নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত বিশ্বকাপের জন্য ১৬ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। এই ১৬ জনের তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সবকিছু ঠিক থাকলে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন তিনি।
অবশ্য ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছিলেন এনামুল হক মনি। সেবার চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। তবে যত দূর জানা গেছে, সৈকত অন ফিল্ড কিংবা টিভি আম্পায়ারের দায়িত্ব পাবেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে তাঁকে। যদিও চতুর্থ আম্পায়ার হিসেবে। আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। সেই ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন এলিট প্যানেলের নিতেন মেনন ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার পল উইলসন।
সৈকত বিশ্বকাপে সুযোগ পেয়েছেন ইমার্জিং প্যানেল থেকে। এর আগে এ বছর নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। একাধিকবার ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপেও দেখা গেছে তাঁকে। সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ছিলেন সৈকত। বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সুযোগ পাওয়াকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন জানিয়ে সৈকত আজকের পত্রিকাকে বলেছেন, ‘এটা একটা প্রক্রিয়া। এটা তো হঠাৎ করে হয়নি। আমি জানতাম, আজ হোক কাল হোক, এটা হবে। কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হতে যাচ্ছে। শুধু পাওয়াটা তো গুরুত্বপূর্ণ না, চ্যালেঞ্জটা উতরানো বেশি গুরুত্বপূর্ণ।’ সেই চ্যালেঞ্জ উতরানোর আগপর্যন্ত তাই বেশি উচ্ছ্বসিত হচ্ছেন না সৈকত। তাঁর কথা, ‘খুব খুশির কিছু হলেও আমি খুব ফেটে পড়ি না, আবার খুব দুঃখের কিছু হলেও একদম ভেঙে পড়ি না।’
তবে তাঁকে বিশ্বকাপের মঞ্চে দেখে ভবিষ্যতে অন্যরা আম্পায়ারিংয়ে আসার অনুপ্রেরণা পাবেন বলে মনে করেন সৈকত। সৈকতের বিশ্বকাপে সুযোগ পাওয়ার আনন্দ ছুঁয়ে গেছে ইফতেখার আহমেদ মিঠুকে। বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান আজকের পত্রিকাকে এ বিষয়ে বলেছেন, ‘অবশ্যই, অনেক ভালো লাগছে। শুধু আমাদের বিভাগের নয়, এই অর্জন আমাদের ক্রিকেট বোর্ডের প্রত্যেকের। সবার চেষ্টায় এগিয়ে যাচ্ছে আমাদের আম্পায়ারিং।’
ভারত বিশ্বকাপের জন্য ১৬ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। এই ১৬ জনের তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সবকিছু ঠিক থাকলে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন তিনি।
অবশ্য ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছিলেন এনামুল হক মনি। সেবার চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। তবে যত দূর জানা গেছে, সৈকত অন ফিল্ড কিংবা টিভি আম্পায়ারের দায়িত্ব পাবেন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে তাঁকে। যদিও চতুর্থ আম্পায়ার হিসেবে। আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর গত বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। সেই ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন এলিট প্যানেলের নিতেন মেনন ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার পল উইলসন।
সৈকত বিশ্বকাপে সুযোগ পেয়েছেন ইমার্জিং প্যানেল থেকে। এর আগে এ বছর নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। একাধিকবার ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপেও দেখা গেছে তাঁকে। সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ছিলেন সৈকত। বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সুযোগ পাওয়াকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন জানিয়ে সৈকত আজকের পত্রিকাকে বলেছেন, ‘এটা একটা প্রক্রিয়া। এটা তো হঠাৎ করে হয়নি। আমি জানতাম, আজ হোক কাল হোক, এটা হবে। কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হতে যাচ্ছে। শুধু পাওয়াটা তো গুরুত্বপূর্ণ না, চ্যালেঞ্জটা উতরানো বেশি গুরুত্বপূর্ণ।’ সেই চ্যালেঞ্জ উতরানোর আগপর্যন্ত তাই বেশি উচ্ছ্বসিত হচ্ছেন না সৈকত। তাঁর কথা, ‘খুব খুশির কিছু হলেও আমি খুব ফেটে পড়ি না, আবার খুব দুঃখের কিছু হলেও একদম ভেঙে পড়ি না।’
তবে তাঁকে বিশ্বকাপের মঞ্চে দেখে ভবিষ্যতে অন্যরা আম্পায়ারিংয়ে আসার অনুপ্রেরণা পাবেন বলে মনে করেন সৈকত। সৈকতের বিশ্বকাপে সুযোগ পাওয়ার আনন্দ ছুঁয়ে গেছে ইফতেখার আহমেদ মিঠুকে। বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান আজকের পত্রিকাকে এ বিষয়ে বলেছেন, ‘অবশ্যই, অনেক ভালো লাগছে। শুধু আমাদের বিভাগের নয়, এই অর্জন আমাদের ক্রিকেট বোর্ডের প্রত্যেকের। সবার চেষ্টায় এগিয়ে যাচ্ছে আমাদের আম্পায়ারিং।’
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪৪ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৩ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে