিল। ৮১ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন নাসিম। তারপর দ্রুত ফেরেন রিজওয়ান (০)। সেঞ্চুরির আশা জাগিয়েও দলীয় ৪৫০ রানে বশিরের শিকার হন শাকিল (৮২)।
৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে সালমান তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৬ রান আসে শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে। এক এক করে সবাই ফিরলেও ১১৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরি করল পাকিস্তান। ১৯৭১, ১৯৮৭ ও ২০২২ সালের পর আরও একবার একই কাজ করল তারা। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩ টি, গাস আটকিনসন ও ব্রাইডন কার্স ২টি করে উইকেট নিয়েছেন।
প্রথম দিন শান মাসুদ-আবদুল্লাহ শফিকের পর আজ দ্বিতীয় দিন দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন আগা সালমান। ছন্দে থাকা সৌদ শাকিলও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে আশির ঘরে ফিরতে হয় তাঁকে।
তারপরও তিন সেঞ্চুরি, এক ফিফটি ও লোয়ার অর্ডার ব্যাটারদের অবদানে মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রথম টেস্টে ইনিংস ঘোষণা দিয়ে বিপদে পড়েছিল তারা। এবার আর সেই ভুল করেননি শান মাসুদরা। ব্যাটিং করেছেন তাঁরা শেষ উইকেট পর্যন্ত।
তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডও আছে ভালো অবস্থানে। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান তুলেছে সফরকারীরা। যদিও ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর তোপেরমুখে ফেরেন অধিনায়ক অলি পোপ (০)। দ্বিতীয় উইকেটে জ্যাক ক্রাউলি ও জো রুট বাকি সময় কাটিয়ে দেন নির্বিঘ্নে। ৫৪ বলে ৩২ রানে রুট অপরাজিত থাকলেও ওয়ানডের ধরনে ব্যাট চালিয়ে ছুটে চলেছেন ক্রাউলি। ৬৪ বলে ৬৪ রানে অপরাজিত এই তরুণ ব্যাটার।
তার আগে ৪ উইকেটে ৩২৮ রান থেকে আজ আবারও দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। পঞ্চম উইকেটে নাইটওয়াচম্যান নাসিম শাহকে সঙ্গে নিয়ে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন শাকিল। ৮১ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন নাসিম। তারপর দ্রুত ফেরেন রিজওয়ান (০)। সেঞ্চুরির আশা জাগিয়েও দলীয় ৪৫০ রানে বশিরের শিকার হন শাকিল (৮২)।
৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটারদের সঙ্গে নিয়ে সালমান তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ২৬ রান আসে শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে। এক এক করে সবাই ফিরলেও ১১৯ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন সালমান। ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরি করল পাকিস্তান। ১৯৭১, ১৯৮৭ ও ২০২২ সালের পর আরও একবার একই কাজ করল তারা। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩ টি, গাস আটকিনসন ও ব্রাইডন কার্স ২টি করে উইকেট নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
৩৩ মিনিট আগে২০২২ সালের ১৯ সেপ্টেম্বর; দিনটি যেন মারিয়া-মনিকাদের জন্যই সেজেছিল। সেদিন স্বাগতিকদের পনেরো হাজার দর্শককে কাঁদিয়ে স্বপ্ন জয়ের গল্প লিখেছিলেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফে এবার একই মঞ্চে আরও একবার উৎসবের পালা। প্রতিপক্ষও নেপাল। তবে এর মধ্যে কেটে গেছে ৭৭২ দিন। এই সময়ের পরিক্রমায় ব
২ ঘণ্টা আগেবুজ পাহাড়ে ঘেরা নেপাল। দূর থেকে ছোট্ট ছোট্ট গ্রামের সারি দেখলে যে কারও প্রাণ ভরে যাওয়ার কথা। যেখানে বছরের বেশির ভাগ সময় পাহাড়ের চূড়াগুলো থাকে সাদা বরফে ঢাকা। এমন শ্বেত সুন্দর হিমালয়ের বুকে আজ আরেকটি আশাজাগানিয়া ফাইনাল খেলতে নামছেন বাংলাদেশের মেয়েরা।
২ ঘণ্টা আগেসময়টা ভালো যাচ্ছে না জামাল ভূঁইয়ার। এবারের ঘরোয়া মৌসুমে শুরু থেকে ক্লাবের জার্সিতে মাঠে নামা হবে না তাঁর। এবার আরেকটি দুঃসংবাদ। নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের দলেও জায়গা হলো না এই তারকা মিডফিল্ডারের।
২ ঘণ্টা আগে