ক্রীড়া ডেস্ক
শঙ্কা ও অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে অবশেষে অনুশীলনে নামার সুযোগ পেল বাংলাদেশ দল। ১১ দিনের কোয়ারেন্টিন জীবন শেষে ক্রাইস্টচার্চে আজ থেকে অনুশীলন শুরু করেছেন মুমিনুলেরা।
নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও ফুটেজে মুশফিক-তাসকিনদের বেশ হাস্যোজ্জ্বল পরিবেশে অনুশীলন করতে দেখা গেছে। এ সময় ফুটবল খেলে গা গরম করতে দেখা যায় তাঁদের।
নিউজিল্যান্ড থেকে স্বস্তির খবর আসে গতকাল। টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, সর্বশেষ কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছেন কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফ। আজ এক ভিডিও বার্তায় অনুশীলনে নেমে খেলোয়াড়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আলোঝলমলে দিনে মাঠে নামতে পেরে মুমিনুলরা আনন্দিত জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘বের হতে পেরে ভালো লাগছে। ১১ দিন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা ছেলেদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। বের হতে পেরে ছেলেরা খুবই আনন্দিত। এই মুহূর্তে বেশ রোদঝলমলে একটা দিন। টেস্টের আগে ছয় দিনের অনুশীলনের সুযোগ পাচ্ছে। আশা করি এর মধ্যে সবাই ছন্দে ফিরতে পারবে এবং টেস্ট ম্যাচ খেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।’
এর আগে বিপত্তি ঘটে নিউজিল্যান্ডে আসার পথে। বিমানে এক যাত্রী করোনায় আক্রান্ত ছিলেন। তার কাছাকাছি বসেছিলেন দলের ৯ জন। যেখানে ছিলেন অধিনায়ক মুমিনুলসহ তিন ক্রিকেটার। তিন দিন বাড়িয়ে দেওয়া হয় তাদের কোয়ারেন্টিন সময়। ওদিকে আবার বোলিং কোচ রঙ্গনা হেরাথ কোভিড পরীক্ষায় পজিটিভ হন। পরে তাঁকে পাঠানো হয় আইসোলেশনে। এখনো সেখানেই আছেন লঙ্কান কোচ।
কয়েক দিনের ঘটনাপরম্পরায় নিউজিল্যান্ড সিরিজ ঘিরেই দেখা দেয় সংশয়, যা এবার দূর হয়ে গেল। আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয়টি। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অংশ। সিরিজটি বাংলাদেশের জন্য টানা হারের বৃত্ত ভাঙার উপলক্ষও বটে।
শঙ্কা ও অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে অবশেষে অনুশীলনে নামার সুযোগ পেল বাংলাদেশ দল। ১১ দিনের কোয়ারেন্টিন জীবন শেষে ক্রাইস্টচার্চে আজ থেকে অনুশীলন শুরু করেছেন মুমিনুলেরা।
নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও ফুটেজে মুশফিক-তাসকিনদের বেশ হাস্যোজ্জ্বল পরিবেশে অনুশীলন করতে দেখা গেছে। এ সময় ফুটবল খেলে গা গরম করতে দেখা যায় তাঁদের।
নিউজিল্যান্ড থেকে স্বস্তির খবর আসে গতকাল। টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, সর্বশেষ কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছেন কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফ। আজ এক ভিডিও বার্তায় অনুশীলনে নেমে খেলোয়াড়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আলোঝলমলে দিনে মাঠে নামতে পেরে মুমিনুলরা আনন্দিত জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘বের হতে পেরে ভালো লাগছে। ১১ দিন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা ছেলেদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। বের হতে পেরে ছেলেরা খুবই আনন্দিত। এই মুহূর্তে বেশ রোদঝলমলে একটা দিন। টেস্টের আগে ছয় দিনের অনুশীলনের সুযোগ পাচ্ছে। আশা করি এর মধ্যে সবাই ছন্দে ফিরতে পারবে এবং টেস্ট ম্যাচ খেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।’
এর আগে বিপত্তি ঘটে নিউজিল্যান্ডে আসার পথে। বিমানে এক যাত্রী করোনায় আক্রান্ত ছিলেন। তার কাছাকাছি বসেছিলেন দলের ৯ জন। যেখানে ছিলেন অধিনায়ক মুমিনুলসহ তিন ক্রিকেটার। তিন দিন বাড়িয়ে দেওয়া হয় তাদের কোয়ারেন্টিন সময়। ওদিকে আবার বোলিং কোচ রঙ্গনা হেরাথ কোভিড পরীক্ষায় পজিটিভ হন। পরে তাঁকে পাঠানো হয় আইসোলেশনে। এখনো সেখানেই আছেন লঙ্কান কোচ।
কয়েক দিনের ঘটনাপরম্পরায় নিউজিল্যান্ড সিরিজ ঘিরেই দেখা দেয় সংশয়, যা এবার দূর হয়ে গেল। আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয়টি। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অংশ। সিরিজটি বাংলাদেশের জন্য টানা হারের বৃত্ত ভাঙার উপলক্ষও বটে।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট।
১৪ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে