ক্রীড়া ডেস্ক
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাচ্ছিলেন না অর্জুন টেন্ডুলকার। অবশেষে গতকাল এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হয়েছে অর্জুনের। তাতে অর্জুনের ক্যারিয়ারের নতুন শুরু হয়েছে বলে মনে করছেন শচীন টেন্ডুলকার।
গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয়েছে অর্জুনের। অধিনায়ক রোহিতের থেকে অভিষেকের টুপি পরেন শচীনের ছেলে। পরিবারের সামনে আইপিএলের প্রথম ম্যাচ খেলেন অর্জুন। শচীনও আইপিএলে খেলেছেন এই মুম্বাইয়ের হয়ে। ছেলেকে শুভকামনা জানিয়ে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘অর্জুন, ক্রিকেটার হিসেবে পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজ তুমি নিয়েছ। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, সে ক্রিকেটের অনুরাগী। সামনের দিনগুলোতে ভালোবেসে ক্রিকেট খেল। ক্রিকেটও ভালোবাসা ফিরিয়ে দেবে তোমাকে। এখানে আসতে তুমি অনেক কষ্ট করেছ। তোমার দারুণ পথচলার শুরু হয়েছে মাত্র। অসংখ্য শুভ কামনা।’
আইপিএলে অভিষেক ম্যাচে ২ ওভার বোলিং করতে পেরেছেন অর্জুন। কোনো উইকেট না নিয়ে খরচ করেছেন ১৭ রান। আইপিএল অভিষেকের আগে ৭টি করে প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেট খেলেছেন এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৯টি। বাবার মতো অর্জুনও রঞ্জি ক্রিকেটের অভিষেকে সেঞ্চুরি করেছেন।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাচ্ছিলেন না অর্জুন টেন্ডুলকার। অবশেষে গতকাল এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হয়েছে অর্জুনের। তাতে অর্জুনের ক্যারিয়ারের নতুন শুরু হয়েছে বলে মনে করছেন শচীন টেন্ডুলকার।
গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয়েছে অর্জুনের। অধিনায়ক রোহিতের থেকে অভিষেকের টুপি পরেন শচীনের ছেলে। পরিবারের সামনে আইপিএলের প্রথম ম্যাচ খেলেন অর্জুন। শচীনও আইপিএলে খেলেছেন এই মুম্বাইয়ের হয়ে। ছেলেকে শুভকামনা জানিয়ে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘অর্জুন, ক্রিকেটার হিসেবে পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজ তুমি নিয়েছ। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, সে ক্রিকেটের অনুরাগী। সামনের দিনগুলোতে ভালোবেসে ক্রিকেট খেল। ক্রিকেটও ভালোবাসা ফিরিয়ে দেবে তোমাকে। এখানে আসতে তুমি অনেক কষ্ট করেছ। তোমার দারুণ পথচলার শুরু হয়েছে মাত্র। অসংখ্য শুভ কামনা।’
আইপিএলে অভিষেক ম্যাচে ২ ওভার বোলিং করতে পেরেছেন অর্জুন। কোনো উইকেট না নিয়ে খরচ করেছেন ১৭ রান। আইপিএল অভিষেকের আগে ৭টি করে প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেট খেলেছেন এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৯টি। বাবার মতো অর্জুনও রঞ্জি ক্রিকেটের অভিষেকে সেঞ্চুরি করেছেন।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৫ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৬ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে