এশিয়া কাপ খেলতে সমস্যা নেই ধর্ষণে অভিযুক্ত লামিচানের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ২২: ৩৫
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২৩: ০৪

এশিয়া কাপ খেলতে সবার আগে নেপাল ক্রিকেট দল পাকিস্তানে পৌঁছেছিল ঠিকই। কিন্তু দলের সঙ্গে যেতে পারেননি সন্দীপ লামিচানে। কারণ তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা সংক্রান্ত জটিলতা ছিল। এবার তাঁর যেতে কোনো বাধা নেই। 

বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে নেপাল। আর লামিচানের বিরুদ্ধে ধর্ষণ মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ। এবার মামলার শুনানির তারিখ পিছিয়ে গেছে। ৭ সেপ্টেম্বর হবে লামিচানের ধর্ষণ মামলার শুনানি। লামিচানের আইনজীবী সরোজ ঘিমরি এএফপিকে বলেছেন, ‘সন্দীপ পাকিস্তানে খেলতে যাবে।’ এরপর ৪ সেপ্টেম্বর পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে খেলবে নেপাল। 

গত বছরের ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছরের কিশোরী। ৮ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই নেপালি লেগস্পিনারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ৬ অক্টোবর দেশে ফিরলে কাঠমাণ্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছিল পুলিশ। নিজেকে তখন নির্দোষ দাবি করেছিলেন নেপালি এই তারকা ক্রিকেটার। দল থেকে বহিষ্কার হওয়ার পর কয়েক মাস জেল খাটতে হয়েছিল তাঁকে। এরপর তাঁর ওপর থেকে এ বছরের জানুয়ারিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত