Ajker Patrika

চলে গেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১১: ২০
চলে গেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার

ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অংশুমান গায়কোয়াড়। শেষ পর্যন্ত হার মানতেই হলো ভারতের সাবেক ব্যাটারকে। ৭১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি এই ক্রিকেটার।

দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে ভুগতে থাকা গায়কোয়াড় জুন পর্যন্ত লন্ডনে চিকিৎসা নিচ্ছিলেন। দেশে ফেরার পর আবারও নানা রকম শারীরিক জটিলতা দেখা দিলে বরোদার হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কয়েক দিন পর গত রাতে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতীয় এই কিংবদন্তি।

কলকাতার ইডেন গার্ডেনসে ১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল গায়কোয়াড়ের।  ১৯৮৭ পর্যন্ত ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেন তিনি। ৭০ টেস্ট ইনিংসে ৩০.০৭ গড়ে করেন ১৯৮৫ রান। ২ সেঞ্চুরি ও ১০ ফিফটি করেন ক্রিকেটের রাজকীয় সংস্করণে।টেস্টে সর্বোচ্চ ২০১ রানের ইনিংস খেলেন ১৯৮৩ সালে পাকিস্তানের বিপক্ষে। জলন্ধরে সেই ম্যাচে ৬৭১ মিনিট ব্যাটিং করেছিলেন গায়কোয়াড়। ওয়ানডেতে একমাত্র ফিফটিও করেন পাকিস্তানের বিপক্ষে। ১৯৭৮ সালে সাহিওয়ালে ৭৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। তবে ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

১৯৯৭ থেকে ২০০০—৩ বছরে গায়কোয়াড় দুই মেয়াদে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করেন গায়কোয়াড়। প্রথম দফায় শচীন টেন্ডুলকারের যুগে যখন গায়কোয়াড় দায়িত্ব নেন, তখন ভারতীয় ক্রিকেট একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছিল। তাঁর কোচিংয়ে ২০০০ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলে ভারত। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত নাইরোবিতে নিউজিল্যান্ডের কাছে রুদ্ধশ্বাস ম্যাচ হেরে রানার্সআপ হয়েছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সৌরভ।

গায়কোয়াড়ের মৃত্যুতে দেখা গেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জয় শাহ এক বিবৃতিতে লিখেছেন,‘জনাব অংশুমান গায়কোয়াড়ের পরিবার এবং বন্ধুদের অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাই। পুরো ক্রিকেট সম্প্রদায়ের জন্য তা হৃদয়বিদারক। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’ এর আগে গায়কোয়াড়ের  চিকিৎসার জন্য ১ কোটি রুপি দিয়েছিল বিসিসিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত