ক্রীড়া ডেস্ক, ঢাকা
লর্ডসে ঐতিহাসিক জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। লিডসের হেডিংলিতে দুই দলের তৃতীয় টেস্ট শুরু ২৫ আগস্ট থেকে। সিরিজে সমতায় ফিরতে চাইলে এই ম্যাচে জিততেই হবে ইংলিশদের। তবে সুনীল গাভাস্কারের ভাবছেন অন্য কিছু! ভারতীয় এই কিংবদন্তির মতে, সিরিজে ফিরতে হলে জো রুট-জিমি অ্যান্ডারসনদের ‘অতিমানব’ হতে হবে।
সম্প্রতি সাদা পোশাকে দাপট দেখাচ্ছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাদ দিলে সবশেষ ৯ টেস্টে তারা হেরেছে মাত্র একটিতে। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানোর পর ঘরের মাঠে সিরিজ জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষেও। মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে শিরোপা খোয়ানোর দুঃখ ভুলে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা-লোকেশ রাহুলরা।
নটিংহামের ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্টে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে শুরুতেই এগিয়ে যেতে পারত ভারত। তবে লর্ডসে দ্বিতীয় টেস্টে প্রকৃতি সহায় হয়নি স্বাগতিকদের। শেষ দিনে বোলারদের নৈপুণ্যে ঠিকই ১৫১ রানের বিশাল জয় ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির দল।
এ অবস্থায় ইংল্যান্ডকে সিরিজে ফিরতে অতিমানবীয় কিছু করতে হবে বলে মন্তব্য করেছেন গাভাস্কার। তাঁর ভাষ্য, ‘ভারত ইংল্যান্ডকে শুরুতেই মানসিক ধাক্কা দিয়েছে। এটি কাটিয়ে উঠে সিরিজে ফিরতে হলে ইংল্যান্ডকে অতিমানবীয় কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং নাটকীয়ভাবে খেলার গতিপথ বদলে যায়। কিন্তু এখন ভারতকে হারাতে চাইলে ইংল্যান্ডের অলৌকিক কিছু করা ছাড়া উপায় নেই।’
লর্ডসে ঐতিহাসিক জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। লিডসের হেডিংলিতে দুই দলের তৃতীয় টেস্ট শুরু ২৫ আগস্ট থেকে। সিরিজে সমতায় ফিরতে চাইলে এই ম্যাচে জিততেই হবে ইংলিশদের। তবে সুনীল গাভাস্কারের ভাবছেন অন্য কিছু! ভারতীয় এই কিংবদন্তির মতে, সিরিজে ফিরতে হলে জো রুট-জিমি অ্যান্ডারসনদের ‘অতিমানব’ হতে হবে।
সম্প্রতি সাদা পোশাকে দাপট দেখাচ্ছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাদ দিলে সবশেষ ৯ টেস্টে তারা হেরেছে মাত্র একটিতে। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানোর পর ঘরের মাঠে সিরিজ জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষেও। মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে শিরোপা খোয়ানোর দুঃখ ভুলে দ্রুতই ঘুরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা-লোকেশ রাহুলরা।
নটিংহামের ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্টে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে শুরুতেই এগিয়ে যেতে পারত ভারত। তবে লর্ডসে দ্বিতীয় টেস্টে প্রকৃতি সহায় হয়নি স্বাগতিকদের। শেষ দিনে বোলারদের নৈপুণ্যে ঠিকই ১৫১ রানের বিশাল জয় ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির দল।
এ অবস্থায় ইংল্যান্ডকে সিরিজে ফিরতে অতিমানবীয় কিছু করতে হবে বলে মন্তব্য করেছেন গাভাস্কার। তাঁর ভাষ্য, ‘ভারত ইংল্যান্ডকে শুরুতেই মানসিক ধাক্কা দিয়েছে। এটি কাটিয়ে উঠে সিরিজে ফিরতে হলে ইংল্যান্ডকে অতিমানবীয় কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং নাটকীয়ভাবে খেলার গতিপথ বদলে যায়। কিন্তু এখন ভারতকে হারাতে চাইলে ইংল্যান্ডের অলৌকিক কিছু করা ছাড়া উপায় নেই।’
অ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
৩৯ মিনিট আগেভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।
১ ঘণ্টা আগেওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
৩ ঘণ্টা আগেবুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানকে নিতে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সেই পাকিস্তান ৪৮ ঘণ্টার ব্যবধানে নিল ‘মধুর প্রতিশোধ’। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে