নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টির এই যুগে বোলারদের ‘টুকটাক’ নয়, ব্যাটিংটা ভালোই জানতে হয়। লেজের দিকের ব্যাটাররা কীভাবে ব্যাট হাতে দলকে লড়াইয়ের স্কোর এনে দিতে পারেন, সে তো দেখাই গেল গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে।
তাইজুল ইসলাম–শরীফুল ইসলাম ওই সঙ্গটুকু না দিলে মুশফিকুর রহিমের পক্ষে লড়াই করা কঠিনই হতো। সপ্তম উইকেটে তাইজুলের সঙ্গে মুশফিক গড়েছিলেন ৪৪ বলে ৩৩ রানের জুটি। আর অষ্টম উইকেটে শরীফুলের সঙ্গে তাইজুল গড়েন ২০ বলে ১৯ রানের ছোট এক কার্যকরী জুটি। শেষ দিকে এই ছোট কিন্তু সময়োপযোগী জুটিই দলকে এনে দেয় লড়াইয়ের স্কোর।
পেসার শরীফুলও মনে করেন, মূল ভূমিকা বোলিং হলেও তাঁদের ব্যাটিংও ভালো পারতে হবে। বোলারদের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে শরীফুল কৃতিত্ব দিলেন তাঁর সিনিয়র সতীর্থ তাসকিন আহমেদকে। আজ ইংল্যান্ডে সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘সব দেশের টেল এন্ডাররা এখন ভালো ব্যাটিং করে। আমরাও সেভাবে চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে নেটে প্রতিদিন ব্যাটিং করছি। চেষ্টা করছি অবদান রাখতে। যদি ১০-১৫ রানও করি দলের উপকার হবে।’
ব্যাটিংয়ে অবদান রাখার বিষয়টি তো আছেই। গত দুই-তিন বছরে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সে জমে উঠেছে নিজেদের স্বাস্থ্যকর এক প্রতিযোগিতা। নিজেদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে শরীফুল বলেছেন, ‘যত প্রতিযোগিতা হবে তত ভালো। যে ভালো করবে দেশের জন্যই ভালো হবে। বেশ উপভোগ করছি । প্রতিযোগিতা বেশি হলে উপভোগও করা যায় বেশি। চাপ থাকলেও উপভোগ করছি।’
টি-টোয়েন্টির এই যুগে বোলারদের ‘টুকটাক’ নয়, ব্যাটিংটা ভালোই জানতে হয়। লেজের দিকের ব্যাটাররা কীভাবে ব্যাট হাতে দলকে লড়াইয়ের স্কোর এনে দিতে পারেন, সে তো দেখাই গেল গত পরশু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে।
তাইজুল ইসলাম–শরীফুল ইসলাম ওই সঙ্গটুকু না দিলে মুশফিকুর রহিমের পক্ষে লড়াই করা কঠিনই হতো। সপ্তম উইকেটে তাইজুলের সঙ্গে মুশফিক গড়েছিলেন ৪৪ বলে ৩৩ রানের জুটি। আর অষ্টম উইকেটে শরীফুলের সঙ্গে তাইজুল গড়েন ২০ বলে ১৯ রানের ছোট এক কার্যকরী জুটি। শেষ দিকে এই ছোট কিন্তু সময়োপযোগী জুটিই দলকে এনে দেয় লড়াইয়ের স্কোর।
পেসার শরীফুলও মনে করেন, মূল ভূমিকা বোলিং হলেও তাঁদের ব্যাটিংও ভালো পারতে হবে। বোলারদের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে শরীফুল কৃতিত্ব দিলেন তাঁর সিনিয়র সতীর্থ তাসকিন আহমেদকে। আজ ইংল্যান্ডে সাংবাদিকদের তিনি বলছিলেন, ‘সব দেশের টেল এন্ডাররা এখন ভালো ব্যাটিং করে। আমরাও সেভাবে চেষ্টা করছি। তাসকিন ভাইকে দেখে দেখে নেটে প্রতিদিন ব্যাটিং করছি। চেষ্টা করছি অবদান রাখতে। যদি ১০-১৫ রানও করি দলের উপকার হবে।’
ব্যাটিংয়ে অবদান রাখার বিষয়টি তো আছেই। গত দুই-তিন বছরে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সে জমে উঠেছে নিজেদের স্বাস্থ্যকর এক প্রতিযোগিতা। নিজেদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে শরীফুল বলেছেন, ‘যত প্রতিযোগিতা হবে তত ভালো। যে ভালো করবে দেশের জন্যই ভালো হবে। বেশ উপভোগ করছি । প্রতিযোগিতা বেশি হলে উপভোগও করা যায় বেশি। চাপ থাকলেও উপভোগ করছি।’
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৪ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে