ক্রীড়া ডেস্ক
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রাজত্ব করছে শ্রীলঙ্কা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। ১৯৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
৬ উইকেটে ৩০৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। ৫৯ বলে ৪৬ রান করা ধনঞ্জয় ডি সিলভার উইকেট নেন টিম সাউদি। তাতে সপ্তম উইকেটে ডি সিলভা-কাসুন রাজিথার ৪৮ রানের জুটি ভেঙে যায়। লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩১৬ রান। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৩৫৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ ৮৭ রান করেন কুশল মেন্ডিস। ৮৩ বলে ১৬ চারে এমন সাজানো ইনিংস খেলেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন টিম সাউদি। টেস্টে এক ইনিংসে ১৫ বারের মতো ফাইফার নিয়েছেন কিউই এই পেসার। ৪ উইকেট নিয়েছেন হেনরি আর ১ উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে দুর্দান্ত। টম লাথাম ও ডেভন কনওয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৬৭ রান। কনওয়েকে এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বাগতিকের উদ্বোধনী জুটি ভাঙেন আসিথা ফার্নান্দো। ৩০ রান করেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনার। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে আসেন কেইন উইলিয়ামসন। তবে ১ রান করেছেন তিনি। কিউইদের সাবেক টেস্ট অধিনায়কের উইকেট নেন লাহিরু কুমারা। উইলিয়ামসনের পর হেনরি নিকোলসকেও এক অঙ্কের রানে ফিরিয়েছেন কুমারা। ২ রান করা নিকোলস বিদায় নিলে ব্ল্যাকক্যাপসদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৬ রান।
৬৭ থেকে ৭৬-এই ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারালেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন লাথাম। টেস্ট ক্যারিয়ারের ২৭ তম ফিফটি করেছেন কিউই এই বাঁহাতি ব্যাটার। চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলের সঙ্গে ৯০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন লাথাম। লাথামকে বোল্ড করে জুটি ভাঙেন আসিথা। ১৪৪ বলে ৬৭ রান করেন কিউই এই ওপেনার। লাথামের পর উইকেটে আসা টম ব্লান্ডেল বেশিক্ষণ উইকেটে থাকেননি। ২২ বলে ৭ রান করা ব্লান্ডেলের উইকেট নিয়েছেন রাজিথা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬২ রানে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।
ড্যারিল মিচেল ৪০ রানে ও মাইকেল ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। আসিথা ও কুমারা নিয়েছেন দুটি করে উইকেট।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রাজত্ব করছে শ্রীলঙ্কা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। ১৯৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
৬ উইকেটে ৩০৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় লঙ্কানরা। ৫৯ বলে ৪৬ রান করা ধনঞ্জয় ডি সিলভার উইকেট নেন টিম সাউদি। তাতে সপ্তম উইকেটে ডি সিলভা-কাসুন রাজিথার ৪৮ রানের জুটি ভেঙে যায়। লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩১৬ রান। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৩৫৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। লঙ্কানদের মধ্যে সর্বোচ্চ ৮৭ রান করেন কুশল মেন্ডিস। ৮৩ বলে ১৬ চারে এমন সাজানো ইনিংস খেলেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন টিম সাউদি। টেস্টে এক ইনিংসে ১৫ বারের মতো ফাইফার নিয়েছেন কিউই এই পেসার। ৪ উইকেট নিয়েছেন হেনরি আর ১ উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে দুর্দান্ত। টম লাথাম ও ডেভন কনওয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৬৭ রান। কনওয়েকে এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বাগতিকের উদ্বোধনী জুটি ভাঙেন আসিথা ফার্নান্দো। ৩০ রান করেন নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনার। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে আসেন কেইন উইলিয়ামসন। তবে ১ রান করেছেন তিনি। কিউইদের সাবেক টেস্ট অধিনায়কের উইকেট নেন লাহিরু কুমারা। উইলিয়ামসনের পর হেনরি নিকোলসকেও এক অঙ্কের রানে ফিরিয়েছেন কুমারা। ২ রান করা নিকোলস বিদায় নিলে ব্ল্যাকক্যাপসদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৬ রান।
৬৭ থেকে ৭৬-এই ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারালেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন লাথাম। টেস্ট ক্যারিয়ারের ২৭ তম ফিফটি করেছেন কিউই এই বাঁহাতি ব্যাটার। চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলের সঙ্গে ৯০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন লাথাম। লাথামকে বোল্ড করে জুটি ভাঙেন আসিথা। ১৪৪ বলে ৬৭ রান করেন কিউই এই ওপেনার। লাথামের পর উইকেটে আসা টম ব্লান্ডেল বেশিক্ষণ উইকেটে থাকেননি। ২২ বলে ৭ রান করা ব্লান্ডেলের উইকেট নিয়েছেন রাজিথা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬২ রানে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।
ড্যারিল মিচেল ৪০ রানে ও মাইকেল ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। আসিথা ও কুমারা নিয়েছেন দুটি করে উইকেট।
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বাকি আর মাত্র এক রাউন্ড। লিগের শেষ রাউন্ড তথা সপ্তম রাউন্ড শুরু আগামীকাল থেকে। তবে এর আগেই ২৫ বছরের দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে শিরোপা ঘরে তুলেছে সিলেট বিভাগ। গত দুই মৌসুম ধরে শিরোপার খুব কাছাকাছি গিয়েও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সিলেটকে। তবে এবার আর হতাশ হতে হয়নি।
৪ মিনিট আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১১ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১৩ ঘণ্টা আগে