ক্রীড়া ডেস্ক
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে একপেশে লড়াই হয়েছিল ঠিকই। তবে গ্যালারিতে ভারতীয় সমর্থকদের ‘কটূক্তি’ নিয়ে আইসিসির কাছে নালিশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গ্যালারিতে হেনস্তার শিকার পাকিস্তানি ভক্ত-সমর্থকেরা।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এই ম্যাচে হঠাৎ পাকিস্তানের জার্সি পরা এক সমর্থককে দেখা যায় পুলিশের সঙ্গে কথা বলতে। পাকিস্তানি সমর্থক বলেছেন, ‘আমি পাকিস্তান থেকে এসেছি। যদি আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে না পারি, তাহলে আমি কী বলব? ভারত মাতা কি জয় যদি সবাই বলতে পারেন, তাহলে আমি কেন পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না?’ এর জবাবে ভারতীয় পুলিশ বলেছে, ‘জিন্দাবাদ বলা যাবে না।’ এরপর সেই সমর্থক বলেন, ‘পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ দেখছি। আর আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না!’ পুলিশকে পাকিস্তানি সমর্থক আরও একবার অনুরোধ করেন একই কথা বলার (পাকিস্তান জিন্দাবাদ না বলা) এবং সমর্থক সেটা ভিডিও করতে চেয়েছেন। এরপর সেই পুলিশ কর্মকর্তা আর কথা বাড়াননি। এ ঘটনা ভিডিও করে পাশে পাকিস্তানের জনপ্রিয় এক ইউটিউবার ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তান জিন্দাবাদ বলতে বাধা দেওয়া সত্যিই খুব দুঃখজনক। এটা ক্রিকেটীয় আচরণের পরিপন্থী।’
এ ঘটনা ভাইরাল হলে ভক্ত-সমর্থকেরা রীতিমতো ক্ষোভ ঝেরেছেন। একজন টুইট করেন, ‘ভারতীয় পুলিশ কর্মকর্তারা পাকিস্তানি ভক্ত-সমর্থকদের পাকিস্তান জিন্দাবাদ বলতে দিচ্ছে না। এটা খুবই লজ্জাজনক ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির এই ব্যাপারটা দেখা উচিত।’ টুইটারে অন্য আরেকজন লিখেছেন, ‘এ কেমন বোকার মতো কথা! তারা পাকিস্তানি ভক্ত, কিন্তু পুলিশ তাদের পাকিস্তান জিন্দাবাদ বলতে দিচ্ছে না।’
অস্ট্রেলিয়ার কাছে অবশ্য গতকাল মাঠের খেলায়ও হেরে গেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের লক্ষ্যে পাকিস্তান ২৭ বল বাকি থাকতে ৩০৫ রানে গুটিয়ে গেছে। ৬২ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। ১২৪ বলে ১৬৩ রান করেছেন ওয়ার্নার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে একপেশে লড়াই হয়েছিল ঠিকই। তবে গ্যালারিতে ভারতীয় সমর্থকদের ‘কটূক্তি’ নিয়ে আইসিসির কাছে নালিশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গ্যালারিতে হেনস্তার শিকার পাকিস্তানি ভক্ত-সমর্থকেরা।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এই ম্যাচে হঠাৎ পাকিস্তানের জার্সি পরা এক সমর্থককে দেখা যায় পুলিশের সঙ্গে কথা বলতে। পাকিস্তানি সমর্থক বলেছেন, ‘আমি পাকিস্তান থেকে এসেছি। যদি আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে না পারি, তাহলে আমি কী বলব? ভারত মাতা কি জয় যদি সবাই বলতে পারেন, তাহলে আমি কেন পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না?’ এর জবাবে ভারতীয় পুলিশ বলেছে, ‘জিন্দাবাদ বলা যাবে না।’ এরপর সেই সমর্থক বলেন, ‘পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ দেখছি। আর আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না!’ পুলিশকে পাকিস্তানি সমর্থক আরও একবার অনুরোধ করেন একই কথা বলার (পাকিস্তান জিন্দাবাদ না বলা) এবং সমর্থক সেটা ভিডিও করতে চেয়েছেন। এরপর সেই পুলিশ কর্মকর্তা আর কথা বাড়াননি। এ ঘটনা ভিডিও করে পাশে পাকিস্তানের জনপ্রিয় এক ইউটিউবার ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তান জিন্দাবাদ বলতে বাধা দেওয়া সত্যিই খুব দুঃখজনক। এটা ক্রিকেটীয় আচরণের পরিপন্থী।’
এ ঘটনা ভাইরাল হলে ভক্ত-সমর্থকেরা রীতিমতো ক্ষোভ ঝেরেছেন। একজন টুইট করেন, ‘ভারতীয় পুলিশ কর্মকর্তারা পাকিস্তানি ভক্ত-সমর্থকদের পাকিস্তান জিন্দাবাদ বলতে দিচ্ছে না। এটা খুবই লজ্জাজনক ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির এই ব্যাপারটা দেখা উচিত।’ টুইটারে অন্য আরেকজন লিখেছেন, ‘এ কেমন বোকার মতো কথা! তারা পাকিস্তানি ভক্ত, কিন্তু পুলিশ তাদের পাকিস্তান জিন্দাবাদ বলতে দিচ্ছে না।’
অস্ট্রেলিয়ার কাছে অবশ্য গতকাল মাঠের খেলায়ও হেরে গেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬৮ রানের লক্ষ্যে পাকিস্তান ২৭ বল বাকি থাকতে ৩০৫ রানে গুটিয়ে গেছে। ৬২ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। ১২৪ বলে ১৬৩ রান করেছেন ওয়ার্নার।
ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
৩ মিনিট আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৪০ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগে