ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি, রশিদ খানের ঘূর্ণিতে ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখেন। টি-টোয়েন্টিতে এবার ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ। আফগান লেগস্পিনারের আগে এই কীর্তি গড়েছিলেন ডোয়াইন ব্রাভো।
দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপটাউনের হয়ে খেলছেন রশিদ। কেপটাউন দলকে নেতৃত্বও দিচ্ছেন আফগান এই লেগস্পিনার। টি-টোয়েন্টিতে ৪৯৭ উইকেট নিয়ে গতকাল কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছিলেন রশিদ। ৪ ওভার বোলিং করে ১৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ক্লাইড ফরচুইনকে বোল্ড করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন রশিদ। ৫০০ উইকেট নিতে রশিদকে খেলতে হয়েছে ৩৭১ ম্যাচ।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদের ওপরে আছেন ব্রাভো। ক্যারিবীয় এই অলরাউন্ডার ৫৫৬ ম্যাচে নিয়েছেন ৬১৪ উইকেট।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া শীর্ষ ছয় বোলার:
১। ডোয়েইন ব্রাভো: ৬১৪ উইকেট; ৫৫৬ ম্যাচ
২। রশিদ খান: ৫০০ উইকেট; ৩৭১ ম্যাচ
৩। সুনিল নারাইন: ৪৭৪ উইকেট; ৪৩৫ ম্যাচ
৪। ইমরান তাহির: ৪৬৬ উইকেট; ৩৭৩ ম্যাচ
৫। সাকিব আল হাসান: ৪৩৬ উইকেট; ৩৮৯ ম্যাচ
৬। ওয়াহাব রিয়াজ: ৪০১ উইকেট; ৩৩৫ ম্যাচ
আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি, রশিদ খানের ঘূর্ণিতে ব্যাটাররা চোখে সর্ষেফুল দেখেন। টি-টোয়েন্টিতে এবার ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ। আফগান লেগস্পিনারের আগে এই কীর্তি গড়েছিলেন ডোয়াইন ব্রাভো।
দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপটাউনের হয়ে খেলছেন রশিদ। কেপটাউন দলকে নেতৃত্বও দিচ্ছেন আফগান এই লেগস্পিনার। টি-টোয়েন্টিতে ৪৯৭ উইকেট নিয়ে গতকাল কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছিলেন রশিদ। ৪ ওভার বোলিং করে ১৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ক্লাইড ফরচুইনকে বোল্ড করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন রশিদ। ৫০০ উইকেট নিতে রশিদকে খেলতে হয়েছে ৩৭১ ম্যাচ।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদের ওপরে আছেন ব্রাভো। ক্যারিবীয় এই অলরাউন্ডার ৫৫৬ ম্যাচে নিয়েছেন ৬১৪ উইকেট।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়া শীর্ষ ছয় বোলার:
১। ডোয়েইন ব্রাভো: ৬১৪ উইকেট; ৫৫৬ ম্যাচ
২। রশিদ খান: ৫০০ উইকেট; ৩৭১ ম্যাচ
৩। সুনিল নারাইন: ৪৭৪ উইকেট; ৪৩৫ ম্যাচ
৪। ইমরান তাহির: ৪৬৬ উইকেট; ৩৭৩ ম্যাচ
৫। সাকিব আল হাসান: ৪৩৬ উইকেট; ৩৮৯ ম্যাচ
৬। ওয়াহাব রিয়াজ: ৪০১ উইকেট; ৩৩৫ ম্যাচ
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২১ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে