ক্রীড়া ডেস্ক
গ্রায়েম স্মিথ-হাশিম আমলাদের যুগের পর টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ছন্দ সেভাবে ধারাবাহিক নেই বললেই চলে। আজ কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন রায়ান রিকেলটনের ডাবল সেঞ্চুরির পর প্রোটিয়াদের সমৃদ্ধ অতীতই যেন সতেজ হতে শুরু করে। মীর হামজার শিকার হয়ে ২৫৯ রানে থামেন রিকেলটন। রিকেলটনের ডাবল, টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনার সেঞ্চুরিতে স্বাগতিকেরা প্রথম ইনিংসে পেল ৬১৫ রানের পাহাড়সম সংগ্রহ। ২০২০ সালের পর তৃতীয়বার টেস্ট ইনিংসে ৫০০ পেরেলো দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে রিকেলটনের পর তৃতীয় সেশনে শেষ বিকেলে আলো ছড়ালেন কাগিসো রাবাদা। ইয়ানসেন-রাবাদার তোপেরমুখে ২০ রানেই তিন উইকেট হারায় পাকিস্তান। দিন শেষে ৬৪ রান তুলেছে অতিথিরা। সাইম আইয়ুব ছিটকে যাওয়ায় শান মাসুদের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বাবর আজম। ৩১ রানে বাবর ও মোহাম্মদ রিজওয়ান ৯ রানে অপরাজিত আছেন। প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে তখনো ৫৫১ রানে। রাবাদা ২টি ও ইয়ানসেনের শিকার ১ টি।
এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ৩১৬ রান থেকে দক্ষিণ আফ্রিকা থামে ৬১৫ রানে। ১৭৬ রানে অপরাজিত থাকা রিকেলটন ফেরেন ৩৪৩ বলে ২৫৯ রানে। ইনিংসে ছিল ২৯টি চার ও ৩টি ছক্কা। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার হয়ে এটি ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। ২০১৬ সালে আমলার (২০১ ইংল্যান্ড) পর দলটির হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিও রিকেলটনের।
আর ১১ বছর পর রিকেলটন দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে টেস্টে ২০০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। ২০১৩ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেই ২৩৪ রান করেছিলেন গ্রায়েম স্মিথ। রিকেলটনকে সঙ্গ দিয়ে ভেরেইনাও (১০০) করেছেন সেঞ্চুরি। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস ৩ উইকেট নিয়ে ২৭ টেস্টে ছুঁলেন টেস্টে ১০০ উইকেটের মাইলফলক।
গ্রায়েম স্মিথ-হাশিম আমলাদের যুগের পর টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ছন্দ সেভাবে ধারাবাহিক নেই বললেই চলে। আজ কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন রায়ান রিকেলটনের ডাবল সেঞ্চুরির পর প্রোটিয়াদের সমৃদ্ধ অতীতই যেন সতেজ হতে শুরু করে। মীর হামজার শিকার হয়ে ২৫৯ রানে থামেন রিকেলটন। রিকেলটনের ডাবল, টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনার সেঞ্চুরিতে স্বাগতিকেরা প্রথম ইনিংসে পেল ৬১৫ রানের পাহাড়সম সংগ্রহ। ২০২০ সালের পর তৃতীয়বার টেস্ট ইনিংসে ৫০০ পেরেলো দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে রিকেলটনের পর তৃতীয় সেশনে শেষ বিকেলে আলো ছড়ালেন কাগিসো রাবাদা। ইয়ানসেন-রাবাদার তোপেরমুখে ২০ রানেই তিন উইকেট হারায় পাকিস্তান। দিন শেষে ৬৪ রান তুলেছে অতিথিরা। সাইম আইয়ুব ছিটকে যাওয়ায় শান মাসুদের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বাবর আজম। ৩১ রানে বাবর ও মোহাম্মদ রিজওয়ান ৯ রানে অপরাজিত আছেন। প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে তখনো ৫৫১ রানে। রাবাদা ২টি ও ইয়ানসেনের শিকার ১ টি।
এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ৩১৬ রান থেকে দক্ষিণ আফ্রিকা থামে ৬১৫ রানে। ১৭৬ রানে অপরাজিত থাকা রিকেলটন ফেরেন ৩৪৩ বলে ২৫৯ রানে। ইনিংসে ছিল ২৯টি চার ও ৩টি ছক্কা। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার হয়ে এটি ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। ২০১৬ সালে আমলার (২০১ ইংল্যান্ড) পর দলটির হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিও রিকেলটনের।
আর ১১ বছর পর রিকেলটন দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসেবে টেস্টে ২০০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। ২০১৩ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেই ২৩৪ রান করেছিলেন গ্রায়েম স্মিথ। রিকেলটনকে সঙ্গ দিয়ে ভেরেইনাও (১০০) করেছেন সেঞ্চুরি। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস ৩ উইকেট নিয়ে ২৭ টেস্টে ছুঁলেন টেস্টে ১০০ উইকেটের মাইলফলক।
কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ৫৮ রানের লক্ষ্য ৭.১ ওভারেই তাড়া করেছে স্বাগতিকেরা। শান মাসুদ-বাবর আজম দারুণ শুরু এনে দিলেও পরের ব্যাটাররা থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফলোঅনের পর অবশ্য ইনিংস ব্যবধানের হা
২ ঘণ্টা আগেমেয়েদের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে যাবেন নিগার সুলতানা জ্যোতিরা। দুই সংস্করণের জন্যই একটি দল ঘোষণা করা হয়েছে।
২ ঘণ্টা আগেবিপিএলের সিলেট পর্বে রান ও দর্শকপূর্ণ গ্যালারি থাকবে—বেশির ভাগ সময় এমন দৃশ্যই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সিলেট পর্বের প্রথম ম্যাচেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ। সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্সের ম্যাচে গ্যালারিতে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
৩ ঘণ্টা আগেকাছ থেকে প্রিয় খেলোয়াড় দর্শন পেতে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা—এমন ঘটনা মাঝেমধ্যে ঘটতে দেখা যায়। কিন্তু মাঠে ঢুকে দর্শক মুদ্রা ওড়ালেন, এমন ঘটনা তো বিরলই। তেমনই এক ঘটনা ঘটল মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে। মাঠে ঢুকে এক দর্শক উড়িয়ে দিলেন একগুচ্ছ ৫০০ রুপির নোট।
৬ ঘণ্টা আগে