নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএল শেষে দৃষ্টি এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে। আগামীকাল সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে দুই দল, যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো কাল দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সব মিলিয়ে অধিনায়কত্ব, নিজের পারফরম্যান্স, ম্যাচের ফল বের করে আনার কৌশল, অনেক কিছুই শান্তকে সামলাতে হবে। ফলে তাঁর কিছুটা চাপ থাকবে এটাই স্বাভাবিক। শান্ত অবশ্য চাপ নিয়ে কিছুই চিন্তা করছেন না। শুধু কাজেই তাঁর দৃষ্টি।
আজ টি-টোয়েন্টি সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘চাপ অনুভব করছি না। আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি। আমরা কী করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে, আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই করব। চাপ প্রত্যেকটা আন্তর্জাতিক সিরিজই। সেটা আমাদের জন্যও, প্রতিপক্ষ দলের জন্যও। এটা থাকবেই। সবাই যথেষ্ট পরিণত এই ব্যাপারগুলো সামলানোর জন্য।’
আঙুলের চোটে পড়ে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। কিন্তু একজন স্পিনারের জায়গায় ব্যাটারকে কেন দলে নেওয়া হয়েছে?
সেই ব্যাখ্যায় শান্ত বললেন, ‘আমাদের মাশাআল্লাহ যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ ভালো বল করেছে, তাইজুল ভাই আছে। ব্যাটার নেওয়া বা জাকেরকে নেওয়ার একটাই কারণ, আমাদের মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন মনে হয়েছে। আমি বা নির্বাচক-কোচিং স্টাফ যাঁরা ছিলেন, সবার কাছে মনে হয়েছে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন। এ কারণেই জাকেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
বিপিএলে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আলিসের জায়গায় সেটা ভালো অপশন হতো কি না, তাঁকে দলে না নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘সাইফউদ্দিন চোট থেকে ফিরে খুব ভালো খেলেছে, ভালো কামব্যাক করেছে। তবে এত বড় চোট থেকে ফিরে এত বড় সিরিজ খেলাটা, ফিজিও-ট্রেনারদের মনে হয়েছে ওর জন্য ঝুঁকি হবে। আশা করছি ও যদি ধারাবাহিকতা রাখে... সামনে ডিপিএল আছে। যদি ভালো করে, অবশ্যই সুযোগ আসবে ইনশা আল্লাহ।’
বিপিএল শেষে দৃষ্টি এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে। আগামীকাল সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে দুই দল, যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো কাল দলকে নেতৃত্ব দেবেন তিনি।
সব মিলিয়ে অধিনায়কত্ব, নিজের পারফরম্যান্স, ম্যাচের ফল বের করে আনার কৌশল, অনেক কিছুই শান্তকে সামলাতে হবে। ফলে তাঁর কিছুটা চাপ থাকবে এটাই স্বাভাবিক। শান্ত অবশ্য চাপ নিয়ে কিছুই চিন্তা করছেন না। শুধু কাজেই তাঁর দৃষ্টি।
আজ টি-টোয়েন্টি সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘চাপ অনুভব করছি না। আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি। আমরা কী করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে, আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই করব। চাপ প্রত্যেকটা আন্তর্জাতিক সিরিজই। সেটা আমাদের জন্যও, প্রতিপক্ষ দলের জন্যও। এটা থাকবেই। সবাই যথেষ্ট পরিণত এই ব্যাপারগুলো সামলানোর জন্য।’
আঙুলের চোটে পড়ে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। কিন্তু একজন স্পিনারের জায়গায় ব্যাটারকে কেন দলে নেওয়া হয়েছে?
সেই ব্যাখ্যায় শান্ত বললেন, ‘আমাদের মাশাআল্লাহ যথেষ্ট স্পিন অপশন আছে। রিশাদ ভালো বল করেছে, তাইজুল ভাই আছে। ব্যাটার নেওয়া বা জাকেরকে নেওয়ার একটাই কারণ, আমাদের মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন মনে হয়েছে। আমি বা নির্বাচক-কোচিং স্টাফ যাঁরা ছিলেন, সবার কাছে মনে হয়েছে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটার প্রয়োজন। এ কারণেই জাকেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
বিপিএলে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আলিসের জায়গায় সেটা ভালো অপশন হতো কি না, তাঁকে দলে না নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, ‘সাইফউদ্দিন চোট থেকে ফিরে খুব ভালো খেলেছে, ভালো কামব্যাক করেছে। তবে এত বড় চোট থেকে ফিরে এত বড় সিরিজ খেলাটা, ফিজিও-ট্রেনারদের মনে হয়েছে ওর জন্য ঝুঁকি হবে। আশা করছি ও যদি ধারাবাহিকতা রাখে... সামনে ডিপিএল আছে। যদি ভালো করে, অবশ্যই সুযোগ আসবে ইনশা আল্লাহ।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৫ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৭ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে