ক্রীড়া ডেস্ক
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। বলতে গেলে আলোকস্বল্পতা ও বৃষ্টির বাধায় কেটে গেছে প্রথম দিনটা। খেলা হয়েছে ৪৭ ওভার। তাতে ২ উইকেটে ১৪৭ রানে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা।
এসসিজিতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ১২ রানে ভেঙে যায় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন এনরিখ নরকিয়া। গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান এই ম্যাচে করেছেন ১০ রান। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। উসমান খাজার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন লাবুশেন। দুজনেই ফিফটির দেখা পেয়েছেন, যেখানে লাবুশেন করেছেন ১৪তম ফিফটি এবং খাজা সাদা পোশাকে পেয়েছেন ২০তম ফিফটি।
অস্ট্রেলিয়ার স্কোর যখন ৪৩ ওভারে ১ উইকেটে ১৩৮ রান, তখন মাঠে আলোকস্বল্পতা দেখা দেয়। একই সঙ্গে শুরু হয় বৃষ্টি। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। ৪৭তম ওভারের শেষ বলে ৭৯ রান করা লাবুশেনের উইকেট তুলে নেন নরকিয়া। তাতে দ্বিতীয় উইকেটে লাবুশেন-খাজার ১৩৫ রানের জুটি ভেঙে যায়। এরপর বৃষ্টি আর মাঠের আলো প্রচণ্ড ঝামেলা করায় পুনরায় আর খেলা হয়নি। খাজা ৫৪ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন। আর স্বাগতিকদের ২টি উইকেটই নিয়েছেন নরকিয়া।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজিতে) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। বলতে গেলে আলোকস্বল্পতা ও বৃষ্টির বাধায় কেটে গেছে প্রথম দিনটা। খেলা হয়েছে ৪৭ ওভার। তাতে ২ উইকেটে ১৪৭ রানে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা।
এসসিজিতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ১২ রানে ভেঙে যায় স্বাগতিকদের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন এনরিখ নরকিয়া। গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান এই ম্যাচে করেছেন ১০ রান। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। উসমান খাজার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন লাবুশেন। দুজনেই ফিফটির দেখা পেয়েছেন, যেখানে লাবুশেন করেছেন ১৪তম ফিফটি এবং খাজা সাদা পোশাকে পেয়েছেন ২০তম ফিফটি।
অস্ট্রেলিয়ার স্কোর যখন ৪৩ ওভারে ১ উইকেটে ১৩৮ রান, তখন মাঠে আলোকস্বল্পতা দেখা দেয়। একই সঙ্গে শুরু হয় বৃষ্টি। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। ৪৭তম ওভারের শেষ বলে ৭৯ রান করা লাবুশেনের উইকেট তুলে নেন নরকিয়া। তাতে দ্বিতীয় উইকেটে লাবুশেন-খাজার ১৩৫ রানের জুটি ভেঙে যায়। এরপর বৃষ্টি আর মাঠের আলো প্রচণ্ড ঝামেলা করায় পুনরায় আর খেলা হয়নি। খাজা ৫৪ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন। আর স্বাগতিকদের ২টি উইকেটই নিয়েছেন নরকিয়া।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২০ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে