নিজস্ব প্রতিবেদক
৭টা ২৯ মিনিট, ২১ অক্টোবর
৮৪ রানের জয়
শেষ ওভারে বোলিংয়ে বোলিং এসে পাপুয়া নিউগিনির শেষ উইকেট তুলে নিলেন তাসকিন। ৯৭ রানেই থামল ভালার দল। ৮৪ রানের এই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করল বাংলাদেশ।
৭টা ১৯ মিনিট, ২১ অক্টোবর
শেষ উইকেটে খেলছে পাপুয়া নিউগিনি
আফিফের থ্রোতে রান আউটে কাটা পড়লেন মোরেয়া। পাপুয়া নিউগিনির নবম উইকেটের পতন। শেষ উইকেটে পাপুয়া নিউগিনি হারের ব্যবধান কত কমাতে পারে সেটিই দেখার বিষয়। ১৮ ওভার শেষে পাপুয়া নিউগিনির রান ৯ উইকেটে ৮২
৭টা ৪ মিনিট, ২১ অক্টোবর
সোপারকে বোল্ড করলেন সাইফউদ্দিন
ম্যাচের প্রথম বোল্ড করলেন সাইফউদ্দিন। সোপারকে বোল্ড করে ২৬ বলে ২৫ রানের জুটি ভাঙলেন সাইফউদিন। ১৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে পাপুয়া নিউগিনির রান ৫৪।
৬টা ৪৯ মিনিট, ২১ অক্টোবর
৯ রানে সাকিবের ৪ উইকেট
নিজের শেষ ওভারে সাকিব ফেরালেন হিরিকে। স্টাম্পের বল স্লগ সুইপ করতে গিয়ে আকাশে তুলে দিলেন হিরি। কোনো ভুল করলেন না সোহান। ২৯ রানেই ৭ উইকেট হারাল পাপুয়া নিউগিনি। এই ৭ উইকেটের ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন আফ্রিদির সমান ৩৯ উইকেট সাকিবের। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট সাকিবের বিশ্বকাপে সেরা বোলিং বিশ্লেষণও।
৬টা ৪৪ মিনিট, ২১ অক্টোবর
২৪ রানেই ৬ উইকেট
এবার মেহেদীর শিকার নরমান ভানুয়া। রানের খাতা খোলার আগেই মুশফিকের হাতে ক্যাচ দিলেন ভানুয়া। ২৪ রানেই ৬ উইকেট হারাল পাপুয়া নিউগিনি। ম্যাচ থেকেই আগেই ছিটকে গেছে ভালার দল। বাকি ব্যাটাররা শুধু হারের ব্যবধানই কমাতে পারেন।
৬টা ৪০ মিনিট, ২১ অক্টোবর
সাকিব ফেরালেন বাউকে
নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেছেন সাকিব। সেসে বাউ তুলে মারতে গিয়ে নিজেই বিপদ ডেকে আনলেন। ২১ বলে ৭ রানের টেস্ট মেজাজের এক ইনিংস খেলে নাঈমের হাতে ক্যাচ দিলেন বাউ। ৩ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন সাকিব।
৬টা ২৩ মিনিট, ২১ অক্টোবর
সাকিবের জোড়া আঘাত
বোলিংয়ে এসেই সাকিব তুলে নিলেন আমিনিকে। বাউন্ডারিতে দুর্দান্ত এক ক্যাচ নিলেন নাঈম। দুই বল পর আবারও সাকিব ঝলক। এবার শিকার সাইমন আতাই। বৃত্তের মধ্যে সহজ ক্যাচ নিলেন মেহেদী। পঞ্চম ওভারে ২ রান দিয়ে সাকিবের ২ উইকেট।
পাপুয়া নিউগিনি ১৫ / ৪,৫ ওভার।
৬টা ২০ মিনিট, ২১ অক্টোবর
তাসকিনের উইকেট মেডেন
পরের ওভারে তাসকিন ফেরালেন ভালাকে। উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ নিলেন সোহান। ৯ বলে ৬ রান করে আউট হলেন ভালা। উইকেট মেডেন দিলেন তাসকিন।
পাপুয়া নিউগিনি ১৩ / ২,৪ ওভার।
৬টা ১৫ মিনিট, ২১ অক্টোবর
প্রথম সাফল্য এনে দিলেন সাইফউদ্দিন
দুর্দান্ত এক ডেলিভারিতে লেগি সিয়াকাকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন সাইফউদ্দিন। সাইফউদ্দিনের ফুল এন্ড স্ট্রেট ডেলিভারি ফ্লিক করতে চেয়েছিলেন সিয়াকা তবে বলের লাইন মিস করলে সরাসরি প্যাডে আঘাত করে। সাইফউদ্দিনের আবেদনে সাড়া দিলেন আম্পায়ার রিচার্ড কেটেলবোরো।
৬টা ৬ মিনিট, ২১ অক্টোবর
পাপুয়া নিউগিনির শুরুটা দেখেশুনে
দুই প্রান্ত থেকে দুই পেসার সাইফউদ্দিন ও মোস্তাফিজকে দিয়ে আক্রমণ শুরু করল বাংলাদেশ। মোস্তাফিজের ওভারের চতুর্থ বলে জোরালো আবেদন হলেও আম্পায়ার সাড়া দিল না। বাংলাদেশও রিভিউ নেয়নি। প্রথম দুই ওভারে পাপুয়া নিউগিনির রান বিনা উইকেটে ৯।
৫টা ৪২ মিনিট, ২১ অক্টোবর
পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
আগের বলে মোরেয়াকে চার মেরে পরের বলে আকাশে তুলে দিলেন আফিফ। মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিলেন রাভু। ১৪ বলে ২১ রান করে ফিরে গেলেন আফিফ। ৭ জন ব্যাটারই ফিরলেন ক্যাচ দিয়ে। শেষ ওভারে সোপারকে টানা ৬,৬, ৪ হাঁকালেন সাইফউদ্দিন। শেষ দিকে সাইফউদ্দিনের ৬ বলে ১৯ রানের ঝড়ে পরের ১০ ওভারে ১১০ রান তুলল বাংলাদেশ। পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।
৫টা ৩৩ মিনিট, ২১ অক্টোবর
নাটকের পর আউট মাহমুদউল্লাহ
রাভুর কোমর উচ্চতার বল সোপার ক্যাচ নিলেন বাউন্ডারিতে। মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের সহায়তা নিলেন। তবে ভুলবশত নট আউট দিলেন থার্ড আম্পায়ার। তবে দ্রুত ভুল শুধরে নিয়ে জায়ান্ট স্ক্রিনে পরের মুহূর্তেই দেখাল আউট। নাটকীয় এমন সিদ্ধান্তের পর ২৮ বলে ৫০ করে হাসতে হাসতে ফিরে গেলেন মাহমুদউল্লাহ। ওভারের শেষ বলে নেমেই ক্যাচ দিলেন সোহান।
বাংলাদেশ ১৫৩ / ৬,১৮ ওভার
৫টা ২৮ মিনিট, ২১ অক্টোবর
মাহমুদউল্লাহর ফিফটি
১৭ তম ওভারে সোপারকে ৭৭ মিটারের এক ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ। শেষ দিকে দ্রুত তোলার এই দায়িত্বটা উইকেটে থিতু হওয়া মাহমুদউল্লাহকেই নিতে হবে। ফ্রি হিট ব্যাটেই লাগাতে না পারলেও ওভারের পঞ্চম বলে আবারও সোপারকে গ্যালারিতে আছড়ে ফেলেন। ওভারের শেষ বলে চার মেরে ফিফটি পূর্ণ করলেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ ১৪২ / ৪,১৭ ওভার।
৫টা ১১ মিনিট, ২১ অক্টোবর
এক হাতে ছয় মেরে পরের বলে দিলেন ক্যাচ
আগের বলেই ভালাকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে এক হাতে ছয় হাঁকালেন সাকিব। পরের বলটা ভালা দিয়েছেন স্টাম্পের সামান্য বাইরে। এবারও টেনে মারতে গেলেন। তবে ব্যাটে বলে ভালো সংযোগ হলো না। লং অনে ধরা পড়লেন চার্লস আমিনির হাতে। ৩৭ বলে ৪৬ রান করা সাকিব রান তোলার গতি বাড়াতে গিয়েই ক্যাচ দিয়ে ফিরলেন। ১৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের রান ১০৩।
৪টা ৫৮ মিনিট, ২১ অক্টোবর
আজও ব্যর্থ মুশফিক
ব্যাটিং অর্ডারে আজ চারে নেমেও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখলেন মুশফিক। সাইমন আতাইয়ের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন ৮ বলে ৫ রান করে। আতাইয়ের এই ওভার থেকে এসেছে ৬ রান। ১১ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৭ রান।
৪টা ৫১ মিনিট, ২১ অক্টোবর
যেখানে পিছিয়ে বাংলাদেশ
ক্যাচ নেওয়ার শতকরা হিসেবে পাপুয়া নিউগিনির চেয়ে পিছিয়ে বাংলাদেশ। ১৭টি ক্যাচের ১২টি তালুবন্দী করতে পেরেছে বাংলাদেশের ফিল্ডাররা। সফলতার হার ৭১ %। অন্যদিকে ১২ ক্যাচের ৯টি তালুবন্দী করেছে পাপুয়া নিউগিনি। সফলতার হার ৭৫ %। সাকিব উইকেটে থিতু হয়েছেন। ২৮ বলে ৩৪ করে উইকেটে আছেন। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৭০।
৪টা ৪৩ মিনিট, ২১ অক্টোবর
লিটনের আত্মাহুতি
ভালার স্ট্যাম্পের অনেক বাইরের বল টেনে এনে স্লগ সুইপ করতে গিয়ে লিটন যে উইকেট উপহার দিয়ে আসলেন। ডিপ মিড উইকেটে কোনো ভুল করলেন না বাউ। দক্ষতার সঙ্গে বল তালুবন্দী করলেন। লিটন ফিরে গেলেন ২৩ বলে ২৯ করে। ৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৪। ওমানের বিপক্ষে ৮ নম্বরে নামা মুশফিক আজ উইকেটে আসলেন ৪ নম্বরে।
৪টা ৩৩ মিনিট, ২১ অক্টোবর
রিভিউ কাজে দিল না
রিভিউ নষ্ট করল পাপুয়া নিউগিনি। বাউয়ের বল লিটন সুইপ করতে গিয়ে মিস করলে প্যাডে আঘাত করে। আবেদন করলে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় তারা। তবে বল বাইরে পিচ করায় রিভিউ নিয়েও লাভ হলো না পাপুয়া নিউগিনির। পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৫। বিশ্বকাপের আগের দুই ম্যাচের চেয়ে এই ম্যাচে পাওয়ার প্লেতে ভালো করেছে মাহমুদউল্লাহর দল।
৪টা ১৮ মিনিট, ২১ অক্টোবর
১৬ রানের ওভার
আগের দিন এক উইকেট পড়ার পর নেমেছিলেন মেহেদী হাসান। আজ তিন নম্বরে উইকেটে আসলেন সাকিব। প্রথম ৩ ওভারে ৩ বোলার ব্যবহার করলেন আসাদ ভালা। ইনিংসের ১৭ তম বলে ছক্কা হাঁকালেন লিটন। চ্যাড সোয়াপকে স্লগ সুইপ করে সীমানা ছাড়া করলেন। পরের ওভারে রাভুকে প্রথম বলেই ছক্কা মেরে আমন্ত্রণ জানালেন সাকিব। এই ওভার থেকে এসেছে ১৬ রান। ৪ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১।
৪টা ৬ মিনিট, ২১ অক্টোবর
ইনিংসের দ্বিতীয় বলে ফিরলেন নাঈম
কাবুয়া মোরেয়ার ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়ে ফিরলেন নাঈম। লেগ স্টাম্পে মোরেয়ার হাফ ভলি ফ্লিক করেছিলেন বাঁহাতি ওপেনার। তবে শটে খুব বেশি জোর না থাকায় ডিপ স্কয়ার লেগে সেসে বাউয়ের হাতে ধরা পড়লেন। প্রথম ওভারে বাংলাদেশের রান ১ উইকেট ৩।
৩টা ৫৫ মিনিট, ২১ অক্টোবর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই পাপুয়া নিউগিনি বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এর আগে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ধাক্কাই দিয়েছিল স্কটল্যান্ড। আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩ রানে জিতলেই সুপার টুয়েলভের টিকিট পাবে বাংলাদেশ।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
৭টা ২৯ মিনিট, ২১ অক্টোবর
৮৪ রানের জয়
শেষ ওভারে বোলিংয়ে বোলিং এসে পাপুয়া নিউগিনির শেষ উইকেট তুলে নিলেন তাসকিন। ৯৭ রানেই থামল ভালার দল। ৮৪ রানের এই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করল বাংলাদেশ।
৭টা ১৯ মিনিট, ২১ অক্টোবর
শেষ উইকেটে খেলছে পাপুয়া নিউগিনি
আফিফের থ্রোতে রান আউটে কাটা পড়লেন মোরেয়া। পাপুয়া নিউগিনির নবম উইকেটের পতন। শেষ উইকেটে পাপুয়া নিউগিনি হারের ব্যবধান কত কমাতে পারে সেটিই দেখার বিষয়। ১৮ ওভার শেষে পাপুয়া নিউগিনির রান ৯ উইকেটে ৮২
৭টা ৪ মিনিট, ২১ অক্টোবর
সোপারকে বোল্ড করলেন সাইফউদ্দিন
ম্যাচের প্রথম বোল্ড করলেন সাইফউদ্দিন। সোপারকে বোল্ড করে ২৬ বলে ২৫ রানের জুটি ভাঙলেন সাইফউদিন। ১৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে পাপুয়া নিউগিনির রান ৫৪।
৬টা ৪৯ মিনিট, ২১ অক্টোবর
৯ রানে সাকিবের ৪ উইকেট
নিজের শেষ ওভারে সাকিব ফেরালেন হিরিকে। স্টাম্পের বল স্লগ সুইপ করতে গিয়ে আকাশে তুলে দিলেন হিরি। কোনো ভুল করলেন না সোহান। ২৯ রানেই ৭ উইকেট হারাল পাপুয়া নিউগিনি। এই ৭ উইকেটের ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন আফ্রিদির সমান ৩৯ উইকেট সাকিবের। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট সাকিবের বিশ্বকাপে সেরা বোলিং বিশ্লেষণও।
৬টা ৪৪ মিনিট, ২১ অক্টোবর
২৪ রানেই ৬ উইকেট
এবার মেহেদীর শিকার নরমান ভানুয়া। রানের খাতা খোলার আগেই মুশফিকের হাতে ক্যাচ দিলেন ভানুয়া। ২৪ রানেই ৬ উইকেট হারাল পাপুয়া নিউগিনি। ম্যাচ থেকেই আগেই ছিটকে গেছে ভালার দল। বাকি ব্যাটাররা শুধু হারের ব্যবধানই কমাতে পারেন।
৬টা ৪০ মিনিট, ২১ অক্টোবর
সাকিব ফেরালেন বাউকে
নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেছেন সাকিব। সেসে বাউ তুলে মারতে গিয়ে নিজেই বিপদ ডেকে আনলেন। ২১ বলে ৭ রানের টেস্ট মেজাজের এক ইনিংস খেলে নাঈমের হাতে ক্যাচ দিলেন বাউ। ৩ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন সাকিব।
৬টা ২৩ মিনিট, ২১ অক্টোবর
সাকিবের জোড়া আঘাত
বোলিংয়ে এসেই সাকিব তুলে নিলেন আমিনিকে। বাউন্ডারিতে দুর্দান্ত এক ক্যাচ নিলেন নাঈম। দুই বল পর আবারও সাকিব ঝলক। এবার শিকার সাইমন আতাই। বৃত্তের মধ্যে সহজ ক্যাচ নিলেন মেহেদী। পঞ্চম ওভারে ২ রান দিয়ে সাকিবের ২ উইকেট।
পাপুয়া নিউগিনি ১৫ / ৪,৫ ওভার।
৬টা ২০ মিনিট, ২১ অক্টোবর
তাসকিনের উইকেট মেডেন
পরের ওভারে তাসকিন ফেরালেন ভালাকে। উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ নিলেন সোহান। ৯ বলে ৬ রান করে আউট হলেন ভালা। উইকেট মেডেন দিলেন তাসকিন।
পাপুয়া নিউগিনি ১৩ / ২,৪ ওভার।
৬টা ১৫ মিনিট, ২১ অক্টোবর
প্রথম সাফল্য এনে দিলেন সাইফউদ্দিন
দুর্দান্ত এক ডেলিভারিতে লেগি সিয়াকাকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন সাইফউদ্দিন। সাইফউদ্দিনের ফুল এন্ড স্ট্রেট ডেলিভারি ফ্লিক করতে চেয়েছিলেন সিয়াকা তবে বলের লাইন মিস করলে সরাসরি প্যাডে আঘাত করে। সাইফউদ্দিনের আবেদনে সাড়া দিলেন আম্পায়ার রিচার্ড কেটেলবোরো।
৬টা ৬ মিনিট, ২১ অক্টোবর
পাপুয়া নিউগিনির শুরুটা দেখেশুনে
দুই প্রান্ত থেকে দুই পেসার সাইফউদ্দিন ও মোস্তাফিজকে দিয়ে আক্রমণ শুরু করল বাংলাদেশ। মোস্তাফিজের ওভারের চতুর্থ বলে জোরালো আবেদন হলেও আম্পায়ার সাড়া দিল না। বাংলাদেশও রিভিউ নেয়নি। প্রথম দুই ওভারে পাপুয়া নিউগিনির রান বিনা উইকেটে ৯।
৫টা ৪২ মিনিট, ২১ অক্টোবর
পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
আগের বলে মোরেয়াকে চার মেরে পরের বলে আকাশে তুলে দিলেন আফিফ। মিড উইকেটে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নিলেন রাভু। ১৪ বলে ২১ রান করে ফিরে গেলেন আফিফ। ৭ জন ব্যাটারই ফিরলেন ক্যাচ দিয়ে। শেষ ওভারে সোপারকে টানা ৬,৬, ৪ হাঁকালেন সাইফউদ্দিন। শেষ দিকে সাইফউদ্দিনের ৬ বলে ১৯ রানের ঝড়ে পরের ১০ ওভারে ১১০ রান তুলল বাংলাদেশ। পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।
৫টা ৩৩ মিনিট, ২১ অক্টোবর
নাটকের পর আউট মাহমুদউল্লাহ
রাভুর কোমর উচ্চতার বল সোপার ক্যাচ নিলেন বাউন্ডারিতে। মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের সহায়তা নিলেন। তবে ভুলবশত নট আউট দিলেন থার্ড আম্পায়ার। তবে দ্রুত ভুল শুধরে নিয়ে জায়ান্ট স্ক্রিনে পরের মুহূর্তেই দেখাল আউট। নাটকীয় এমন সিদ্ধান্তের পর ২৮ বলে ৫০ করে হাসতে হাসতে ফিরে গেলেন মাহমুদউল্লাহ। ওভারের শেষ বলে নেমেই ক্যাচ দিলেন সোহান।
বাংলাদেশ ১৫৩ / ৬,১৮ ওভার
৫টা ২৮ মিনিট, ২১ অক্টোবর
মাহমুদউল্লাহর ফিফটি
১৭ তম ওভারে সোপারকে ৭৭ মিটারের এক ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ। শেষ দিকে দ্রুত তোলার এই দায়িত্বটা উইকেটে থিতু হওয়া মাহমুদউল্লাহকেই নিতে হবে। ফ্রি হিট ব্যাটেই লাগাতে না পারলেও ওভারের পঞ্চম বলে আবারও সোপারকে গ্যালারিতে আছড়ে ফেলেন। ওভারের শেষ বলে চার মেরে ফিফটি পূর্ণ করলেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ ১৪২ / ৪,১৭ ওভার।
৫টা ১১ মিনিট, ২১ অক্টোবর
এক হাতে ছয় মেরে পরের বলে দিলেন ক্যাচ
আগের বলেই ভালাকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে এক হাতে ছয় হাঁকালেন সাকিব। পরের বলটা ভালা দিয়েছেন স্টাম্পের সামান্য বাইরে। এবারও টেনে মারতে গেলেন। তবে ব্যাটে বলে ভালো সংযোগ হলো না। লং অনে ধরা পড়লেন চার্লস আমিনির হাতে। ৩৭ বলে ৪৬ রান করা সাকিব রান তোলার গতি বাড়াতে গিয়েই ক্যাচ দিয়ে ফিরলেন। ১৪ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের রান ১০৩।
৪টা ৫৮ মিনিট, ২১ অক্টোবর
আজও ব্যর্থ মুশফিক
ব্যাটিং অর্ডারে আজ চারে নেমেও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখলেন মুশফিক। সাইমন আতাইয়ের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন ৮ বলে ৫ রান করে। আতাইয়ের এই ওভার থেকে এসেছে ৬ রান। ১১ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৭ রান।
৪টা ৫১ মিনিট, ২১ অক্টোবর
যেখানে পিছিয়ে বাংলাদেশ
ক্যাচ নেওয়ার শতকরা হিসেবে পাপুয়া নিউগিনির চেয়ে পিছিয়ে বাংলাদেশ। ১৭টি ক্যাচের ১২টি তালুবন্দী করতে পেরেছে বাংলাদেশের ফিল্ডাররা। সফলতার হার ৭১ %। অন্যদিকে ১২ ক্যাচের ৯টি তালুবন্দী করেছে পাপুয়া নিউগিনি। সফলতার হার ৭৫ %। সাকিব উইকেটে থিতু হয়েছেন। ২৮ বলে ৩৪ করে উইকেটে আছেন। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৭০।
৪টা ৪৩ মিনিট, ২১ অক্টোবর
লিটনের আত্মাহুতি
ভালার স্ট্যাম্পের অনেক বাইরের বল টেনে এনে স্লগ সুইপ করতে গিয়ে লিটন যে উইকেট উপহার দিয়ে আসলেন। ডিপ মিড উইকেটে কোনো ভুল করলেন না বাউ। দক্ষতার সঙ্গে বল তালুবন্দী করলেন। লিটন ফিরে গেলেন ২৩ বলে ২৯ করে। ৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৪। ওমানের বিপক্ষে ৮ নম্বরে নামা মুশফিক আজ উইকেটে আসলেন ৪ নম্বরে।
৪টা ৩৩ মিনিট, ২১ অক্টোবর
রিভিউ কাজে দিল না
রিভিউ নষ্ট করল পাপুয়া নিউগিনি। বাউয়ের বল লিটন সুইপ করতে গিয়ে মিস করলে প্যাডে আঘাত করে। আবেদন করলে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় তারা। তবে বল বাইরে পিচ করায় রিভিউ নিয়েও লাভ হলো না পাপুয়া নিউগিনির। পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৫। বিশ্বকাপের আগের দুই ম্যাচের চেয়ে এই ম্যাচে পাওয়ার প্লেতে ভালো করেছে মাহমুদউল্লাহর দল।
৪টা ১৮ মিনিট, ২১ অক্টোবর
১৬ রানের ওভার
আগের দিন এক উইকেট পড়ার পর নেমেছিলেন মেহেদী হাসান। আজ তিন নম্বরে উইকেটে আসলেন সাকিব। প্রথম ৩ ওভারে ৩ বোলার ব্যবহার করলেন আসাদ ভালা। ইনিংসের ১৭ তম বলে ছক্কা হাঁকালেন লিটন। চ্যাড সোয়াপকে স্লগ সুইপ করে সীমানা ছাড়া করলেন। পরের ওভারে রাভুকে প্রথম বলেই ছক্কা মেরে আমন্ত্রণ জানালেন সাকিব। এই ওভার থেকে এসেছে ১৬ রান। ৪ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১।
৪টা ৬ মিনিট, ২১ অক্টোবর
ইনিংসের দ্বিতীয় বলে ফিরলেন নাঈম
কাবুয়া মোরেয়ার ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়ে ফিরলেন নাঈম। লেগ স্টাম্পে মোরেয়ার হাফ ভলি ফ্লিক করেছিলেন বাঁহাতি ওপেনার। তবে শটে খুব বেশি জোর না থাকায় ডিপ স্কয়ার লেগে সেসে বাউয়ের হাতে ধরা পড়লেন। প্রথম ওভারে বাংলাদেশের রান ১ উইকেট ৩।
৩টা ৫৫ মিনিট, ২১ অক্টোবর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই পাপুয়া নিউগিনি বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এর আগে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ধাক্কাই দিয়েছিল স্কটল্যান্ড। আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩ রানে জিতলেই সুপার টুয়েলভের টিকিট পাবে বাংলাদেশ।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে