ক্রীড়া ডেস্ক
মুশফিকুর রহিমের রেকর্ড থাকবে তো—বৃষ্টিতে গত পরশু সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর এমন প্রশ্ন করেছেন অনেকেই। কেননা, গত পরশু বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড নিজের নামে লেখান মুশফিক। তবে ম্যাচ পরিত্যক্ত হলেও মুশফিকের সেঞ্চুরি লেখা থাকবে রেকর্ড বইয়ে। রেকর্ড বইয়ে মুশফিকের সঙ্গী বিরাট কোহলি, শহিদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে গত পরশু ৬০ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক। সাকিবের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন মুশফিক। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেন সাকিব।
১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। ওয়ানডেতে আফ্রিদির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অক্ষুণ্ণ ছিল প্রায় ১৮ বছর। ২০১৪ সালে রেকর্ডটি নিজের করে নেন কোরি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার। অ্যান্ডারসনের রেকর্ড এক বছর পর ভেঙে নতুন করে গড়েন এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন মিস্টার থ্রি সিক্সটি।
ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড কোহলির। ২০১৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে আইসিসির পূর্ণ সদস্য দুই দেশের ক্রিকেটার ঝোড়ো সেঞ্চুরি করেন। ১৯৯৯ সালে ব্রায়ান লারা এবং গত বছর রেজিস চাকাভা দ্রুতগতিতে তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি গড়েছিলেন। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন।
আইসিসির পূর্ণ সদস্য দেশের ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরিয়ান:
৩১ বল: এবি ডি ভিলিয়ির্স (দক্ষিণ আফ্রিকা); প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ২০১৫
৩৬ বল: কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড); প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ২০১৪
৩৭ বল: শহিদ আফ্রিদি (পাকিস্তান); প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ১৯৯৬
৪৫ বল: ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ); প্রতিপক্ষ: বাংলাদেশ; ১৯৯৯
৪৬ বল: জস বাটলার (ইংল্যান্ড); প্রতিপক্ষ: পাকিস্তান; ২০১৫
৪৮ বল: সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা); প্রতিপক্ষ: পাকিস্তান; ১৯৯৬
৫০ বল; কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড); প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০১১
৫১ বল; গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া); প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ২০১৫
৫২ বল; বিরাট কোহলি (ভারত); প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২০১৩
৬০ বল; মুশফিকুর রহিম (বাংলাদেশ); প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ২০২৩
৭২ বল; মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান); প্রতিপক্ষ: স্কটল্যান্ড; ২০১০
করিম সাদিক (আফগানিস্তান); প্রতিপক্ষ: নেদারল্যান্ড; ২০১২
৭৩ বল; রেজিস চাকাভা (জিম্বাবুয়ে); প্রতিপক্ষ: বাংলাদেশ; ২০২২
মুশফিকুর রহিমের রেকর্ড থাকবে তো—বৃষ্টিতে গত পরশু সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর এমন প্রশ্ন করেছেন অনেকেই। কেননা, গত পরশু বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড নিজের নামে লেখান মুশফিক। তবে ম্যাচ পরিত্যক্ত হলেও মুশফিকের সেঞ্চুরি লেখা থাকবে রেকর্ড বইয়ে। রেকর্ড বইয়ে মুশফিকের সঙ্গী বিরাট কোহলি, শহিদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে গত পরশু ৬০ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক। সাকিবের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন মুশফিক। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেন সাকিব।
১৯৯৬ সালে নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। ওয়ানডেতে আফ্রিদির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অক্ষুণ্ণ ছিল প্রায় ১৮ বছর। ২০১৪ সালে রেকর্ডটি নিজের করে নেন কোরি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার। অ্যান্ডারসনের রেকর্ড এক বছর পর ভেঙে নতুন করে গড়েন এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন মিস্টার থ্রি সিক্সটি।
ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড কোহলির। ২০১৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে আইসিসির পূর্ণ সদস্য দুই দেশের ক্রিকেটার ঝোড়ো সেঞ্চুরি করেন। ১৯৯৯ সালে ব্রায়ান লারা এবং গত বছর রেজিস চাকাভা দ্রুতগতিতে তিন অঙ্ক ছোঁয়ার কীর্তি গড়েছিলেন। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন।
আইসিসির পূর্ণ সদস্য দেশের ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরিয়ান:
৩১ বল: এবি ডি ভিলিয়ির্স (দক্ষিণ আফ্রিকা); প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ২০১৫
৩৬ বল: কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড); প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ২০১৪
৩৭ বল: শহিদ আফ্রিদি (পাকিস্তান); প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ১৯৯৬
৪৫ বল: ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ); প্রতিপক্ষ: বাংলাদেশ; ১৯৯৯
৪৬ বল: জস বাটলার (ইংল্যান্ড); প্রতিপক্ষ: পাকিস্তান; ২০১৫
৪৮ বল: সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা); প্রতিপক্ষ: পাকিস্তান; ১৯৯৬
৫০ বল; কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড); প্রতিপক্ষ: ইংল্যান্ড; ২০১১
৫১ বল; গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া); প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ২০১৫
৫২ বল; বিরাট কোহলি (ভারত); প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ২০১৩
৬০ বল; মুশফিকুর রহিম (বাংলাদেশ); প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ২০২৩
৭২ বল; মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান); প্রতিপক্ষ: স্কটল্যান্ড; ২০১০
করিম সাদিক (আফগানিস্তান); প্রতিপক্ষ: নেদারল্যান্ড; ২০১২
৭৩ বল; রেজিস চাকাভা (জিম্বাবুয়ে); প্রতিপক্ষ: বাংলাদেশ; ২০২২
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে