Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএল সব শেষ আফগান ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএল সব টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন মোহাম্মদ গজনফার। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএল সব টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন মোহাম্মদ গজনফার। ছবি: ক্রিকইনফো

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই দলগুলোতে চোটের হানা। চোটে পড়ায় জসপ্রীত বুমরা, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকাদের এবার আইসিসির ইভেন্ট খেলা হচ্ছে না। চোট থাবা দিল আফগানিস্তান দলের ওপরও। দলটির রহস্যময় স্পিনার মোহাম্মদ গজনফারের শেষ হয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আজ এক বিবৃতিতে গজনফারের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার কথা নিশ্চিত করেছে। এসিবি বলেছে, ‘এলফোর ভার্টেব্রায় চিড় ধরা পড়ায় এএম গজনফার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন। আফগানিস্তানের সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে তিনি চোটে পড়েছেন এবং কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এই সময়ে তাঁর চিকিৎসা চলবে।’ তাতে চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি আইপিএল থেকেও তিনি ছিটকে গেছেন। আনুষ্ঠানিক সূচি প্রকাশ না করা হলেও ২০২৫ আইপিএল ২১ মার্চ শুরু হয়ে ২৫ মে ফাইনাল হবে বলে জানা গেছে। মুম্বাই ইন্ডিয়ানস তাঁকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে নিয়েছিল।

গজনফারের পরিবর্তে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পেয়েছেন নানগায়াল খারোটে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭ ওয়ানডে খেলেছেন খারোটে। ৩.৬৮ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন। শারজায় গত বছরের ১১ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেটা এই সংস্করণে আফগান বাঁহাতি স্পিনারের সবশেষ কোনো ম্যাচ।

পার্ল রয়্যালসের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া এসএ টোয়েন্টিতে খেলেছেন মুজিব-উর-রহমান। তবে চোটের কারণে তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দলেই রাখেনি আফগানিস্তান। এখন গজনফারকে না পাওয়াটা আফগানদের জন্য ধাক্কাই বলা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর অভিষেক হওয়ার পর তিনি খেলেছেন ১১ ওয়ানডে। ৪.৬৮ ইকোনমিতে পেয়েছেন ২১ উইকেট। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন দুই বার।

২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে আফগানিস্তান। ২৬ ও ২৮ ফেব্রুয়ারি আফগানরা গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। আফগানিস্তান-ইংল্যান্ড, আফগানিস্তান-অস্ট্রেলিয়া দুটি ম্যাচই হবে লাহোরে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত