নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছেলেদের জাতীয় দল সেই কবে থেকেই ব্যস্ত। কার্যক্রম শুরু হয়েছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শিগগির শুরু হবে ‘এ’ দল ও ‘বাংলাদেশ টাইগার্সে’র প্রোগ্রাম। শুরু হয়েছে একটু আড়ালে থাকা বাংলাদেশ নারী দলের কার্যক্রমও।
মহামারি শুরুর পর গত দেড় বছর বেশির ভাগ সময়ই মাঠের বাইরে সময় কাটাতে হয়েছে নারী ক্রিকেটারদের। জাহানারা-সালমা অবশ্য গত বছর মেয়েদের আইপিএল খেলেছেন। কেউ কেউ মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে অনুশীলন করেছেন। তবে গত ৯ মাসে আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিমরা যতটা ব্যস্ত, সে তুলনায় তেমন কিছুই করার সুযোগ হয়নি রুমানা-জাহানারাদের।
অবশেষে ক্রিকেটীয় ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে এরই মধ্যে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছেন রুমানারা। সেই ক্যাম্প শুরুর পর রুমানা দুই দিন আগে ফেসবুকে লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত নতুন শুরুর।’
আগামী নভেম্বরে জিম্বাবুয়েতে হবে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে এই বাছাইপর্বের বাধা পেরোতে হবে সালমা-রুমানাদের। তৈরি হতে হাতে খুব একটা সময় নেই। বাছাইপর্বের সূচি চূড়ান্ত হতেই বিকেএসপিতে ২৬ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সালমা-জাহানারা-রুমানাদের। গত মার্চ-এপ্রিলে সিলেটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রায় জাতীয় দলটাই খেলিয়েছিল বিসিবি। বিশ্বকাপের বাছাই সামনে থাকায় এবার মেয়েদের খেলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।
বিকেএসপিতে মেয়েদের সঙ্গে পরে যোগ দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মেয়েদের দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া চারটি দল একটা টুর্নামেন্ট খেলবে। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। দু-তিনটি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আমাদের হাতে সময় খুব বেশি নেই (বিশ্বকাপ বাছাইয়ের)। অনুশীলন ক্যাম্পের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলকে যোগ করে চার দলের একটি টুর্নামেন্ট করব বিকেএসপিতে।’
বিশ্বকাপ বাছাইপর্বের আগে আন্তর্জাতিক সিরিজ খেলার সম্ভাবনা থাকলেও ঘরোয়া ক্রিকেট আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে বাছাইপর্ব শুরুর এক মাস আগে জিম্বাবুয়েতে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ নারী দলের। নাদেল বলেছেন, ‘বাছাইপর্ব সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। এক মাস আগেই জিম্বাবুয়েতে জাতীয় দল পাঠানোর পরিকল্পনা করছি, যেন তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। এ ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে চূড়ান্ত কথাও হয়েছে আমাদের।’
বিকেএসপির ক্যাম্পের শুরুতে ফিটনেস নিয়ে কাজ করেছেন নারী দলের ক্রিকেটারা। বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ বলেন, ‘ফিটনেসের পর ধীরে ধীরে স্কিল ট্রেনিং শুরু করব। ফিটনেস ট্রেনিংটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ট্রেনার আছেন। আশা করি ভালো করতে পারব।’
জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করতে বেশ আশাবাদী রুমানা। বলছেন, ‘আমাদের লক্ষ্য এখন বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করা। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। অবশ্য ওখানকার উইকেট-কন্ডিশন নিয়ে আমাদের কোনো ধারণা নেই, আগে যাইনি। আমরা এটা জেনেই নিজেদের ভালোভাবে প্রস্তুত করছি।’
খেলোয়াড়দের ভালো প্রস্তুতির আশা থাকলেও এখনো নারী দলের কোচই যে চূড়ান্ত করতে পারেনি বিসিবি। গত বছরের মার্চ থেকেই বাংলাদেশ নারী দলের প্রধান কোচের জায়গাটা শূন্য হয়ে আছে।
ছেলেদের জাতীয় দল সেই কবে থেকেই ব্যস্ত। কার্যক্রম শুরু হয়েছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। শিগগির শুরু হবে ‘এ’ দল ও ‘বাংলাদেশ টাইগার্সে’র প্রোগ্রাম। শুরু হয়েছে একটু আড়ালে থাকা বাংলাদেশ নারী দলের কার্যক্রমও।
মহামারি শুরুর পর গত দেড় বছর বেশির ভাগ সময়ই মাঠের বাইরে সময় কাটাতে হয়েছে নারী ক্রিকেটারদের। জাহানারা-সালমা অবশ্য গত বছর মেয়েদের আইপিএল খেলেছেন। কেউ কেউ মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে অনুশীলন করেছেন। তবে গত ৯ মাসে আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিমরা যতটা ব্যস্ত, সে তুলনায় তেমন কিছুই করার সুযোগ হয়নি রুমানা-জাহানারাদের।
অবশেষে ক্রিকেটীয় ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ নারী দলের। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে এরই মধ্যে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছেন রুমানারা। সেই ক্যাম্প শুরুর পর রুমানা দুই দিন আগে ফেসবুকে লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত নতুন শুরুর।’
আগামী নভেম্বরে জিম্বাবুয়েতে হবে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে এই বাছাইপর্বের বাধা পেরোতে হবে সালমা-রুমানাদের। তৈরি হতে হাতে খুব একটা সময় নেই। বাছাইপর্বের সূচি চূড়ান্ত হতেই বিকেএসপিতে ২৬ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সালমা-জাহানারা-রুমানাদের। গত মার্চ-এপ্রিলে সিলেটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রায় জাতীয় দলটাই খেলিয়েছিল বিসিবি। বিশ্বকাপের বাছাই সামনে থাকায় এবার মেয়েদের খেলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।
বিকেএসপিতে মেয়েদের সঙ্গে পরে যোগ দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মেয়েদের দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে গড়া চারটি দল একটা টুর্নামেন্ট খেলবে। বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে আমরা চেষ্টা করে যাচ্ছি। দু-তিনটি ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আমাদের হাতে সময় খুব বেশি নেই (বিশ্বকাপ বাছাইয়ের)। অনুশীলন ক্যাম্পের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলকে যোগ করে চার দলের একটি টুর্নামেন্ট করব বিকেএসপিতে।’
বিশ্বকাপ বাছাইপর্বের আগে আন্তর্জাতিক সিরিজ খেলার সম্ভাবনা থাকলেও ঘরোয়া ক্রিকেট আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে বাছাইপর্ব শুরুর এক মাস আগে জিম্বাবুয়েতে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ নারী দলের। নাদেল বলেছেন, ‘বাছাইপর্ব সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। এক মাস আগেই জিম্বাবুয়েতে জাতীয় দল পাঠানোর পরিকল্পনা করছি, যেন তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। এ ব্যাপারে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে চূড়ান্ত কথাও হয়েছে আমাদের।’
বিকেএসপির ক্যাম্পের শুরুতে ফিটনেস নিয়ে কাজ করেছেন নারী দলের ক্রিকেটারা। বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ বলেন, ‘ফিটনেসের পর ধীরে ধীরে স্কিল ট্রেনিং শুরু করব। ফিটনেস ট্রেনিংটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ট্রেনার আছেন। আশা করি ভালো করতে পারব।’
জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করতে বেশ আশাবাদী রুমানা। বলছেন, ‘আমাদের লক্ষ্য এখন বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করা। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। অবশ্য ওখানকার উইকেট-কন্ডিশন নিয়ে আমাদের কোনো ধারণা নেই, আগে যাইনি। আমরা এটা জেনেই নিজেদের ভালোভাবে প্রস্তুত করছি।’
খেলোয়াড়দের ভালো প্রস্তুতির আশা থাকলেও এখনো নারী দলের কোচই যে চূড়ান্ত করতে পারেনি বিসিবি। গত বছরের মার্চ থেকেই বাংলাদেশ নারী দলের প্রধান কোচের জায়গাটা শূন্য হয়ে আছে।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে